সৌরজগতের বিভিন্ন গ্রহ সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। একই সঙ্গে এসব গ্রহ নিজ অক্ষের ওপরও ঘূর্ণায়মান। বিভিন্ন গ্রহ ঘূর্ণনের দিক, অক্ষের ওপরে হেলানো অবস্থানসহ বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে বেশ আলাদা।
ঘূর্ণনের দিক থেকে বুধ গ্রহ খুব ধীরে ঘুরে থাকে। বুধ গ্রহের ঘূর্ণনের দিক অন্যান্য বেশির ভাগ গ্রহের মতোই পশ্চিম থেকে পূর্ব দিকে, যা আসলে ঘড়ির কাঁটার বিপরীত। বুধ গ্রহের একটি দিন পৃথিবীর প্রায় ৫৮ দশমিক ৬ দিনের সমান। গ্রহটির অক্ষ তার কক্ষপথের সঙ্গে প্রায় শূন্য দশমিক শূন্য ৩ ডিগ্রি হেলে থাকায় তেমন কোনো উল্লেখযোগ্য ঋতু পরিবর্তন হয় না।
বুধের পরেই শুক্র গ্রহের অবস্থান। সৌরজগতের একমাত্র শুক্র গ্রহ, যা পূর্ব থেকে পশ্চিমে বা ঘড়ির কাঁটার দিকে ঘোরে। বিজ্ঞানীরা মনে করেন অতীতে কোনো বড় সংঘর্ষের কারণে শুক্র গ্রহ এমন করে ঘুরছে। শুক্রের একটি দিন পৃথিবীর প্রায় ২৪৩ দিনের সমান, যা সৌরজগতের দীর্ঘতম। শুক্রের অক্ষ তার কক্ষপথের সঙ্গে প্রায় ১৭৭ দশমিক ৩ ডিগ্রি হেলে আছে।
আমাদের পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। পৃথিবীর একটি দিন প্রায় ২৪ ঘণ্টা। পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সঙ্গে প্রায় ২৩ দশমিক ৫ ডিগ্রি হেলে আছে। এই হেলানো অবস্থার কারণেই পৃথিবীতে ঋতু পরিবর্তন হয়। পৃথিবীর পরেই মঙ্গল গ্রহের অবস্থান, যা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। মঙ্গলের একটি দিন পৃথিবীর প্রায় ২৪ দশমিক ৬ ঘণ্টার সমান। মঙ্গলের অক্ষ তার কক্ষপথের সঙ্গে প্রায় ২৫ দশমিক ২ ডিগ্রি হেলে আছে, যা পৃথিবীর কাছাকাছি। এই কারণে মঙ্গলেও ঋতু পরিবর্তন দেখা যায়, তবে তা পৃথিবীর চেয়ে দীর্ঘস্থায়ী হয়।
সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। গ্রহটি পশ্চিম থেকে পূর্ব দিকে খুব দ্রুত ঘোরে। আর তাই বৃহস্পতির একটি দিন পৃথিবীর চেয়ে প্রায় ১০ ঘণ্টা কম হয়ে থাকে। বৃহস্পতির অক্ষ তার কক্ষপথের সঙ্গে মাত্র ৩ দশমিক ১ ডিগ্রি হেলে আছে। এর ফলে এই গ্রহে কোনো উল্লেখযোগ্য ঋতু পরিবর্তন হয় না। আরেকটি বড় গ্রহ শনিও দ্রুত ঘোরে, পশ্চিম থেকে পূর্ব দিকে। শনির একটি দিন পৃথিবীর প্রায় ১০ দশমিক ৭ ঘণ্টা। শনির অক্ষ তার কক্ষপথের সঙ্গে প্রায় ২৬ দশমিক ৭ ডিগ্রি হেলে আছে, যা পৃথিবীর কাছাকাছি। এর ফলে শনিতে সুস্পষ্ট ঋতু পরিবর্তন দেখা যায়।
দূরের গ্রহ ইউরেনাস পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। এর কারণও সম্ভবত কোনো বড় সংঘর্ষ। ইউরেনাসের একটি দিন পৃথিবীর প্রায় ১৭ ঘণ্টা। ইউরেনাসের অক্ষ তার কক্ষপথের সঙ্গে প্রায় ৯৭ দশমিক ৮ ডিগ্রি হেলে আছে, যার মানে এটি প্রায় কাত হয়ে ঘোরে। এই চরম হেলানো অবস্থার কারণে এর ঋতু পরিবর্তন খুবই অদ্ভুত। এক মেরু দীর্ঘ সময় ধরে সূর্যের দিকে মুখ করে থাকে এবং অন্য মেরু অন্ধকারে থাকে। আরেক গ্রহ নেপচুন পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। নেপচুনের একটি দিন পৃথিবীর প্রায় ১৬ ঘণ্টা। নেপচুনের অক্ষ তার কক্ষপথের সঙ্গে প্রায় ২৮ দশমিক ৩ ডিগ্রি হেলে আছে, যা পৃথিবী ও শনির কাছাকাছি। এর ফলে নেপচুনেও ঋতু পরিবর্তন দেখা যায়।
সূত্র: নাসা ও নোয়া
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স রজগত র র গ রহ গ রহ র অবস থ দশম ক র একট
