এনবিআর বিলুপ্তির সিদ্ধান্ত কেন্দ্র করে রাজস্ব প্রশাসনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, আজ বুধবার থেকে সংস্থাটির চেয়ারম্যানকে লাগাতার অসহযোগিতা করা হবে। সেই সঙ্গে তাদের তিনটি প্রধান দাবি হলো—জারিকৃত অধ্যাদেশ বাতিল, এনবিআর চেয়ারম্যানের অপসারণ ও পরামর্শক কমিটির সুপারিশ ওয়েবসাইটে প্রকাশ।

১২ মে সরকার এনবিআর বিলুপ্ত করার অধ্যাদেশ জারি করে। এই অধ্যাদেশের বিরুদ্ধে এনবিআরের অধীন কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা এক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। এর ধারাবাহিকতায় আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এসব দাবি জানিয়েছে। এর আগে আজ দুপুরে এনবিআর কার্যালয়ে এ নিয়ে সংবাদ সম্মেলন করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা।

আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, এত বড় প্রশাসনিক পরিবর্তন অত্যন্ত গোপন প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, গবেষণাপ্রতিষ্ঠান, এমনকি এনবিআরের নিজস্ব কর্মকর্তাদের মতামত না নিয়ে অধ্যাদেশটি চূড়ান্ত করা হয়। ফলে এর স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

এর আগে ১৪-১৫ ও ১৭-১৯ মে পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন দপ্তরে আংশিক কলমবিরতি পালন করা হয়। তবে ২০ মে অর্থ উপদেষ্টার সঙ্গে সভার কারণে কর্মসূচি এক দিনের জন্য স্থগিত রাখা হয়েছিল।

সভায় সীমিত আলোচনার সুযোগ, হতাশ প্রতিনিধিদল

২০ মে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ১৩ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। সভায় অর্থ উপদেষ্টা ছাড়াও দুজন উপদেষ্টা উপস্থিত ছিলেন। রাজস্ব সংস্কার পরামর্শক কমিটির সদস্য, এনবিআরের সাবেক সদস্য, অর্থ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান সভায় উপস্থিত ছিলেন।

তবে প্রতিনিধিদলের অভিযোগ, ১৩ জনের মধ্যে মাত্র ২ জনকে কথা বলার সুযোগ দেওয়া হয়। অর্থ উপদেষ্টা সভার শুরুতেই জানান, তিনি দীর্ঘ আলোচনা করবেন না এবং ছয় থেকে সাত মিনিটের মধ্যে বক্তব্য শেষ করতে হবে।

সভায় রাজস্ব সংস্কার পরামর্শক কমিটির সদস্যরা বলেন, জারিকৃত অধ্যাদেশ তাঁদের সুপারিশের প্রতিফলন নয়। তাঁরা এনবিআর অক্ষুণ্ন রেখে কর্মকর্তাদের মধ্য থেকেই নতুন দুই প্রতিষ্ঠানের নেতৃত্ব নির্ধারণের পক্ষে মত দেন। অন্যদিকে সভায় উপস্থিত দুজন উপদেষ্টা অধ্যাদেশের পক্ষে অবস্থান নেন।

সভা শেষে অর্থ উপদেষ্টা গণমাধ্যমকে জানান, ব্যবসায়ীদের স্বার্থে এই অধ্যাদেশ জারি হয়েছে এবং তা বহাল থাকবে। তবে পরামর্শক কমিটির মাধ্যমে কিছু বিষয় সমন্বয়ের চেষ্টা করা হবে। এমনকি তিনি এ–ও বলেন, আন্দোলন চলমান থাকবে কি না, তাতে কিছু আসে–যায় না। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ বলেছে, সভায় কথার সুযোগ না দিয়ে একতরফাভাবে ‘ফলপ্রসূ’ বলার প্রচেষ্টা তাদের আহত করেছে।

পরিস্থিতি পর্যবেক্ষণ করে আন্দোলন আরও সংগঠিত করার লক্ষ্যে এনবিআরের তিন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে অ্যাডহক কমিটি গঠনের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। আগামীকাল বৃহস্পতিবার গ্রেড-১০ ও তদূর্ধ্ব কর্মকর্তাদের তালিকা প্রকাশ করা হবে।

আন্দোলনকারীদের দাবি, এনবিআর চেয়ারম্যান সরকারের নীতিনির্ধারকদের কাছে সঠিক তথ্য উপস্থাপন না করে প্রকৃত অবস্থা আড়াল করেছেন। ফলে এই সংকট সৃষ্টি হয়েছে।

পরবর্তী কর্মসূচি

১.

