নালার এক পাশে আলপথ, অন্য পাশে আবাদি জমি। এসব জমিতে চাষ হয়েছে বাদাম, মরিচসহ নানা ফসল। মানুষের চলাচল তেমন একটা নেই। তবু নালার ওপর প্রায় অর্ধকোটি টাকা খরচ করে নির্মাণ করা হচ্ছে একটি সেতু-কালভার্ট। নির্মাণকাজ ইতিমধ্যে ৮০ শতাংশ শেষ হয়েছে। তবে চলাচলের সড়ক না থাকলেও কী কারণে এখানে এই কালভার্ট নির্মাণ করা হচ্ছে, তা নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় গোরস্থানের পাশে হাকিমপুর-দগরবাড়ি থেকে বয়ে আসা একটি নালার ওপর সেতু-কালভার্টটি নির্মাণ করা হচ্ছে। তেঁতুলিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এটি নির্মাণ করছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, হঠাৎ কী কারণে সেখানে সেতু নির্মাণ করা হচ্ছে, তা অনেকেই বুঝে উঠতে পারছেন না। নালার এক পাশে সরু আলপথ থাকলেও অপর পাশে পুরোটাই আবাদি জমি। সড়কবিহীন সেতু-কালভার্টের নির্মাণ স্থানীয়দের তেমন কোনো উপকারে আসবে না বলে দাবি তাঁদের। তবে কারও কারও দাবি, সেতুটি নির্মিত হলে বর্ষা মৌসুমে খেত থেকে ফসল তুলে আনতে কিছুটা উপকার হলেও সড়ক না থাকায় চলাচল সম্ভব নয়। এ জন্য সেতুর সঙ্গে সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, মণ্ডলপাড়া এলাকায় শুকনা নালার ওপর নির্মাণাধীন সেতু-কালভার্টটির প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। শুধু ওপরের ঢালাই বাকি। পাকা সড়ক থেকে আলপথ হয়ে সেখানে যেতে হয়। তবে সেতুর দুই পাশ নিচু হওয়ায় ওঠানামা করা সম্ভব নয়। নির্মাণকাজে ব্যবহারের জন্য পূর্ব পাশে একটি কাঠের সিঁড়ি বসানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন বাসিন্দা প্রথম আলোকে বলেন, ‘আমরা জানি না এই ব্রিজটা কেন হচ্ছে। পেছনে সব ফসলের মাঠ। ব্রিজ থেকে কেউ যে নামবে, সেটারও সুযোগ নাই। অযথা সেখানে এত টাকা খরচ করে টাকাগুলো নষ্ট করা হচ্ছে। এই টাকা দিয়ে অনেক খারাপ রাস্তা সংস্কারের কাজ করা যেত।’

সড়কহীন এই সেতু কী কাজে লাগবে, তা জানেন না স্থানীয় লোকজন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন র ম ণ কর

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৪ জুলাই ২০২৫)

এজবাস্টন টেস্টের তৃতীয় দিন ও গ্রেনাডা টেস্টের দ্বিতীয় দিন আজ। উইম্বলডনের তৃতীয় রাউন্ড শুরু আজ থেকে। রাতে ক্লাব বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল।এজবাস্টন টেস্ট–৩য় দিন

ইংল্যান্ড–ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস টেন ১ ও টেন ক্রিকেট

উইম্বলডন

৩য় রাউন্ড
বিকেল ৪টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২

গ্রেনাডা টেস্ট–২য় দিন

ওয়েস্ট ইন্ডিজ–অস্ট্রেলিয়া
রাত ৮টা, টি স্পোর্টস

ফিফা ক্লাব বিশ্বকাপ

১ম কোয়ার্টার ফাইনাল
ফ্লুমিনেন্স–আল হিলাল
রাত ১টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ

সম্পর্কিত নিবন্ধ