গাজীপুরের কালিয়াকৈরে ঈদে ছুটি বৃদ্ধি ও কয়েকজন কর্মকর্তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ সোমবার সকাল ৮টা থেকে পূর্ব মৌচাক এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মালিকপক্ষ কারখানা দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।

পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার পূর্ব মৌচাক এলাকার ‘জালো নিটিং লিমিটেড’ কারখানার শ্রমিকেরা ঈদের ছুটি ১২ দিন করা ও কয়েকজন কর্মকর্তার পদত্যাগের দাবিতে গতকাল রোববার থেকে আন্দোলন শুরু করেন। ওই দিন কিছুক্ষণ বিক্ষোভ করে তাঁরা ফিরে যান।

আজ সোমবার সকালে কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকেরা দেখতে পান কারখানার গেটে একটি নোটিশ টাঙানো রয়েছে। সেখানে লেখা, ‘জালো নিটিং লিমিটেডের সব শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার অবগতির জন্য জানানো যাচ্ছে যে ১৯ মে থেকে ২০ মে পর্যন্ত দুই দিন সবেতন সাধারণ ছুটি ঘোষণা করা হলো। ২১ মে থেকে কারখানার কার্যক্রম যথারীতি চলবে।’

এ ঘোষণায় ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা সকাল ৮টা থেকে মৌচাক-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা। খবর পেয়ে সকাল ৯টার দিকে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এরপরও শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। সকাল সাড়ে ৯টার দিকে আঞ্চলিক সড়কে যান চলাচল আবার শুরু হয়।

মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সেলিম বলেন, শ্রমিকেরা ছুটি বাড়ানো ও কয়েকজন কর্মকর্তার পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর মকর ত র সড়ক অবর ধ কর ত র

এছাড়াও পড়ুন:

জবিতে প্রথম চলচ্চিত্র উৎসবের পোস্টার উন্মোচন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলচ্চিত্র সংসদের আয়োজনে প্রথমবারের মতো তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

সোমবার (১৯ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের চলচ্চিত্র সংসদ কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ উৎসবের ঘোষণা দেওয়া হয়। এ সময় উৎসবের পোস্টার উন্মোচন করা হয়। পোস্টারে প্রাধান্য দেওয়া হয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবকে।

চলচ্চিত্র উৎসবের পোস্টার উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহ মোহাম্মদ নিস্তার জাহান কবির।

আরো পড়ুন:

কাজিরহাট উচ্চ বিদ্যালয়ে ২ দিনে ৪১ শিক্ষার্থী অসুস্থ

বিএসসি ইঞ্জিনিয়ারদের বৈষম্য নিরসনে বেরোবিতে মানববন্ধন

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যাল চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক হাসিবুজ্জামান রিক লিখিত বক্তব্যে বলেন, “আগামী ২৩, ২৪ ও ২৫ জুন, তিন দিনব্যাপী জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও আরো দুইটি ভেন্যুতে এ উৎসব অনুষ্ঠিত হবে। মূলত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রভিত্তিক এ চলচ্চিত্র উৎসবে এখন পর্যন্ত সারাদেশ থেকে শিক্ষার্থী ও চলচ্চিত্র নির্মাতাদের অংশগ্রহণে ৫০টির বেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে এবং রেজিষ্ট্রেশন এখনো চলমান রয়েছে। এর মধ্য থেকে বিচারকদের যাচাই-বাছাই শেষে ৩৫টি চলচ্চিত্র প্রদর্শনী করা হবে।”

তিনি বলেন, “প্রতিযোগিতা বিভাগের দুইটি ক্যাটাগরিতে মোট চারটি পুরস্কার দেওয়া হবে। বিচারক হিসেবে থাকছেন দেশের জনপ্রিয় এবং খ্যাতিমান একঝাঁক চলচ্চিত্র নির্মাতা ও সমালোচকগণ। এছাড়াও উৎসবে থাকছে ‘বিজ্ঞাপন চলচ্চিত্র নির্মাণ’ এবং চলচ্চিত্রের সফল প্রযোজনা নিয়ে দুইটি কর্মশালা। দেশের স্বনামধন্য দুইজন নির্মাতা ও প্রযোজক এই কর্মশালা দুটি পরিচালনা করবেন।”

শীঘ্রই নির্মাতাদের আমন্ত্রণপত্র প্রেরণ, কর্মশালায় অংশগ্রহণসহ অন্যান্য প্রক্রিয়া সংক্রান্ত তথ্য বিস্তারিত প্রকাশ করা হবে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশনের চেয়ারম্যান অধ্যাপক শাহ মোহাম্মদ নিস্তার জাহান কবির বলেন, “আমাদের বিভাগে অনেক ক্রিয়েটিভ লোক আছে। আমার মনে হয় এসব উৎসবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় বাদেও অন্য সব জায়গায় হওয়া উচিত। আমি তাদের এই কাজ দেখে অনুপ্রাণিত। তাদের শুভকামনা জানাচ্ছি।”

এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র সংসদের সভাপতি আদান মাহমুদ সৈকতসহ সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