‘আন্দাজ আপনা আপনা’ নিয়ে আদালতে মামলা, রায়ে যা বলা হয়েছে
Published: 18th, May 2025 GMT
তিন দশক আগে, ১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল বলিউডের অন্যতম জনপ্রিয় হাস্যরসাত্মক সিনেমা ‘আন্দাজ আপনা আপনা’। আমির খান ও সালমান খানের রসায়ন, কারিশমা কাপুর ও রাভিনা ট্যান্ডনের উপস্থিতি এবং কল্পনাপ্রসূত চরিত্র ‘ক্রাইম মাস্টার গোগো’ কিংবা ‘তেজা’ হয়ে ওঠে সময়ের ধারার বাইরে দাঁড়িয়ে থাকা কিছু চিরস্মরণীয় উপাদান।
তবে এত বছর পর সিনেমাটি আলোচনায় এসেছে সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গে; আইনি সুরক্ষা ও মেধাস্বত্ব সংরক্ষণের প্রশ্নে। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান বিনয় পিকচার্সের প্রয়াত প্রযোজক বিনয় সিনহার সন্তান শান্তি বিনয়কুমার সিনহা দিল্লি হাইকোর্টে অভিযোগ করেন যে সিনেমাটির সংলাপ, চরিত্র, এমনকি নাম ও পোশাক পর্যন্ত অনুমতি ছাড়াই ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ডিজিটাল মাধ্যমে—ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, রিলস কিংবা বিজ্ঞাপনচিত্রে।
দিল্লি হাইকোর্টের অন্তর্বর্তী আদেশে জানানো হয়েছে, ‘আন্দাজ আপনা আপনা’ ছবির সংলাপ, চরিত্র, নাম, পোশাক বা যেকোনো দৃশ্যমান উপাদান কেউ অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবে না। এমন কিছু ঘটলে মালিকপক্ষ ভবিষ্যতেও আইনি ব্যবস্থা নিতে পারবে। এই রায়কে কেবল এই একটি সিনেমার ক্ষেত্রে নয়, বরং বলিউডসহ সমগ্র ভারতীয় চলচ্চিত্রশিল্পে মেধাস্বত্ব নিয়ে চলমান এক ধরনের অবহেলার বিরুদ্ধে একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
‘আন্দাজ আপনা আপনা’ সিনেমায় আমির ও সালমান খান। আইএমডিবি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চট্টগ্রাম বন্দর থেকে হজযাত্রার আদিকথা
চট্টগ্রাম বন্দর ভারতীয় উপমহাদেশে মোগল ও ব্রিটিশ রাজত্বের সময় থেকে হজযাত্রীদের জেদ্দায় যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। যদিও এই যাত্রার লিখিত ইতিহাস সীমিত, তবু চট্টগ্রামের হজযাত্রার ঐতিহ্য এবং এর সাংগঠনিক ব্যবস্থাপনা ঐতিহাসিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে উল্লেখযোগ্য।
মোগল ও ব্রিটিশ আমলে চট্টগ্রাম বন্দর