২১ মে সংবাদ সম্মেলনের পর থেকে এনবিআরের চেয়ারম্যানের সঙ্গে লাগাতার অসহযোগ কর্মসূচি পালন করা হবে;

২. ২২ মে দুপুরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান;

৩. ২২ মে এনবিআর এবং ঢাকা ও ঢাকার বাইরে নিজ নিজ দপ্তরে অবস্থান কর্মসূচি পালন। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা এর আওতামুক্ত থাকবে;

৪. ২৪ ও ২৫ মে কাস্টম হাউস, এলসি স্টেশন ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি। এই দুই দিন কাস্টম হাউস, এলসি স্টেশনগুলোয় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলবে। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতির আওতামুক্ত থাকবে;

৫. ২৬ মে থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর মকর ত উপস থ সদস য

এছাড়াও পড়ুন:

৫৬ বছর বয়সেই চলে গেলেন ‘নিপ/টাক’ তারকা জুলিয়ান ম্যাকমাহন

চলে গেলেন জনপ্রিয় অস্ট্রেলিয়ান অভিনেতা জুলিয়ান ম্যাকমাহন। মাত্র ৫৬ বছর বয়সে ক্যানসারের কাছে হার মানলেন এই অভিনেতা। বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে বুধবার (স্থানীয় সময়) মারা যান জুলিয়ান ম্যাকমাহন। তাঁর স্ত্রী কেলি পানিয়াগুয়া এক বিবৃতিতে নিশ্চিত করেছেন মৃত্যুর খবর।
বিবৃতিতে কেলি বলেন, ‘জুলিয়ান জীবনকে ভালোবাসত। সে তার পরিবারকে ভালোবাসত। বন্ধুদের ভালোবাসত। নিজের কাজকে খুবই শ্রদ্ধা করত। তার হৃদয়জুড়ে ছিল ভক্তদের জন্য গভীর ভালোবাসা। জীবনে যতটা সম্ভব আনন্দ ছড়াতে চাইত সে। এ সময় আমাদের একান্ত প্রার্থনা, আপনারা আমাদের ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান দেখাবেন।’

‘চার্মড’ দিয়ে শুরু, ‘নিপ/টাক’ দিয়ে খ্যাতির শিখরে ওঠেন জুলিয়ান ম্যাকমাহন। অভিনয়জীবনের শুরু থেকেই ছোট পর্দায় জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। ১৯৯৮ সালে সুপারন্যাচারাল টিভি সিরিজ ‘চার্মড’-এ কোল টার্নার চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেন তিনি। এরপর ২০০৩ সালে শুরু হওয়া মেডিকেল ড্রামা ‘নিপ/টাক’-এ প্লাস্টিক সার্জন ডা. ক্রিশ্চিয়ান ট্রয়ের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছান। ছয় মৌসুম ধরে চলা এ সিরিজটি তাঁকে আন্তর্জাতিক তারকা করে তোলে। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত চলা সিরিজটির জন্য তিনি গোল্ডেন গ্লোব মনোনয়নও পান।

ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও ছিলেন জুলিয়ান। বিশেষ করে ‘ফ্যান্টাস্টিক ফোর’ (২০০৫) এবং ‘ফ্যান্টাস্টিক ফোর: রাইজ অব দ্য সিলভার সার্ফার’ (২০০৭)-এ ভিক্টর ভন ডুম/ডক্টর ডুম চরিত্রে তাঁর অভিনয় দর্শকপ্রিয়তা পায়। এ ছাড়া ‘প্রমিজড ল্যান্ড’, ‘রেড’ ও ‘অ্যান্ড্রুজ ক্লকওয়ার্ক অরেঞ্জ’-এর মতো কয়েকটি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাঁকে।

অভিনয়জীবনে তিন দশকের বেশি সময় কাটানো জুলিয়ান ম্যাকমাহন শুধু অভিনয় নয়, ছিলেন মডেল ও প্রযোজকও। অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী স্যার উইলিয়াম ম্যাকমাহনের ছেলে তিনি। ব্যক্তিগত জীবনেও বেশ আলোচনায় ছিলেন। তাঁর সাবেক স্ত্রী হলিউড অভিনেত্রী ব্রুক বার্ক। জুলিয়ানের মৃত্যুতে অগণিত ভক্ত, সহকর্মী ও পরিবারের সদস্যরা শোকাহত। তাঁর মৃত্যুর খবর সামনে আসতেই ভক্ত-অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন‘কিল বিল’ অভিনেতা মাইকেল ম্যাডসেন মারা গেছেন০৪ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