বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচিতে আবার পরিবর্তন
Published: 21st, May 2025 GMT
পাকিস্তানে টি-২০ সিরিজ খেলতে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে। নতুন সূচি অনুযায়ী, তিন ম্যাচের সিরিজ আগামী ২৮ মে, ৩০ মে এবং ১ জুন মাঠে গড়াবে।
তবে ভেন্যু অপরিবর্তিত থাকছে। তিনটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এর আগে তিন ম্যাচের সিরিজ ২৭ মে শুরু হওয়ার কথা ছিল। ২৯ মে ও ১ জুন হওয়ার কথা ছিল বাকি দুই ম্যাচ।
এফটিপি অনুযায়ী, শুরুতে পাকিস্তান সফরে গিয়ে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল। পরবর্তীতে সেপ্টেম্বরের এশিয়া কাপ ও আগামী বছরের ফেব্রুয়ারির টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে দুই বোর্ড পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলার সিদ্ধান্ত নেয়।
পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের জন্য সূচিও ঘোষণা করেছিল পিসিবি। সিরিজটি ২৫ মে থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ভারত-পাকিস্তান সংঘাতের কারণে পিএসএল স্থগিত হয়ে যাওয়ায় বাংলাদেশ সিরিজের সূচি পিছিয়ে দেওয়া হয়। ২৭ মে থেকে সিরিজ শুরু ঘোষণা দিয়ে পুনরায় পিসিবি সূচি ঘোষণা করে।
এর মধ্যেই পাকিস্তান সফরের নিরাপত্তার বিষয়টি সামনে আসে। সঙ্গে সিরিজ শুরু করতে দেরি হওয়ায় দুই বোর্ড পাঁচ ম্যাচের সিরিজ ছোট করে তিন ম্যাচে করার বিষয়ে সম্মত হয়। এছাড়া বিসিবির পক্ষ থেকে রাওয়ালপিন্ডি থেকে ম্যাচ সরিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়। পিসিবি ওই শর্তে রাজি হয়।
মঙ্গলবার পিসিবির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, বাংলাদেশ পাকিস্তান সফর করতে সম্মত হয়েছে। তখনো ২৭ মে থেকে সিরিজ শুরুর কথাই ছিল। তবে আনুষ্ঠানিক সূচি ঘোষণা করা হয়নি। নতুন সূচিতে, সিরিজ ২৮ মে থেকে অর্থাৎ পিএসএল ফাইনালের দুইদিন পরে শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এশিয়ান কাপে বাংলাদেশসহ আর কোন কোন দল খেলবে
ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। বাছাইপর্বে গ্রুপ ‘সি’তে বাহরাইন ও তুর্কেমেনিস্তানকে উড়িয়ে দেওয়ার পাশাপাশি র্যাঙ্কিংয়ে বেশ ওপরে থাকা মিয়ানমারকেও হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপপর্বের তিন ম্যাচে বাংলাদেশ গোল করেছে ১৬টি এবং হজম করেছে মাত্র ১ গোল। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে ঋতুপর্ণা–তহুরারা কতটা দাপুটে ফুটবল খেলেছে।
বাছাইপর্বে দাপুটে ফুটবল খেললেও এএফসি এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের লড়াইটা সহজ হবে না। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ১২ দলের মধ্যে ১১ দলের নামই চূড়ান্ত হয়েছে। র্যাঙ্কিংয়ে এই ১১ দলের প্রত্যেকটির অবস্থান বাংলাদেশের ওপরে। এমনকি এখন পর্যন্ত সুযোগ পাওয়া দলগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশই আছে, যারা র্যাঙ্কিংয়ে এক শর বাইরে।
২০২৬ সালের এশিয়ান কাপে আয়োজক হিসেবে খেলবে অস্ট্রেলিয়া, র্যাঙ্কিংয়ে যাদের অবস্থান ১৫ নম্বরে। এ ছাড়া ২০২২ এশিয়ান কাপের শীর্ষ তিন দল হিসেবে বাছাইপর্বে না খেলেই জায়গা করে নিয়েছে চীন (১৭), দক্ষিণ কোরিয়া (২১), এবং জাপানও (৭)।
আরও পড়ুনরাত আড়াইটায় ঋতুপর্ণাদের সংবর্ধনার আগে এ বিষয়গুলো ভেবেছেন কি ১ ঘণ্টা আগেবাছাইপর্বে ‘বি’ গ্রুপে ৪ ম্যাচের ৪টিতে জিতে এশিয়ান কাপের টিকিট পেয়েছে ভারত, র্যাঙ্কিংয়ে যাদের অবস্থান ৭০ নম্বরে। এ নিয়ে ১০ম বারের মতো এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করল ভারতের মেয়েরা। গ্রুপ ‘ডি’–তে সব ম্যাচ জিতে শীর্ষে থেকে এশিয়ান কাপে যাওয়া চীনা তাইপের অবস্থান র্যাঙ্কিংয়ে ৪২। ৩৭ নম্বরে থাকা ভিয়েতনাম গ্রুপ ‘ই’ থেকে পেয়েছে শতভাগ সাফল্য।
এশিয়ান কাপের টিকিট পেয়েছে ভারতও।