খুলনার ডুমুরিয়ায় মাহিন্দ্র ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

নিহত তিনজনের মধ্যে একজন হলেন মাহিন্দ্রচালক রফিকুল ইসলাম (৫৫)। অন্য দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁদের বয়স আনুমানিক ৪০ ও ৪৫ বছর বলে জানিয়েছে পুলিশ।

খর্নিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শিমুল মণ্ডল বলেন, মাহিন্দ্রটি কয়রা থেকে খুলনার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা তেলবাহী লরির সঙ্গে ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মাহিন্দ্রটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই একজন নিহত হন। অন্য দুজন ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান। আহত চারজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লরিটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দ্বিতীয় স্ত্রী নিয়ে পুতিন ও আনোয়ার ইব্রাহিমের রসিকতা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার রসিকতার একটি ভিডিও ভাইরাল হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর রসিক মন্তব্যে শুধু পুতিনই নন, দুই দেশের প্রতিনিধি দলও অট্টহাসিতে ফেটে পড়তে বাধ্য হয়েছেন।

বৃহস্পতিবার সরকারি সফরে রাশিয়ায় পৌঁছেছেন মালয়েশিয়ার প্রধানন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রায় ২০ বছরের মধ্যে মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রীর প্রথম সরকারি সফর এটি। আনোয়ার ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করেন। পরে দুই প্রেসিডেন্ট সেন্ট অ্যান্ড্রু'স হল পরিদর্শন করেন।

দ্বিপাক্ষিক সম্পর্ক, জ্বালানি সহযোগিতা এবং এমইচ১৭ বিমান দুর্ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার আগে বিশাল হল রুমের মধ্য দিয়ে হেঁটে যান। সেখানে পুতিন তিনটি অলঙ্কৃত সিংহাসনের দিকে ইঙ্গিত করে আনোয়ার ইব্রাহিমের কাছে জানতে চান, “এখানে তিনটি সিংহাসন রয়েছে, একটি জারের জন্য, দ্বিতীয়টি তার স্ত্রীর জন্য। তৃতীয়টি কার জন্য বলে আপনি মনে করেন?”

আনোয়ার ইব্রাহিম চট করে উত্তর দেন, “দ্বিতীয় স্ত্রীর জন্য।”

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই উত্তরে উভয় দেশের প্রতিনিধিদলের মধ্যে হাসির আওয়াজ ওঠে।

পুতিনও হাসিমুখে উত্তর দেন, “এটি একজন প্রকৃত মুসলিমের উত্তর, ইসলামী সংস্কৃতির একজন প্রকৃত প্রতিনিধি। আমাদের ঐতিহ্যবাহী মূল্যবোধ সবসময় একই রকম নাও হতে পারে, তবে তথ্যের আদান-প্রদান সবসময় উভয় পক্ষের জন্য কার্যকর।”

আনোয়ার ইব্রাহিম হেসে স্পষ্ট করে বলেন, “আমার কেবল একজন স্ত্রী আছে, মি. প্রেসিডেন্ট।”

পরে সাংবাদিকদের আনোয়ার ইব্রাহিম ব্যাখ্যা করে বলেন, “পুতিন তাকে পরীক্ষা করেছেন। তিনি জিজ্ঞাসা করলেন, সিংহাসনের ঘরে তিনটি চেয়ার আছে। ডানদিকে কোনটি?  আমি বললাম: অবশ্যই, বাম দিকে স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রী...তারপর আমি... আমার মনে হয় বাম দিকের দ্বিতীয়টি মায়ের জন্য।”

জবাবে পুতিন বলেছেন, “হ্যাঁ, দ্বিতীয় সিংহাসনটি মায়ের জন্য।”

ঐতিহাসিকভাবে সেন্ট অ্যান্ড্রু'স হলের তিনটি সিংহাসন রয়েছে। এর একটি জারের জন্য, দ্বিতীয়টি তার স্ত্রীর জন্য এবং তৃতীয়টি জারের মা ডাউগার সম্রাজ্ঞীর প্রতিনিধিত্ব করে। হলটি ক্রেমলিনের প্রধান আনুষ্ঠানিক কক্ষগুলোর মধ্যে একটি, যা নতুন প্রেসিডেন্টের শপথ এবং রাষ্ট্রীয় অভ্যর্থনার জন্য ব্যবহৃত হয়।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ

  • ভ্যাটিকানে কেন একজন আমেরিকান পোপ
  • সাহিত্যের এক দিকপাল ও দিশারি
  • কেন ফুটবলাররা হাত দিয়ে মুখ ঢেকে কথা বলেন
  • মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজন খালাস
  • মৃত সন্তানকে নিয়ে গুলতেকিন খানের আবেগঘন পোস্ট
  • ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা: কিছু প্রশ্ন ও প্রস্তাব
  • আরিফ-মুক্তাদিরের আসনে জোবাইদার পোস্টার
  • মেক্সিকোতে টিকটকে লাইভ করার সময় তরুণীকে গুলি করে হত্যা
  • দ্বিতীয় স্ত্রী নিয়ে পুতিন ও আনোয়ার ইব্রাহিমের রসিকতা