রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে ওঠা অবৈধ ভ্রাম্যমাণ দোকানপাটসহ স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটক এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.

আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান শুরুর সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে এস্টেট ম্যানেজার (ভারপ্রাপ্ত) ফাতেমা বিনতে মুস্তাফা উপস্থিত ছিলেন। ইতোমধ্যে কয়েক’শ দোকানপাট-স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উচ্ছেদ অভিযান এখনো চলছে।

গত মঙ্গলবার দিবাগত রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহত হন। এ ঘটনার পর সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। সমালোচনার মুখে উদ্যানের নিরাপত্তা জোরদারে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে সরকার। এই উদ্যোগের অংশ হিসেবে আজ সকাল থেকে উদ্যানে উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

আজ সরেজমিন দেখা যায়, উদ্যানে থাকা অবৈধ ভ্রাম্যমাণ দোকানপাটসহ স্থাপনা চারটি বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে। পুলিশের বিপুলসংখ্যক সদস্য উচ্ছেদ অভিযানে সহযোগিতা করছেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: ড এসস স

এছাড়াও পড়ুন:

বাংলাদেশসহ ৫ দেশের কূটনীতিকের পরিচয়পত্র পেশ অনুষ্ঠান স্থগিত করল ভারত

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর পরিচয়পত্র পেশ শেষ মুহূর্তে স্থগিত করেছে ভারত। আজ বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তার পরিচয়পত্র পেশ করার কথা ছিল। দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন করে জানানো হয়, অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। পরবর্তী দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, শুধু বাংলাদেশ নয়, তুরস্ক, থাইল্যান্ডসহ পাঁচটি দেশের কূটনীতিকের পরিচয়পত্র পেশ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে সমকালকে জানান, সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানকে সমর্থনের জেরে তুরস্কের সঙ্গে সম্পর্কের অবনতি হয় ভারতের। তুরস্ক শক্তিশালী রাষ্ট্র। হঠাৎ করে তাদের পরিচয়পত্র পেশ অনুষ্ঠান স্থগিত করতে পারছিল না দিল্লি। এ জন্য একসঙ্গে পাঁচটি দেশের পরিচয়পত্র পেশ অনুষ্ঠান স্থগিত করেছে দিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সময়সূচি-সংক্রান্ত সমস্যার কারণে বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে পরিচয়পত্র পেশ অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে।

রিয়াজ হামিদুল্লাহ গত ৭ এপ্রিল দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে যোগ দেন। তিনি মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন। এ দায়িত্ব নেওয়ার আগে রিয়াজ হামিদুল্লাহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে আঞ্চলিক সংস্থা ও বহুপক্ষীয় অর্থনৈতিক বিষয়গুলো দেখভাল করতেন।

রিয়াজ হামিদুল্লাহ নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার ছিলেন। বিসিএস ফরেন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা রিয়াজ হামিদুল্লাহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘ ও নয়াদিল্লি মিশনে বিভিন্ন পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।


 

সম্পর্কিত নিবন্ধ