মোগল ও ব্রিটিশ রাজত্বের সময়ে চট্টগ্রাম বন্দর থেকে হজযাত্রীরা সমুদ্রপথে জেদ্দায় যাতায়াত করতেন। তবে এই যাত্রার বিস্তারিত লিখিত নথি পাওয়া কঠিন। ব্রিটিশ আমল থেকে আরব উপদ্বীপের মোয়াল্লেমরা (হজযাত্রীদের থাকা-খাওয়া ও যাতায়াতের ব্যবস্থাপক) হজের কয়েক মাস আগে চট্টগ্রামে এসে স্থানীয় ব্যক্তিদের বাড়িতে অবস্থান করতেন। তাঁরা জেদ্দা, মক্কা, মিনা, আরাফাহ, মুজদালিফা ও মদিনায় হজযাত্রীদের জন্য ব্যবস্থাপনার তথ্য প্রচার করতেন, যা ছিল তাঁদের জীবিকার প্রধান উৎস। মোয়াল্লেমরা হজ কাফেলা গঠন করতেন এবং স্থানীয় প্রতিনিধি নির্বাচন করতেন। উপমহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে হজযাত্রীরা চট্টগ্রামে এসে যাত্রার প্রস্তুতি নিতেন। এই ব্যবস্থা প্রায় ১৯৮৫ সাল পর্যন্ত অব্যাহত ছিল।
যদিও ব্রিটিশ প্রশাসন ঊনবিংশ শতাব্দী থেকে বোম্বে (মুম্বাই) থেকে হজযাত্রার ব্যবস্থাপনা করত, চট্টগ্রামে মোয়াল্লেমদের ব্যবস্থাপনা ব্রিটিশ নিয়ন্ত্রণের বাইরে স্বাধীনভাবে পরিচালিত হতো।
পাকিস্তান আমলে হজযাত্রা
ব্রিটিশ রাজত্বের অবসানের পর পাকিস্তান সরকার চট্টগ্রামের পাহাড়তলীতে হজ ক্যাম্প স্থাপন করে। এটি তদানীন্তন পূর্ব পাকিস্তানের হজযাত্রীদের প্রধান কেন্দ্রে পরিণত হয়। সে সময়ে বিমান পরিবহন থাকলেও জাহাজে যাতায়াত ছিল তুলনামূলক সাশ্রয়ী, ফলে বেশির ভাগ হজযাত্রী সমুদ্রপথ বেছে নিতেন। ‘শাফিনা-ই-আরব’ ও ‘সারধানা’ নামের দুটি জাহাজ প্রতিটি দুই ট্রিপে হজযাত্রীদের জেদ্দায় নিয়ে যেত। প্রথম ট্রিপ ঈদুল ফিতরের এক সপ্তাহ পর শুরু হতো এবং অনেক হজযাত্রী ঈদের পরপরই পাহাড়তলীর হজ ক্যাম্পে এসে জড়ো হতেন।
প্রতি জাহাজে প্রায় ৬৫০ জন হজযাত্রী পরিবহন করা হতো, ফলে দুটি জাহাজের প্রথম ট্রিপে মোট ১ হাজার ৩০০ জন জেদ্দায় যেতেন। ১৯৪৮ সালে, সরকারি ব্যবস্থাপনার প্রথম বছরে, চট্টগ্রাম বন্দর থেকে ৩ হাজার ৮৯৫ জন হজযাত্রী জেদ্দায় গিয়েছিলেন। দূরদূরান্ত থেকে হজযাত্রীদের সুবিধার জন্য রেল ও অভ্যন্তরীণ নৌপরিবহনের টিকিটে অগ্রাধিকার দেওয়া হতো। হজ মৌসুমে চট্টগ্রাম হজযাত্রী, তাঁদের আত্মীয়স্বজন ও বন্ধুদের ভিড়ে উৎসবমুখর হয়ে উঠত।
আরও পড়ুনবিরে রুমা: মদিনার পানির সংকট দূর করেছে যে কুয়া০৩ মে ২০২৫জাহাজ ও পরিবহনব্যবস্থা
প্রাথমিকভাবে ব্রিটিশ মালিকানাধীন ‘এম্পায়ার অরওয়েল’, ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির ‘সারধানা’ এবং বোম্বেভিত্তিক মোগল শিপিং লাইনসের ‘ইসলামি’ ও ‘মুহাম্মদি’ জাহাজগুলো ভাড়া করা হতো। এই জাহাজগুলো চট্টগ্রাম ও করাচি বন্দর থেকে জেদ্দায় হজযাত্রী পরিবহন করত। ১৯৬০ সাল থেকে পাকিস্তান সরকারের প্যান ইসলামিক স্টিম শিপ কোম্পানির জাহাজ, যেমন ‘শাফিনা-ই-আরব ১ ও ২’, ‘শাফিনা-ই-মুরাদ’, ‘শাফিনা-ই-হাজ্জাজ’ এবং ‘শাফিনা-ই-আবিদ’ এই কাজে নিয়োজিত হয়। এ ছাড়া ‘এমভি শামস’ নামের একটি জাহাজ নিয়মিত চট্টগ্রাম ও করাচিতে চলাচল করত। ‘শাফিনা-ই-হাজ্জাজ’ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য, যার ধারণক্ষমতা ছিল প্রায় ৪ হাজার যাত্রী। হজ মৌসুমের বাইরে এই জাহাজগুলো মালামাল পরিবহনে ব্যবহৃত হতো।
