পিএসএল প্লে–অফে সাকিব–মিরাজদের প্রতিপক্ষ কারা
Published: 21st, May 2025 GMT
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এখন শেষের পথে। গ্রুপ পর্বের আর কোনো ম্যাচ বাকি নেই। নিশ্চিত হয়ে গেছে প্লে-অফের চার দল।
এই চার দলের একটি লাহোর কালান্দার্স। যে দলে খেলেছেন রিশাদ হোসেন। পরে যোগ দিয়েছেন সাকিব আল হাসান, যোগ দেবেন মেহেদী হাসান মিরাজও।
স্বাভাবিকভাবেই লাহোর কালান্দার্সকে নিয়ে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের আগ্রহ একটু বেশি। এখন সমর্থকদের মনে নিশ্চয় ঘুরপাক খাচ্ছে, প্লে–অফে লাহোরের প্রতিপক্ষ কারা।
আরও পড়ুনআবার ঝামেলায় জড়িয়ে নিষিদ্ধ লক্ষ্ণৌ স্পিনার১৬ ঘণ্টা আগেশেষ চারের লড়াইয়ে লাহোর কালান্দার্স খেলবে ডেভিড ওয়ার্নারের করাচি কিংসের বিপক্ষে। করাচি পয়েন্ট তালিকার তিনে ও লাহোর চারে থেকে লিগ পর্ব শেষ করেছে।
তাই প্লে–অফে এই দুই দলের লড়াইয়ের নাম হবে এলিমিনেটর। অর্থাৎ যে দল হারবে, সেই দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। যে দল জিতবে, সেই দল দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠে যাবে।
করাচি কিংসে খেলার কথা লিটনের.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৫৬ বছর বয়সেই চলে গেলেন ‘নিপ/টাক’ তারকা জুলিয়ান ম্যাকমাহন
চলে গেলেন জনপ্রিয় অস্ট্রেলিয়ান অভিনেতা জুলিয়ান ম্যাকমাহন। মাত্র ৫৬ বছর বয়সে ক্যানসারের কাছে হার মানলেন এই অভিনেতা। বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে বুধবার (স্থানীয় সময়) মারা যান জুলিয়ান ম্যাকমাহন। তাঁর স্ত্রী কেলি পানিয়াগুয়া এক বিবৃতিতে নিশ্চিত করেছেন মৃত্যুর খবর।
বিবৃতিতে কেলি বলেন, ‘জুলিয়ান জীবনকে ভালোবাসত। সে তার পরিবারকে ভালোবাসত। বন্ধুদের ভালোবাসত। নিজের কাজকে খুবই শ্রদ্ধা করত। তার হৃদয়জুড়ে ছিল ভক্তদের জন্য গভীর ভালোবাসা। জীবনে যতটা সম্ভব আনন্দ ছড়াতে চাইত সে। এ সময় আমাদের একান্ত প্রার্থনা, আপনারা আমাদের ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান দেখাবেন।’
‘চার্মড’ দিয়ে শুরু, ‘নিপ/টাক’ দিয়ে খ্যাতির শিখরে ওঠেন জুলিয়ান ম্যাকমাহন। অভিনয়জীবনের শুরু থেকেই ছোট পর্দায় জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। ১৯৯৮ সালে সুপারন্যাচারাল টিভি সিরিজ ‘চার্মড’-এ কোল টার্নার চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেন তিনি। এরপর ২০০৩ সালে শুরু হওয়া মেডিকেল ড্রামা ‘নিপ/টাক’-এ প্লাস্টিক সার্জন ডা. ক্রিশ্চিয়ান ট্রয়ের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছান। ছয় মৌসুম ধরে চলা এ সিরিজটি তাঁকে আন্তর্জাতিক তারকা করে তোলে। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত চলা সিরিজটির জন্য তিনি গোল্ডেন গ্লোব মনোনয়নও পান।
ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও ছিলেন জুলিয়ান। বিশেষ করে ‘ফ্যান্টাস্টিক ফোর’ (২০০৫) এবং ‘ফ্যান্টাস্টিক ফোর: রাইজ অব দ্য সিলভার সার্ফার’ (২০০৭)-এ ভিক্টর ভন ডুম/ডক্টর ডুম চরিত্রে তাঁর অভিনয় দর্শকপ্রিয়তা পায়। এ ছাড়া ‘প্রমিজড ল্যান্ড’, ‘রেড’ ও ‘অ্যান্ড্রুজ ক্লকওয়ার্ক অরেঞ্জ’-এর মতো কয়েকটি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাঁকে।
অভিনয়জীবনে তিন দশকের বেশি সময় কাটানো জুলিয়ান ম্যাকমাহন শুধু অভিনয় নয়, ছিলেন মডেল ও প্রযোজকও। অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী স্যার উইলিয়াম ম্যাকমাহনের ছেলে তিনি। ব্যক্তিগত জীবনেও বেশ আলোচনায় ছিলেন। তাঁর সাবেক স্ত্রী হলিউড অভিনেত্রী ব্রুক বার্ক। জুলিয়ানের মৃত্যুতে অগণিত ভক্ত, সহকর্মী ও পরিবারের সদস্যরা শোকাহত। তাঁর মৃত্যুর খবর সামনে আসতেই ভক্ত-অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
আরও পড়ুন‘কিল বিল’ অভিনেতা মাইকেল ম্যাডসেন মারা গেছেন০৪ জুলাই ২০২৫