দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১২ থেকে ১৫ মে) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও কমেছে ২.২৩ শতাংশ।

শনিবার (১৭ মে) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.

৪১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.২০ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও কমেছে ০.২১ পয়েন্ট বা ২.২৩ শতাংশ।

এর আগের সপ্তাহের (৪ থেকে ৮ মে) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৪০ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৪১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছিল ০.০১ পয়েন্ট বা ০.১১ শতাংশ।

খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৫.৫৫ পয়েন্টে, ব্যাংক খাতে ৫.৭৬ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৮.৮২ পয়েন্ট, টেক্সটাইল খাতে ৯.১৭ পয়েন্টে, সিমেন্ট খাতে ৯.৫৩ পয়েন্টে, প্রকৌশল খাতে ৯.৯২ পয়েন্টে, ট্যানারি খাতে ১০.০১ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১০.২৬ পয়েন্টে, আর্থিক খাতে ১০.৩৬ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১১.০৫ পয়েন্টে, আইটি খাতে ১৪.৫৮ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ১৫.২৫ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৫.৯৬ পয়েন্ট, টেলিযোগাযোগ খাতে ১৬.১৬ পয়েন্টে, বিবিধ খাতে ১৭.৬৬ পয়েন্টে, মিউচুয়াল ফান্ড খাতে ১৮.৪৪ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ১৮.৮৫ পয়েন্টে, পাট খাতে ২১.৫২ পয়েন্টে এবং সিরামিক খাতে ৫০.২৭ পয়েন্টে অবস্থান করছে।

ঢাকা/এনটি/ইভা

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ড এসইর প ই র শ ও

এছাড়াও পড়ুন:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সিএসইতে তিনটি মাস্টার্স প্রোগ্রাম, আবেদন শেষ ১১ জুলাই

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ২০২৫-২৬ সেমিস্টারে ২০তম ব্যাচে প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। ভর্তির জন্য আবেদন করা যাবে ১১ জুলাই পর্যন্ত।

আবেদনের যোগ্যতা—

এক বছর মেয়াদি এমএসসি: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের স্নাতক ডিগ্রি।

এক বছর ৬ মাস মেয়াদি এমএসসি: যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা (তিন+এক বছর) মেয়াদি স্নাতক বা (দুই+দুই বছর) মেয়াদি স্নাতক ও স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

দুই বছর মেয়াদি এমএসসি: যেকোনো বিষয়ে তিন বছর মেয়াদি স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে।

আবেদন যেভাবে—

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অফিস থেকে অফিস চলাকালীন আবেদনপত্র গ্রহণ ও জমা দেওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও সব পরীক্ষার সনদপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। অনলাইনে আবেদনের লিংক দেখুন

ভর্তি পরীক্ষার বিস্তারিত—

আবেদনের শেষ তারিখ: ১১ জুলাই ২০২৫।

ভর্তি পরীক্ষার তারিখ: ১৮ জুলাই ২০২৫।

ক্লাস শুরুর তারিখ: ২৫ জুলাই ২০২৫।

আরও তথ্য জানতে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • ডিএস–৩০ সূচক থেকে বাদ পড়ল ৩ কোম্পানি
  • ডিএসইর ‘ডিএস৩০’ সূচক সমন্বয়
  • ইসলামী বিশ্ববিদ্যালয়ে সিএসইতে তিনটি মাস্টার্স প্রোগ্রাম, আবেদন শেষ ১১ জুলাই
  • পুঁজিবাজারে সূচকের উত্থান
  • ডিএসইর লেনদেন আবারও ৬০০ কোটি টাকা ছাড়াল
  • পুঁজিবাজারে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন
  • ব্যাংকের শেয়ারে ভর করে দুই মাসের মধ্যে শেয়ারবাজারে সর্বোচ্চ লেনদেন
  • প্রথম কার্যদিবসে সূচকের বড় উত্থান, বেড়েছে লেনদেন
  • এসিআই ফর্মুলেশনের নাম পরিবর্তনে ডিএসইর সম্মতি