ইতালির লাইফ আফটার অয়েল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশের ডকুমেন্টারি ফিল্ম ‘টেকেন বাই দ্য রিভার’। এটি নির্মাণ করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ।

আগামী ১৭ জুন ইতালির সারডিনিয়াতে শুরু হবে লাইফ আফটার অয়েল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ১২তম আসর। ২১ জুন পর্যন্ত এটি চলবে। আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের পরিবেশবিষয়ক চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতা করবে এটি।

মূলত, মানবাধিকার ও পরিবেশ বিষয়ক ফিল্মের জন্য বিশেষায়িত এই চলচ্চিত্র উৎসব। ১২ তম আসরে আইকন হিসেবে বেছে নেয়া হয়েছে আফগানিস্তানের প্রথম নারী গ্রাফিতি শিল্পী শামসিয়া হাসানির একটি চিত্রকর্মকে। আফগানিস্তানে তালেবান শাসন আমলে নারী অধিকারের বাস্তবতাকে সামনে রেখে এবারে উৎসবের থিম সাজানো হয়েছে। এ উৎসবের স্লোগান— “শিল্প মানুষের মন বদলে দেয়, মানুষ বদলায় পৃথিবী।”

আরো পড়ুন:

পরীমনির পরামর্শ ‘ঘুমাও ঘুমাও, ঘুমই উত্তম’  

কারাগারে নুসরাত ফারিয়া, ফেসবুকে পোস্ট!

‘টেকেন বাই দ্য রিভার’ একটি স্বল্পদৈর্ঘ্য ডকুমেন্টারি ফিল্ম। এতে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন তানভির মিজান। সম্পাদনার কাজ করেছেন আরিফ আল ইরফান।

এই ডকুমেন্টারি ফিল্মে বাংলাদেশের জলবায়ু অভিবাসীদের দুর্দশার গল্প তুলে ধরা হয়েছে। সহায়-সম্বল সবকিছু হারিয়ে শহরের বস্তিগুলোতে এবং নদী ভাঙন এলাকায় জলবায়ু শরণার্থীরা কী নিদারুণ কষ্টে জীবন অতিবাহিত করেন সেই চিত্র উঠে এসেছে এই প্রামাণ্যচিত্রে।

রকফেলার ফাউন্ডেশন, সিএনএন একাডেমির সহায়তায় নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্রটি। গত বছর জুলাই মাসে এটি প্রকাশ করে সিএনএন।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে আফ্রিকান ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ ডকুমেন্টারি ফিল্মের পুরস্কার লাভ করে ‘টেকেন বাই দ্য রিভার’। এ উৎসব জাম্বিয়া ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

গাউনে আটকে গেল জেনিফার, উদ্ধারে বসে পড়লেন প্যাটিনস

চোখের সামনে রবার্ট প্যাটিনসন আর জেনিফার লরেন্স। দেখেই সবাই ওমা ওমা করে উঠলো। আর ক্যামেরার লাইট একের পর ইকে ঝলতেই থাকলো। রেড কার্পেটের বাইরের চত্তরে তখন হুইহুল্লোড় পড়ে গিয়েছে। যে যত জোরে চিৎকার করতে পারে ততটাই উচ্চস্বরে ডাকছেন। কেউ হ্যালো প্যাটিজনসন কেউ আবার হ্যালো জেনিফার।

৭৮ তম কান চলচ্চিত্র উৎসবের গতকালের লাল গালিচায় গতকাল দুই হলিউ তারকার আলোয় ঝলমলে উপস্থিতি যেনো নতুন করে প্রাণ দিল।বহুল প্রতীক্ষিত ছবি ‘ডাই মাই লাভ’নিয়ে এসেছেন তারা। ছবিটি এবার মূলত প্রতিযোগিতা বিভাগে লড়ছে।

এই যুগল কেবল পর্দায় নয়, বাস্তবেও লাল গালিচায় রীতিমতো মন কাড়লেন উপস্থিত ভক্ত ও সাংবাদিকদের। তারা দীর্ঘ সময় ব্যয় করেন হাত নেড়ে, হাসিমুখে উপস্থিত ভক্তদের শুভেচ্ছা জানাতেও ভুল করেননি। 

