ইতালির লাইফ আফটার অয়েল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশের ডকুমেন্টারি ফিল্ম ‘টেকেন বাই দ্য রিভার’। এটি নির্মাণ করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ।

আগামী ১৭ জুন ইতালির সারডিনিয়াতে শুরু হবে লাইফ আফটার অয়েল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ১২তম আসর। ২১ জুন পর্যন্ত এটি চলবে। আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের পরিবেশবিষয়ক চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতা করবে এটি।

মূলত, মানবাধিকার ও পরিবেশ বিষয়ক ফিল্মের জন্য বিশেষায়িত এই চলচ্চিত্র উৎসব। ১২ তম আসরে আইকন হিসেবে বেছে নেয়া হয়েছে আফগানিস্তানের প্রথম নারী গ্রাফিতি শিল্পী শামসিয়া হাসানির একটি চিত্রকর্মকে। আফগানিস্তানে তালেবান শাসন আমলে নারী অধিকারের বাস্তবতাকে সামনে রেখে এবারে উৎসবের থিম সাজানো হয়েছে। এ উৎসবের স্লোগান— “শিল্প মানুষের মন বদলে দেয়, মানুষ বদলায় পৃথিবী।”

আরো পড়ুন:

পরীমনির পরামর্শ ‘ঘুমাও ঘুমাও, ঘুমই উত্তম’  

কারাগারে নুসরাত ফারিয়া, ফেসবুকে পোস্ট!

‘টেকেন বাই দ্য রিভার’ একটি স্বল্পদৈর্ঘ্য ডকুমেন্টারি ফিল্ম। এতে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন তানভির মিজান। সম্পাদনার কাজ করেছেন আরিফ আল ইরফান।

এই ডকুমেন্টারি ফিল্মে বাংলাদেশের জলবায়ু অভিবাসীদের দুর্দশার গল্প তুলে ধরা হয়েছে। সহায়-সম্বল সবকিছু হারিয়ে শহরের বস্তিগুলোতে এবং নদী ভাঙন এলাকায় জলবায়ু শরণার্থীরা কী নিদারুণ কষ্টে জীবন অতিবাহিত করেন সেই চিত্র উঠে এসেছে এই প্রামাণ্যচিত্রে।

রকফেলার ফাউন্ডেশন, সিএনএন একাডেমির সহায়তায় নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্রটি। গত বছর জুলাই মাসে এটি প্রকাশ করে সিএনএন।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে আফ্রিকান ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ ডকুমেন্টারি ফিল্মের পুরস্কার লাভ করে ‘টেকেন বাই দ্য রিভার’। এ উৎসব জাম্বিয়া ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো রথ উৎসব

উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শনিবার শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এ উপলক্ষে রাজধানী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে উল্টো রথটান ছাড়াও পদাবলি কির্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্রী যজ্ঞ, প্রার্থনা, আলোচনা সভা, ধর্মীয় বৈদিক নৃত্য, ভাগবতকথা, প্রসাদ বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ২৭ জুন রথ শোভাযাত্রা, রথের মেলাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের রথযাত্রা উৎসব শুরু হয়েছিল। রথযাত্রার ৯ দিনের মাথায় অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। 
গতকাল আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে স্বামীবাগের ইসকন আশ্রম মন্দির পর্যন্ত বর্ণাঢ্য উল্টো রথের শোভাযাত্রা আয়োজন করে। দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উল্টো রথযাত্রা উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী। 

আলোচনা সভার পর বিকেলে বরণানুষ্ঠান ও পূজার আনুষ্ঠানিকতা শেষে তিনটি বিশাল রথে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর প্রতিকৃতিসহ উল্টো রথযাত্রা শুরু হয়। ঢাক, কাঁসর, ঘণ্টা ও উলুধ্বনির মধ্যে সব বয়সের শত শত নারী-পুরুষ বর্ণাঢ্য সাজে এতে অংশ নেন। শোভাযাত্রাটি পলাশীর মোড় থেকে জাতীয় প্রেস ক্লাব, পল্টন, শাপলা চত্বর, টিকাটুলি ও জয়কালী মন্দির হয়ে স্বামীবাগ ইসকন মন্দিরে গিয়ে শেষ হয়। 

এ ছাড়া পুরান ঢাকার তাঁতীবাজারের জগন্নাথ জিউ ঠাকুর মন্দির, জয়কালী রোডের রামসীতা মন্দির এবং শাঁখারীবাজার একনাম কমিটিসহ রাজধানীর অন্যান্য মন্দিরেও উল্টো রথযাত্রা হয়।
এদিকে গতকাল বিকেলে চট্টগ্রামে নগরীর তুলসীধাম মন্দিরের কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটি, নন্দনকানন শ্রী শ্রী রাধামাধব মন্দির এবং শ্রীকৃষ্ণ ইসকন মন্দিরের উদ্যোগে আলাদা আলাদাভাবে উল্টো রথযাত্রা বের হয়। এসব আয়োজনে অংশ নেন বিপুলসংখ্যক মানুষ।
সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা। পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে এই রথযাত্রার প্রচলন। 

সম্পর্কিত নিবন্ধ

  • উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো রথ উৎসব
  • উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল
  • উল্টো টানে শেষ হলো ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথযাত্রা
  • বই বিনিময় উৎসবে বইয়ের মানুষকে স্মরণ
  • তুর্কমেনিস্তানকে ৭ গোলে ভাসিয়ে বাংলাদেশের তিনে তিন
  • রক্ত দিয়েও সাংবাদিকদের ঋণ শোধ করতে পারব না: দুলু
  • শিশুদের নিয়ে ইবি সিআরসি স্কুলের ফল উৎসব
  • জেসিআই ঢাকা অ্যাচিভার্সের দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত
  • খেলা শেষ করেই মাকে ফোন করে কী বলেছিলেন ফুটবলার ঋতুপর্ণা
  • ছবির মতো সুন্দর ভেনিস