বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত রাতে তুমুল বৃষ্টি। তাতে ম্যাচ হয়ে গেল পণ্ড। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পেল স্বস্তি। আইপিএলের প্লে-অফে খেলার আশা আরও উজ্জ্বল হলো দলটার। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য সেই বৃষ্টিই ছিল বিদায়ের ঘণ্টাধ্বনি। মাঠ ভেজা পড়ে রইল, শেষ হয়ে গেল কলকাতার আইপিএল ২০২৫ অভিযান।

এই মৌসুমে এ নিয়ে টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো ম্যাচ পরিত্যক্ত হলো কলকাতার। কলকাতার ছিটকে যাওয়ার পেছনে বড় ভূমিকা ছিল এই দুটি ম্যাচের। অথচ শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে গত বছর কলকাতা ছিল দুর্দান্ত। একেবারে একপেশে ফাইনালে তারা উড়িয়ে দিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদকে। আর এবার? এবার তারা সেই রাজসিংহাসন হারিয়ে লিগ পর্ব থেকেই বিদায়।

এই অভিজ্ঞতা অবশ্য কলকাতার এবারই প্রথম নয়। তৃতীয়বারের মতো তারা শিরোপা জেতার পরের বছর লিগ পর্ব থেকেই ছিটকে পড়ল। কলকাতা প্রথম শিরোপা জিতেছিল ২০১২ সালে, গৌতম গম্ভীরের নেতৃত্বে। কিন্তু পরের বছর তারা প্লে-অফেও উঠতে পারেনি। ২০১৪ সালে আবার চ্যাম্পিয়ন, ২০১৫-তে আবার একই পরিণতি। এই বছরও সেই ইতিহাসটা ফিরল।

পাঁচবার আইপিএলের শিরোপা জিতেছে মুম্বাই। এর মধ্যে তিনবার শিরোপা জেতার পরের মৌসুমে (২০১৬, ২০১৮ ও ২০২১) তাদের বিদায় নিতে হয়েছে লিগ পর্ব থেকেই।

অবশ্য লজ্জার এই রেকর্ডে কলকাতা একাই নয়, তাদের আগেই এই অভিজ্ঞতা হয়েছে মুম্বাই ইন্ডিয়ানসের। পাঁচবার আইপিএলের শিরোপা জিতেছে মুম্বাই। এর মধ্যে তিনবার শিরোপা জেতার পরের মৌসুমে (২০১৬, ২০১৮ ও ২০২১) তাদের বিদায় নিতে হয়েছে লিগ পর্ব থেকেই। পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়েরও এই অভিজ্ঞতা হয়েছে দুবার। তবে সবার আগে এই দুর্ভাগ্যের শিকার হয়েছিল রাজস্থান রয়্যালস। আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নরা পরের আসরেই ছিটকে পড়েছিল লিগ পর্ব থেকে।

আগের মৌসুমে চ্যাম্পিয়ন, পরের মৌসুমে লিগ পর্ব থেকে বিদায়.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল গ পর ব থ ক ই পর র ম স ম কলক ত র

এছাড়াও পড়ুন:

আবার আড্ডা হবে জমবে শান্ত দুপুর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদের সামনে সবুজ গাছগাছালির পথ ধরে ক্লাসে যাচ্ছিলেন আবদুল্লাহ আল মুজাহিদ। বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র তিনি। প্রতিদিনের চেনা পথে একটা পরিবর্তন লক্ষ্য করলেন মুজাহিদ। দীর্ঘদিন পর অনেকটা পরিত্যক্ত ঝুলন্ত সেতু নতুন রঙে নতুন  সেজেছে। মুজাহিদ বললেন, ‘এতদিন ঝুলন্ত সেতুর দিকে তেমন চোখ পড়ত না। কারণ এটি ঢাকা ছিল ঝোপঝাড়ে, প্রবেশপথে ছিল কাঁটাতারের বেড়া। অথচ এ সেতুটি ছিল শিক্ষার্থীদের বিনোদনের একটি ভালো উপলক্ষ।’ গত ১৪ মে সমাবর্তন উপলক্ষে সংস্কার করা হয়েছে চবির ঝুলন্ত সেতু। ছয় বছর ধরে বন্ধ ছিল এই সেতু। শিগগিরই সেতুটি খুলে দেওয়া হবে। মুজাহিদসহ কয়েকজন শিক্ষার্থী বললেন, ‘ঝুলন্ত সেতুর এই জায়গায় আসলে রাঙামাটির কথা মনে পড়ে। এটি খুলে দিলে ক্লাস শেষে এখানে বসে আমরা আড্ডা দেব।’ 
২০০৯ সালে রাঙামাটির ঝুলন্ত সেতুর আদলে নির্মিত হয়েছিল চবির এই ঝুলন্ত সেতু। সমাজবিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থাকা খালের ওপর সেতুটি অল্প সময়ে ক্যাম্পাসের অন্যতম নান্দনিক ও জনপ্রিয় স্থাপনা। প্রতিদিন শত শত শিক্ষার্থী যাতায়াত করতেন এই পথে। কেউ দাঁড়িয়ে ছবি তুলতেন, কেউ খালের ধারে বসে কাটাতেন শান্ত দুপুর।
তবে নির্মাণের ১০ বছর পর ২০১৮ সালের দিকে ঝুলন্ত সেতু বন্ধ হয়ে যায়। সেতুটি জীর্ণ হয়ে পড়েছিল। কাঠের কাঠামোতে পোকায় ধরে, পিলারগুলো হয়ে যায় দুর্বল। শেষে ২০১৮ সালের অক্টোবর মাসে ভর্তি পরীক্ষার আগে সংস্কারের অজুহাতে সেতুটি কাঁটাতার দিয়ে বন্ধ করে দেয় প্রশাসন। এরপর কেটে গেছে ছয় বছর। শিক্ষার্থী ও শিক্ষকদের দাবির পরও সংস্কার হয়নি সেতুটি।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, ‘আমরা  বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বরাদ্দ করা ২০ লাখ টাকায় সেতুর সংস্কারকাজ 


শুরু করেছি। সমাজবিজ্ঞান অনুষদের ডিনকে প্রধান করে গঠিত হয়েছে সেতু বাস্তবায়ন কমিটি। ঝুলন্ত সেতুটি শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যের প্রতীক। তাই এটি এখন কাঠের বদলে স্টিলের কাঠামোয় আরও মজবুতভাবে নির্মাণ করা হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘নতুন এই সেতু হবে আরও নিরাপদ ও আধুনিক। সেতুর দুই পাশে বসানো হচ্ছে শক্তিশালী পিলার, যুক্ত করা হচ্ছে উন্নতমানের বাতি। খাল পরিষ্কার করে সেটিকে হ্রদে রূপ দেওয়া হচ্ছে। খালের সাথে থাকা পয়োনিঃস্কাশনের সংযোগ বন্ধ করে দেওয়া হবে। রাখা হবে বিকল্প পানি নিষ্কাশনের ব্যবস্থা।’
সংস্কার কাজের দায়িত্বে থাকা সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন মজুমদার বলেন, ‘আমরা এমনভাবে এটি নির্মাণ করছি, যাতে ভর্তি পরীক্ষার সময় একসাথে শতাধিক মানুষও চলাচল করতে পারে। পাশে একটি ফুলের বাগান তৈরির পরিকল্পনাও রয়েছে, যা পরিবেশকে করে তুলবে আরও রূপময়।’

সম্পর্কিত নিবন্ধ

  • আদালত থেকে পালালেন হত্যা মামলার আসামি
  • রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন ২ জুলাই জমা দেওয়ার নির্দেশ
  • ইতিহাস গড়লো ক্রিস্টাল, ম্যানসিটিকে জিতলো প্রথম বড় শিরোপা
  • আবার আড্ডা হবে জমবে শান্ত দুপুর
  • বিএসএমএমইউয়ে নার্সিং ভর্তিতে আবেদন শেষ ১৮ মে, ২০২১–এ এসএসসি হলেও আবেদন
  • চট্টগ্রাম সিটির সাবেক কাউন্সিলর তৌফিক আহমেদ ঢাকায় বিমানবন্দর থেকে গ্রেপ্তার
  • সুন্দরী বিচার করবেন জয়া-মেহজাবীন-রাফী
  • যুক্তরাষ্ট্রের ক্রেডিং রেটিং কমিয়েছে মুডিস
  • স্মরিব ‘কাল নিরবধি’