সার্চজিপিটিতে তথ্যগত সার্চ করলে প্রথমে দৃশ্যমান হয় কিছু সাইটের লিঙ্কসহ সংক্ষিপ্ত তথ্যচিত্র। সার্চ আগ্রহী নিজের প্রশ্ন রাখতে পারবেন এবং সার্চজিপিটি সে অনুযায়ী যথাযথ তথ্য তুলে খোঁজকারীর সামনে তাৎক্ষণিক তথ্য উপস্থাপন করবে।
বিশেষ প্রয়োজনে সার্চজিপিটি থেকে সরাসরি চ্যাটজিপিটিতে যুক্ত হওয়া যাবে। যদিও উল্লিখিত টুলের উন্নয়নে কাজ চলছে। জানা গেছে, বহুদিন থেকেই এআই পরিচালিত সার্চ ইঞ্জিন নিয়ে গবেষণা ও উন্নয়নে (আরঅ্যান্ডডি) কাজ করে চলেছে ওপেনএআই। ডিজিটাল বিশ্লেষকরা বলছেন, গুগল সার্চ ইঞ্জিনেও এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বৈশিষ্ট্য জুড়েছে। কিছুদিন আগে গুগল তার সার্চ ইঞ্জিনে ‘এআই ওভারভিউ’ নামে বিশেষ ফিচার উন্মোচন করেছে। ওপেনএআই কর্তৃপক্ষের দাবি, তাদের উদ্ভাবিত সার্চ ইঞ্জিন এখন পুরোপুরি এআই প্রযুক্তিনির্ভর।
ডিজিটাল বিশ্লেষকরা বলছেন, অন্যসব সার্চ ইঞ্জিন থেকে দ্রুত আর সংক্ষিপ্ত সার্চ ফলাফল প্রদর্শন করে সার্চজিপিটি। সঙ্গেই দৃশ্যমান হয়, যে সোর্স থেকে তা প্রকাশিত বা নিয়ন্ত্রিত হচ্ছে, তার স্বয়ংক্রিয় লিঙ্ক। সার্চ রেজাল্ট থেকে সরাসরি চ্যাটজিপিটিতে প্রবেশে ওই তথ্য বিশ্লেষণ করার সুযোগ পেয়েছেন খোঁজকারীরা। তবে আগ্রহীরা চাইলে ওপেনএআই ডটকমে গিয়ে ইনডেস্ক থেকে সার্চজিপিটি- প্রোটোটাইপ লিঙ্কে যুক্ত হয়ে বাড়তি তথ্যসেবার সুবিধা নিতে পারবেন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সার্চজিপিটিতে প্রোটোটাইপ পরিষেবা

সার্চজিপিটিতে তথ্যগত সার্চ করলে প্রথমে দৃশ্যমান হয় কিছু সাইটের লিঙ্কসহ সংক্ষিপ্ত তথ্যচিত্র। সার্চ আগ্রহী নিজের প্রশ্ন রাখতে পারবেন এবং সার্চজিপিটি সে অনুযায়ী যথাযথ তথ্য তুলে খোঁজকারীর সামনে তাৎক্ষণিক তথ্য উপস্থাপন করবে।
বিশেষ প্রয়োজনে সার্চজিপিটি থেকে সরাসরি চ্যাটজিপিটিতে যুক্ত হওয়া যাবে। যদিও উল্লিখিত টুলের উন্নয়নে কাজ চলছে। জানা গেছে, বহুদিন থেকেই এআই পরিচালিত সার্চ ইঞ্জিন নিয়ে গবেষণা ও উন্নয়নে (আরঅ্যান্ডডি) কাজ করে চলেছে ওপেনএআই। ডিজিটাল বিশ্লেষকরা বলছেন, গুগল সার্চ ইঞ্জিনেও এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বৈশিষ্ট্য জুড়েছে। কিছুদিন আগে গুগল তার সার্চ ইঞ্জিনে ‘এআই ওভারভিউ’ নামে বিশেষ ফিচার উন্মোচন করেছে। ওপেনএআই কর্তৃপক্ষের দাবি, তাদের উদ্ভাবিত সার্চ ইঞ্জিন এখন পুরোপুরি এআই প্রযুক্তিনির্ভর।
ডিজিটাল বিশ্লেষকরা বলছেন, অন্যসব সার্চ ইঞ্জিন থেকে দ্রুত আর সংক্ষিপ্ত সার্চ ফলাফল প্রদর্শন করে সার্চজিপিটি। সঙ্গেই দৃশ্যমান হয়, যে সোর্স থেকে তা প্রকাশিত বা নিয়ন্ত্রিত হচ্ছে, তার স্বয়ংক্রিয় লিঙ্ক। সার্চ রেজাল্ট থেকে সরাসরি চ্যাটজিপিটিতে প্রবেশে ওই তথ্য বিশ্লেষণ করার সুযোগ পেয়েছেন খোঁজকারীরা। তবে আগ্রহীরা চাইলে ওপেনএআই ডটকমে গিয়ে ইনডেস্ক থেকে সার্চজিপিটি- প্রোটোটাইপ লিঙ্কে যুক্ত হয়ে বাড়তি তথ্যসেবার সুবিধা নিতে পারবেন।

সম্পর্কিত নিবন্ধ