দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১২ থেকে ১৫ মে) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও কমেছে ২.২৩ শতাংশ।

শনিবার (১৭ মে) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.

৪১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.২০ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও কমেছে ০.২১ পয়েন্ট বা ২.২৩ শতাংশ।

এর আগের সপ্তাহের (৪ থেকে ৮ মে) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৪০ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৪১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছিল ০.০১ পয়েন্ট বা ০.১১ শতাংশ।

খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৫.৫৫ পয়েন্টে, ব্যাংক খাতে ৫.৭৬ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৮.৮২ পয়েন্ট, টেক্সটাইল খাতে ৯.১৭ পয়েন্টে, সিমেন্ট খাতে ৯.৫৩ পয়েন্টে, প্রকৌশল খাতে ৯.৯২ পয়েন্টে, ট্যানারি খাতে ১০.০১ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১০.২৬ পয়েন্টে, আর্থিক খাতে ১০.৩৬ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১১.০৫ পয়েন্টে, আইটি খাতে ১৪.৫৮ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ১৫.২৫ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৫.৯৬ পয়েন্ট, টেলিযোগাযোগ খাতে ১৬.১৬ পয়েন্টে, বিবিধ খাতে ১৭.৬৬ পয়েন্টে, মিউচুয়াল ফান্ড খাতে ১৮.৪৪ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ১৮.৮৫ পয়েন্টে, পাট খাতে ২১.৫২ পয়েন্টে এবং সিরামিক খাতে ৫০.২৭ পয়েন্টে অবস্থান করছে।

ঢাকা/এনটি/ইভা

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ড এসইর প ই র শ ও

এছাড়াও পড়ুন:

দুই ব্রোকারেজ হাউজ পেল ডিএসইর ফিক্স সার্টিফিকেশন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দুইটি ব্রোকারেজ হাউজ ফিক্স সার্টিফিকেশন পেয়েছে। এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব ওএমএস চালুর লক্ষ্যে ব্রোকারেজ হাউজ দুইটিকে ফিক্স সার্টিফিকেশন দেওয়া হয়।

ব্রোকারেজ হাউজগুলো হলো-শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড ও শার্প সিকিউরিটিজ লিমিটেড।

বৃহষ্পতিবার (১৫ মে) ফিক্স সার্টিফিকেশন প্রদানের ধারাবাহিক প্রক্রিয়ার অংশহিসেবে ব্রোকারেজ হাউজ দুইটিকে এ সনদ প্রদান করা হয়।

আরো পড়ুন:

পুঁজিবাজারে পতন অব্যাহত

পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেন

ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসই বোর্ডরুমে সার্টিফিকেশন প্রদান করেন ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্ত্বিক আহমেদ শাহ্। শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. সাজেদুল ইসলাম ও শার্প সিকিউরিটিজ লিমিটেড এর পরিচালক অসরপ্রাপ্ত মেজর মোস্তফা জামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সার্টিফিকেট গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ, মহাব্যবস্থাপক ও প্রধান পরিচালন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ছামিউল ইসলাম, মহাব্যবস্থাপক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. তারিকুল ইসলামসহ আইসিটি এবং মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) ভিওিক বিএইচওএমএস চালুর উদ্যোগ গ্রহণ করা হয় ২০২০ সাল থেকে। এরই প্রেক্ষিতে ৬৫টি ব্রোকারেজ হাউজ নাসডাক ম্যাচিং ইঞ্জিনে এপিআই সংযোগ নিয়ে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন করার জন্য ডিএসইতে আবেদন করে। আজকের ২টি ব্রোকারেজ হাউজ নিয়ে মোট ৩০টি ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন প্রদান করা হয়েছে। এর মধ্যে ২১টি ব্রোকার হাউজ ফিক্স সার্টিফিকেশন পাওয়ার পর তারা এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব ওএমএস চালু করেছে।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • তিন কার্যদিবস পর পুঁজিবাজারে সূচকের উত্থান
  • ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে শাইনপুকুর সিরামিকস
  • রবিবার ডিএসই পরিদর্শনে যাবেন ড. আনিসুজ্জামান
  • ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে সিটি ইন্স্যুরেন্স
  • পুঁজিবাজারে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন সূচক, মূলধন কমেছে ৪১৭৩ কোটি টাকা
  • দুই ব্রোকারেজ হাউজ পেল ডিএসইর ফিক্স সার্টিফিকেশন
  • পুঁজিবাজারে টানা ৩ কার্যদিবসে সূচকের পতন