১৯৬০-এর দশকের শেষ দিকে জাহাজের তৃতীয় শ্রেণি বা ডেকে ভ্রমণ করে হজ পালনের খরচ ছিল ১ হাজার ৯১৯ টাকা, যার মধ্যে ৯১৯ টাকা ছিল জাহাজ ভাড়া এবং বাকি ১ হাজার টাকা মক্কায় থাকাখাওয়া ও অন্যান্য ব্যয়ের জন্য। দ্বিতীয় শ্রেণির জন্য খরচ ছিল ৪ হাজার ৫০০ টাকা এবং প্রথম শ্রেণির জন্য ৭ হাজার টাকা। তবে করাচি থেকে বিমানে হজযাত্রার খরচ থেকে ৬ হাজার টাকার বেশি।
স্বাধীনতার পর চট্টগ্রাম বন্দর
১৯৭১ সালে পাকিস্তান সরকারের মালিকানাধীন ‘শাফিনা-ই-আরব’ ও ‘শাফিনা-ই-আরাফাত’ জাহাজ দুটি চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ২ হাজার ৭০০ পূর্ব পাকিস্তানি হজযাত্রী নিয়ে জেদ্দায় যায়। স্বাধীনতাযুদ্ধের সময় চট্টগ্রাম বন্দরে মাইনের উপস্থিতির কারণে জাহাজ চলাচল ব্যাহত হয়। ‘মুহাম্মদি’ জাহাজ চট্টগ্রামের পরিবর্তে মোংলায় যায়, কিন্তু নাব্যতা সংকটের কারণে সেখানে নোঙর করতে ব্যর্থ হয় এবং চাঁদপুরে নোঙর করে। ফিরে আসা হজযাত্রীদের আত্মীয়স্বজনকে মোংলা থেকে চাঁদপুরে যেতে হয়েছিল।
আরও পড়ুনবিরে গারস: যে কুয়ায় নবীজি (সা.) গোসল করতেন০৪ মে ২০২৫১৯৭৩ সালে বাংলাদেশ থেকে প্রায় ৬ হাজার ৬০০ হজযাত্রী হজ পালন করেন। ১৯৭৭ সালে বাংলাদেশ শিপিং করপোরেশন ‘হিজবুল বাহার’ নামে একটি জাহাজ ক্রয় করে, যা ১৯৭৭ থেকে পাঁচ-ছয় বছর চট্টগ্রাম বন্দর থেকে জেদ্দায় হজযাত্রী পরিবহন করে। তবে ১৯৮৫ সালের পর থেকে হজযাত্রীরা বিমানে যাতায়াত শুরু করেন এবং সমুদ্রপথে চট্টগ্রাম থেকে হজযাত্রা বন্ধ হয়ে যায়। ১৯৮৯ সাল পর্যন্ত পাহাড়তলী হজ ক্যাম্প থেকে হজ-সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হতো। পরবর্তী সময়ে ঢাকার আশকোনায় স্থায়ী হজ ক্যাম্প প্রতিষ্ঠিত হয়, যেখান থেকে বাংলাদেশের হজযাত্রীদের সব কার্যক্রম পরিচালিত হচ্ছে।
চট্টগ্রাম বন্দর শতাব্দীর পর শতাব্দী ধরে হজযাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। মোগল ও ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশের প্রথম দশক পর্যন্ত, এই বন্দর হজযাত্রার প্রাণকেন্দ্র হিসেবে ভূমিকা পালন করেছে। সমুদ্রপথে হজযাত্রা বন্ধ হলেও চট্টগ্রামের এই ঐতিহ্য বাংলাদেশের ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ।
আরও পড়ুনবিরে শিফা: একটি অলৌকিক কুয়ার গল্প০৫ মে ২০২৫