ভুটান থেকে ফিরে জাতীয় দলের ক্যাম্পে ঋতুপর্ণা, মনিকারা
Published: 17th, May 2025 GMT
ভুটান প্রিমিয়ার লিগ মাত্রই শুরু হয়েছে। এর মধ্যেই ঢাকায় ফিরে এসেছেন পাঁচ নারী ফুটবলার। আজ সকালে ঢাকায় পৌঁছে তাঁরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন। তাঁরা হলেন—ঋতুপর্ণা চাকমা, রুপণা চাকমা, শামসুন্নাহার (সিনিয়র), মনিকা চাকমা ও মারিয়া মান্দা।
বাফুফের আমন্ত্রণে তাঁরা ভুটানের ক্লাবগুলোর সঙ্গে সমন্বয় করে ক্যাম্পে যোগ দিয়েছেন। আগামীকাল থেকে পিটার বাটলারের অধীনে অনুশীলন শুরু করবেন তাঁরা।
ঋতুপর্ণা চাকমা প্রথম আলোকে বলেন, ‘ঢাকায় ফিরে ভালো লাগছে। দেশের হয়ে অনেক দিন খেলিনি। জাতীয় দলে আবার সুযোগ পেলে খেলব। মনের ভেতর একটা ভালোলাগা কাজ করছে, উৎফুল্ল লাগছে। যদি মূল স্কোয়াডে রাখা হয়, তাহলে ম্যাচ খেলে আমি আর মনিকা ৭ তারিখে আবার ভুটানে ফিরে যাব।’
বর্তমানে ভুটানের নারী লিগে খেলছেন বাংলাদেশের ১০ ফুটবলার। তাঁদের মধ্যে ক্যাম্পে ডাক পেয়েছেন এই পাঁচজন। বাকি পাঁচজন—সাবিনা খাতুন, মাসুরা পারভীন, সানজিদা আক্তার, মাতসুশিমা সুমাইয়া ও কৃষ্ণা রানী সরকারকে ডাকা হয়নি।
আগামী জুনে মিয়ানমারে অনুষ্ঠেয় নারী এশিয়ান কাপ বাছাইপর্ব সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ নারী দল ২৭ মে জর্ডানে যাবে একটি ত্রিদেশীয় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে। জর্ডান সফরের জন্য দল গঠনের প্রক্রিয়া চলছে।
বাফুফের চিঠি পাওয়ার পর ভুটানের তিনটি ক্লাব—ট্রান্সপোর্ট ইউনাইটেড, পারো এফসি ও থিম্পু এফসি—তাঁদের সঙ্গে চুক্তিতে থাকা পাঁচ ফুটবলারকে ছাড়পত্র দিয়েছে। রুপণা খেলেছেন ট্রান্সপোর্ট ইউনাইটেডে, ঋতুপর্ণা ও মনিকা পারোতে, মারিয়া ও শামসুন্নাহার থিম্পু ক্লাবের হয়ে।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি নারী দলের ১৮ ফুটবলার সংবাদ সম্মেলন করে জাতীয় দলের ইংলিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে অবস্থান নেন এবং অনুশীলন বর্জন করেন। কোচের বিরুদ্ধে হয়রানিসহ বিভিন্ন অভিযোগ তুলে বাফুফে সভাপতির কাছে লিখিত অভিযোগও জমা দেন। ওই ঘটনায় সামনের সারিতে ছিলেন দুইবারের সাফ চ্যাম্পিয়ন অধিনায়ক সাবিনা খাতুন, মাসুরা পারভীন, সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার ও সুমাইয়া।
বিদ্রোহের কারণে তাঁরা মার্চে সংযুক্ত আরব আমিরাত সফরের দলেও ছিলেন না। সেই সফরে সিনিয়রহীন বাংলাদেশ দল দুটি প্রস্তুতি ম্যাচেই হেরেছিল। পরবর্তী সময়ে বাফুফে কর্মকর্তাদের মধ্যস্থতায় খেলোয়াড় ও কোচের মধ্যে একাধিক দফা বৈঠকের মাধ্যমে সমঝোতা হয়। উভয় পক্ষ অতীত ভুলে সামনে এগোনোর কথা বলে। তবে বাটলার এবার দল গঠনের প্রক্রিয়ায় কিছু সিনিয়র ফুটবলারকে বিবেচনার বাইরে রেখেছেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের ২০তম আসর শুরু ১১ জুলাই থেকে
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে দেশজুড়ে শুরু হচ্ছে মেধা যাচাই কর্মসূচি ‘এপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড’–এর ২০তম আসর। স্কুল ও কলেজের ১৪ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে। বাছাই করা ৫ জন শিক্ষার্থী আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে।
বৃহস্পতিবার রাজধানীর আফতাব নগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান এবং এপেক্স ফুটওয়্যার লিমিটেডের মার্কেটিং বিভাগের সহকারী মহাব্যবস্থাপক রায়হান কবির।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন। তিনি জানান, এবার দুটি গ্রুপে স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। জুনিয়র গ্রুপে থাকবে ২০১০-২০১১ সালে জন্ম নেওয়া শিক্ষার্থীরা (১৪-১৫ বছর), সিনিয়র গ্রুপে ২০০৭-২০০৯ সালে জন্ম নেওয়া শিক্ষার্থীরা (১৬-১৮ বছর)।
প্রথম রাউন্ডের প্রাথমিক বাছাই পরীক্ষা দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে ১১ থেকে ২১ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে। এ রাউন্ড থেকে নির্বাচিত ৩০০ জন শিক্ষার্থীকে নিয়ে হবে জাতীয় পর্যায়ের দ্বিতীয় রাউন্ড এবং পরে ক্লোজড ক্যাম্প।
ক্লোজড ক্যাম্পের শেষ দিনে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত পাঁচজন শিক্ষার্থী যাবে রাশিয়ায়। তারা আগামী ২০ থেকে ২৭ সেপ্টেম্বর রাশিয়ায় অনুষ্ঠেয় ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে প্রতিযোগিতা করবে। একই সঙ্গে ২৯তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড এবং এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।
অলিম্পিয়াডে অংশ নিতে শিক্ষার্থীদের নিবন্ধন করতে হবে। নিবন্ধন ফি ১০০ টাকা, যা বিকাশ নম্বর ০১৯১৫-৬৫৩৬০৭–এ পাঠাতে হবে।
গত বছরের মতো এবারের আয়োজনেও টাইটেল স্পনসর হিসেবে রয়েছে এপেক্স। আয়োজনটির সঙ্গে যুক্ত রয়েছে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড, পাইওনিয়ার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, এডিএন টেলিকম, কেদারপুর টি স্টেট ও ওয়াচেস ওয়ার্ল্ড।
সহযোগী গণমাধ্যম হিসেবে থাকছে প্রথম আলো, দুরন্ত টেলিভিশন, চ্যানেল আই, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও রাশিয়ান হাউস ইন ঢাকা।