ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি ক্যাম্পে থাকার পরও চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি ফাহামিদুল ইসলামের। এবার ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আর সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ফাহামিদুলকে ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আজ ফেসবুক স্ট্যাটাসে এক বার্তায় এমনটা জানিয়েছে ফাহামিদুলের ক্লাব ওলবিয়া কালসিও। ওলবিয়া ইতালির ঘরোয়া ফুটবলের চতুর্থ স্তরের ক্লাব। সিরি ডিতে ‘জি’ গ্রুপে রয়েছে তারা।

আরও পড়ুনফাহামিদুলের ‘দ্বিতীয় পরীক্ষা’ নিতে চান কোচ কাবরেরা২৩ এপ্রিল ২০২৫

ইতালিয়ান ক্লাবটি লিখেছে, ‘ওলবিয়া আনন্দের সাথে জানাচ্ছে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফাহমিদুল ইসলামকে আবার ডেকেছে। গতকাল (বৃহস্পতিবার) সকালে তাঁর ডাক পাওয়ার আনুষ্ঠানিক চিঠি ক্লাবের প্রধান কার্যালয়ে এসে পৌঁছায়। ৪ জুন প্রীতি ম্যাচ এবং ১০ জুন সিঙ্গাপুর জাতীয় দলের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য তাঁকে চেয়েছে বাংলাদেশে।'

বাফুফে সূত্রে জানা গেছে, ৩১ মে শুরু জাতীয় ফুটবল দলের প্রাথমিক ক্যাম্পের জন্য ফাহামিদুলকে চেয়েছিল ফেডারেশন। ইতালির চতুর্থ বিভাগের ক্লাবটি ঘণ্টাখানেকের মধ্যেই বাফুফের চিঠির উত্তর দেয়। সেই চিঠিতেই মূলত ফাহামিদুলকে বাংলাদেশ জাতীয় দলে খেলার অনাপত্তিপত্র দেয় ওলবিয়া।

বাংলাদেশের জার্সিতে জুনে অভিষেক হতে পারে ফাহামিদুলের.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ হ ম দ লক ফ টবল

এছাড়াও পড়ুন:

পেট্রো ডলারের বন্যায় শেষ হলো ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর

রীতিমতো পেট্রো ডলারের বন্যায় ভেসে চার দিনের মধ্যপ্রাচ্য সফর শেষ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরের শেষ দিনে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ২০০ বিলিয়ন ডলারের একাধিক চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। রয়টার্স জানিয়েছে, চুক্তি স্বাক্ষরের পর বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন, এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।

হোয়াইট হাউস জানিয়েছে, আবুধাবিভিত্তিক আমিরাতের বিমান সংস্থা ইত্তিহাদ এয়ারওয়েজ ১৪.৫ বিলিয়ন ডলার খরচে ২৮টি বোয়িং ৭৮৭ এবং ৭৭৭এক্স বিমানের ক্রয়াদেশ নিশ্চিত করেছে। বোয়িংয়ের এসব বিমানে জিই এরোস্পেসের তৈরি ইঞ্জিন ব্যবহার করা হবে। হোয়াইট হাউস জানিয়েছে, আমিরাতের এই বিনিয়োগ যুক্তরাষ্ট্রের বিমান উৎপাদন ও রপ্তানিতে গতি আনবে।

আবুধাবিতে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ট্রাম্পের বৈঠকে দুই দেশের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে সহযোগিতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। আবুধাবির সঙ্গে ট্রাম্প প্রশাসনের এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে আগামী এক দশকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে বিপুল পরিমাণ বিনিয়োগ করবে আমিরাত। মার্কিন বাণিজ্য বিভাগ জানিয়েছে, যুক্তরাষ্ট্র-আমিরাত এআই অ্যাকসেলারেশন পার্টনারশিপ নামে একটি কাঠামো গঠনে একমত হয়েছে। এ ছাড়া বৈঠকের পর ট্রাম্প ও আল নাহিয়ান পাঁচ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি নতুন এআই ক্যাম্পাস উদ্বোধন করেন। যুক্তরাষ্ট্রের বাইরে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় এআই স্থাপনা।

এ চুক্তির বিষয়ে এআই বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে যুক্তরাষ্ট্রের উন্নত এআই চিপে অধিকতর অ্যাকসেস পাবে আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের হয়ে এই প্রযুক্তি চীনের হাতে চলে যেতে পারে– এ আশঙ্কায় এতদিন এই বিষয়ে কিছু বিধিনিষেধ আরোপ করে রেখেছিল যুক্তরাষ্ট্রের প্রশাসন।

এদিকে মধ্যপ্রাচ্য সফর শেষে ‘এয়ার ফোর্স ওয়ান’-এ বসে সাংবাদিকদের সঙ্গে ইরান বিষয়ে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘ইরানের কাছে পারমাণবিক চুক্তির একটি প্রস্তাব পাঠানো হয়েছে এবং এখন তাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।’ ট্রাম্প আরও বলেন, ‘তারা জানে, দ্রুত না এগোলে খারাপ কিছু ঘটতে পারে।’ ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তির জন্য আলোচনা করছেন জানিয়ে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, যুদ্ধ ছাড়াই আমরা একটি সমঝোতায় পৌঁছাতে পারি।’

সম্পর্কিত নিবন্ধ