জেনিফার লরেন্স এদিন ছিলেন একদমই নববধূসুলভ, একটি দীর্ঘ সাদা করসেটেড গাউন পরে যা ডিজাইন করেছিলেন ডিওর-এর কৌশলী ডিজাইনাররা। তার পরনে ছিল একটি মার্জিত হেডস্কার্ফও, যা তার লুককে আরও রাজকীয় করে তোলেছিল। 

‘ডাই মাই লাভ’ মূলত মাতৃত্বকে কেন্দ্র করে গড়ে উঠেছে—যেখানে জেনিফার লরেন্সের চরিত্রটি ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়েন। ছবিতে তার চরিত্রটি পোস্টপার্টাম ডিপ্রেশনে আক্রান্ত হয়ে নিজের ভেতরের দানবের সঙ্গে লড়াই করতে থাকে। তার পাশে রয়েছেন স্বামী চরিত্রে রবার্ট প্যাটিনসন—যিনি স্নেহশীল হলেও স্ত্রীর মানসিক অবক্ষয়ের কাছে অসহায়। এই দাম্পত্য সম্পর্ক ও মানসিক সংকটের গল্প নিয়েই এগিয়েছে ‘ডাই মাই লাভ’ এর গল্প। 

ছবিটি পরিচালনা করেছেন লিন র‍্যামজি।  এই ছবির কাহিনি চিত্রনাট্য তৈরি হয়েছে আরিয়ানা হারউইচ-এর উপন্যাস অবলম্বনে।

ফ্রান্সের পল্লী অঞ্চলে চিত্রায়িত এই সিনেমা ও এর চরিত্রগুলোর বেদনা, আবেগ, এবং অস্তিত্বসংকটের চিত্রটা কানে দর্শকদের হৃদয়ে আলোড়ন তুলেছে।  এই কান উৎসবেই প্রথমবার প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন লরেন্স, আর প্যাটিনসন বরাবরই কানের প্রিয় মুখ। 

গত ১৩ মে দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যালে শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। চলবে ২৪ মে পর্যন্ত। এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিক লালগালিচা পর্ব। এই পর্বে বিশ্বের খ্যাতিনামা অভিনেত্রী, গায়িকা ও মডেলরা বাহারি পোশাকে হাঁটেন। এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২২টি চলচ্চিত্র। এছাড়া ‘আঁ সার্তে রিগা’, ‘আউট অব কম্পিটিশন’, ‘মিডনাইট স্ক্রিনিংস’, ‘কান প্রিমিয়ার’ এবং ‘স্পেশাল স্ক্রিনিংস’-প্রতিটি বিভাগেই দেখা যাবে নানা ঘরানার, নানা দেশের চলচ্চিত্র।

সম্পর্কিত নিবন্ধ

  • চট্টগ্রামের জব্বারের বলীখেলা ও সাম্পানবাইচে যুক্ত হবে সংস্কৃতি মন্ত্রণালয়
  • জবিতে প্রথম চলচ্চিত্র উৎসবের পোস্টার উন্মোচন
  • ঈদে লা রিভের ‘ডিভোশন’
  • কানের লাল গালিচা: সাজসজ্জায় উর্বশীর ব্যয় ২ হাজার কোটি টাকা!
  • আজ আলিয়ঁস ফ্রঁসেজে ছোটদের জ্যোতির্বিজ্ঞান উৎসব
  • কান ক্লাসিকে সত্যজিতের ‘অরণ্যের দিনরাত্রি’, থাকবেন শর্মিলা ঠাকুর
  • গাউনে আটকে গেলেন জেনিফার, উদ্ধারে বসে পড়লেন প্যাটিনসন
  • গাউনে আটকে গেল জেনিফার, উদ্ধারে বসে পড়লেন প্যাটিনসন
  • গাউনে আটকে গেল জেনিফার, উদ্ধারে বসে পড়লেন প্যাটিনস