এছাড়াও পড়ুন:
সৌরজগতের কোন গ্রহ কীভাবে ঘুরছে
সৌরজগতের বিভিন্ন গ্রহ সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। একই সঙ্গে এসব গ্রহ নিজ অক্ষের ওপরও ঘূর্ণায়মান। বিভিন্ন গ্রহ ঘূর্ণনের দিক, অক্ষের ওপরে হেলানো অবস্থানসহ বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে বেশ আলাদা।
ঘূর্ণনের দিক থেকে বুধ গ্রহ খুব ধীরে ঘুরে থাকে। বুধ গ্রহের ঘূর্ণনের দিক অন্যান্য বেশির ভাগ গ্রহের মতোই পশ্চিম থেকে পূর্ব দিকে, যা আসলে ঘড়ির কাঁটার বিপরীত। বুধ গ্রহের একটি দিন পৃথিবীর প্রায় ৫৮ দশমিক ৬ দিনের সমান। গ্রহটির অক্ষ তার কক্ষপথের সঙ্গে প্রায় শূন্য দশমিক শূন্য ৩ ডিগ্রি হেলে থাকায় তেমন কোনো উল্লেখযোগ্য ঋতু পরিবর্তন হয় না।
বুধের পরেই শুক্র গ্রহের অবস্থান। সৌরজগতের একমাত্র শুক্র গ্রহ, যা পূর্ব থেকে পশ্চিমে বা ঘড়ির কাঁটার দিকে ঘোরে। বিজ্ঞানীরা মনে করেন অতীতে কোনো বড় সংঘর্ষের কারণে শুক্র গ্রহ এমন করে ঘুরছে। শুক্রের একটি দিন পৃথিবীর প্রায় ২৪৩ দিনের সমান, যা সৌরজগতের দীর্ঘতম। শুক্রের অক্ষ তার কক্ষপথের সঙ্গে প্রায় ১৭৭ দশমিক ৩ ডিগ্রি হেলে আছে।
আমাদের পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। পৃথিবীর একটি দিন প্রায় ২৪ ঘণ্টা। পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সঙ্গে প্রায় ২৩ দশমিক ৫ ডিগ্রি হেলে আছে। এই হেলানো অবস্থার কারণেই পৃথিবীতে ঋতু পরিবর্তন হয়। পৃথিবীর পরেই মঙ্গল গ্রহের অবস্থান, যা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। মঙ্গলের একটি দিন পৃথিবীর প্রায় ২৪ দশমিক ৬ ঘণ্টার সমান। মঙ্গলের অক্ষ তার কক্ষপথের সঙ্গে প্রায় ২৫ দশমিক ২ ডিগ্রি হেলে আছে, যা পৃথিবীর কাছাকাছি। এই কারণে মঙ্গলেও ঋতু পরিবর্তন দেখা যায়, তবে তা পৃথিবীর চেয়ে দীর্ঘস্থায়ী হয়।
সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। গ্রহটি পশ্চিম থেকে পূর্ব দিকে খুব দ্রুত ঘোরে। আর তাই বৃহস্পতির একটি দিন পৃথিবীর চেয়ে প্রায় ১০ ঘণ্টা কম হয়ে থাকে। বৃহস্পতির অক্ষ তার কক্ষপথের সঙ্গে মাত্র ৩ দশমিক ১ ডিগ্রি হেলে আছে। এর ফলে এই গ্রহে কোনো উল্লেখযোগ্য ঋতু পরিবর্তন হয় না। আরেকটি বড় গ্রহ শনিও দ্রুত ঘোরে, পশ্চিম থেকে পূর্ব দিকে। শনির একটি দিন পৃথিবীর প্রায় ১০ দশমিক ৭ ঘণ্টা। শনির অক্ষ তার কক্ষপথের সঙ্গে প্রায় ২৬ দশমিক ৭ ডিগ্রি হেলে আছে, যা পৃথিবীর কাছাকাছি। এর ফলে শনিতে সুস্পষ্ট ঋতু পরিবর্তন দেখা যায়।
দূরের গ্রহ ইউরেনাস পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। এর কারণও সম্ভবত কোনো বড় সংঘর্ষ। ইউরেনাসের একটি দিন পৃথিবীর প্রায় ১৭ ঘণ্টা। ইউরেনাসের অক্ষ তার কক্ষপথের সঙ্গে প্রায় ৯৭ দশমিক ৮ ডিগ্রি হেলে আছে, যার মানে এটি প্রায় কাত হয়ে ঘোরে। এই চরম হেলানো অবস্থার কারণে এর ঋতু পরিবর্তন খুবই অদ্ভুত। এক মেরু দীর্ঘ সময় ধরে সূর্যের দিকে মুখ করে থাকে এবং অন্য মেরু অন্ধকারে থাকে। আরেক গ্রহ নেপচুন পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। নেপচুনের একটি দিন পৃথিবীর প্রায় ১৬ ঘণ্টা। নেপচুনের অক্ষ তার কক্ষপথের সঙ্গে প্রায় ২৮ দশমিক ৩ ডিগ্রি হেলে আছে, যা পৃথিবী ও শনির কাছাকাছি। এর ফলে নেপচুনেও ঋতু পরিবর্তন দেখা যায়।
সূত্র: নাসা ও নোয়া