নালার এক পাশে আলপথ, অন্য পাশে আবাদি জমি। এসব জমিতে চাষ হয়েছে বাদাম, মরিচসহ নানা ফসল। মানুষের চলাচল তেমন একটা নেই। তবু নালার ওপর প্রায় অর্ধকোটি টাকা খরচ করে নির্মাণ করা হচ্ছে একটি সেতু-কালভার্ট। নির্মাণকাজ ইতিমধ্যে ৮০ শতাংশ শেষ হয়েছে। তবে চলাচলের সড়ক না থাকলেও কী কারণে এখানে এই কালভার্ট নির্মাণ করা হচ্ছে, তা নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় গোরস্থানের পাশে হাকিমপুর-দগরবাড়ি থেকে বয়ে আসা একটি নালার ওপর সেতু-কালভার্টটি নির্মাণ করা হচ্ছে। তেঁতুলিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এটি নির্মাণ করছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, হঠাৎ কী কারণে সেখানে সেতু নির্মাণ করা হচ্ছে, তা অনেকেই বুঝে উঠতে পারছেন না। নালার এক পাশে সরু আলপথ থাকলেও অপর পাশে পুরোটাই আবাদি জমি। সড়কবিহীন সেতু-কালভার্টের নির্মাণ স্থানীয়দের তেমন কোনো উপকারে আসবে না বলে দাবি তাঁদের। তবে কারও কারও দাবি, সেতুটি নির্মিত হলে বর্ষা মৌসুমে খেত থেকে ফসল তুলে আনতে কিছুটা উপকার হলেও সড়ক না থাকায় চলাচল সম্ভব নয়। এ জন্য সেতুর সঙ্গে সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, মণ্ডলপাড়া এলাকায় শুকনা নালার ওপর নির্মাণাধীন সেতু-কালভার্টটির প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। শুধু ওপরের ঢালাই বাকি। পাকা সড়ক থেকে আলপথ হয়ে সেখানে যেতে হয়। তবে সেতুর দুই পাশ নিচু হওয়ায় ওঠানামা করা সম্ভব নয়। নির্মাণকাজে ব্যবহারের জন্য পূর্ব পাশে একটি কাঠের সিঁড়ি বসানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন বাসিন্দা প্রথম আলোকে বলেন, ‘আমরা জানি না এই ব্রিজটা কেন হচ্ছে। পেছনে সব ফসলের মাঠ। ব্রিজ থেকে কেউ যে নামবে, সেটারও সুযোগ নাই। অযথা সেখানে এত টাকা খরচ করে টাকাগুলো নষ্ট করা হচ্ছে। এই টাকা দিয়ে অনেক খারাপ রাস্তা সংস্কারের কাজ করা যেত।’

সড়কহীন এই সেতু কী কাজে লাগবে, তা জানেন না স্থানীয় লোকজন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন র ম ণ কর

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