ভারতের বাজারে বাংলাদেশের আসবাব রপ্তানির পরিমাণ খুব বেশি নয়। তারপরও আমরা নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করে এই বাজারে আসবাব সামগ্রী রপ্তানি করে আসছিলাম। বিশেষ করে ভারতের সেভেন সিস্টার হিসেবে পরিচিত রাজ্যগুলোতে বাংলাদেশের আসবাব সামগ্রী বেশি রপ্তানি হয়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও সিলেটের তামাবিল সীমান্ত হয়ে আমাদের প্রতিষ্ঠানের আসবাব সামগ্রী এসব রাজ্যে রপ্তানি করা হতো। 

বর্তমানে বছরে আমরা ৮০ থেকে ৯০ হাজার মার্কিন ডলারের আসবাব সামগ্রী ভারতের সেভেন সিস্টারে রপ্তানি করতাম। কয়েক বছর আগেও যার পরিমাণ ছিল দেড় থেকে দুই লাখ ডলারের। গত শনিবার ভারত সরকার স্থলপথে আসবাব সামগ্রীর আমদানিতে বিধিনিষেধ আরোপ করায় এই রপ্তানি বাধাগ্রস্ত হবে। বলা যায়, এই বিধিনিষেধ প্রত্যাহার করা না হলে বিকল্প পথে সেভেন সিস্টারে কেউ আর আসবাব সামগ্রী রপ্তানি করবে না। কারণ, তাতে যে খরচ হবে, সেই খরচে পোষানো যাবে না। তাই বিকল্প পথ ব্যবহার করে কেউ আর আসবাব সামগ্রী রপ্তানিতে আগ্রহী হবেন না। 

আমরা দীর্ঘদিন ধরে আসবাব সামগ্রীর রপ্তানি বাড়াতে সরকারের কাছে বন্ড-সুবিধা দাবি করে আসছিলাম। আগামী বাজেটে সরকার আমাদের এই সুবিধা দেবে বলে আশ্বস্ত করেছে। আমরা মনে করি, এখন আসবাব সামগ্রী রপ্তানিতে ভারতের বিকল্প বাজার খুঁজতে হবে। এরই মধ্যে আমরা ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে আসবাব সামগ্রীর রপ্তানির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এসব বাজারে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে রপ্তানি করতে হলে বন্ড-সুবিধা লাগবে। সেটি হলে আমরা মনে করি, ভারতের বিকল্প হিসেবে আমরা উন্নত দেশগুলোকে আসবাবে বড় রপ্তানিবাজার হিসেবে গড়ে তুলতে পারব। পাশাপাশি ভারতে রপ্তানি বন্ধের কারণে যে ক্ষতি হবে, সেটিও কাটিয়ে ওঠা সম্ভব হবে।


এ করিম মজুমদার, ব্যবস্থাপনা পরিচালক, নাদিয়া ফার্নিচার

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব কল প

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৪ জুলাই ২০২৫)

এজবাস্টন টেস্টের তৃতীয় দিন ও গ্রেনাডা টেস্টের দ্বিতীয় দিন আজ। উইম্বলডনের তৃতীয় রাউন্ড শুরু আজ থেকে। রাতে ক্লাব বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল।এজবাস্টন টেস্ট–৩য় দিন

ইংল্যান্ড–ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস টেন ১ ও টেন ক্রিকেট

উইম্বলডন

৩য় রাউন্ড
বিকেল ৪টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২

গ্রেনাডা টেস্ট–২য় দিন

ওয়েস্ট ইন্ডিজ–অস্ট্রেলিয়া
রাত ৮টা, টি স্পোর্টস

ফিফা ক্লাব বিশ্বকাপ

১ম কোয়ার্টার ফাইনাল
ফ্লুমিনেন্স–আল হিলাল
রাত ১টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ

সম্পর্কিত নিবন্ধ