মুক্তিযুদ্ধের সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ গড়ে তোলা জরুরি। আর সেই সংযোগের জন্য বড় বাহন হতে পারে বই। এই তাগিদ যত বাড়বে, যত শক্তিশালী হবে, তত তরুণেরা দেশের সঙ্গে সম্পৃক্ত হবে।

আজ শুক্রবার বেলা ১১টার পর ঢাকায় মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত ‘আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগ’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। জাদুঘরের মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

একাত্তরের কণ্ঠযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যজন ও মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি আলী যাকেরের স্মৃতি বহমান রাখতে গ্রন্থ পাঠের এই উদ্যোগ নেওয়া হয়। এবার স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে তিনটি বই পাঠ করে প্রতিক্রিয়া পাঠিয়ে পুরস্কার জিতেছেন ৩০ জন শিক্ষার্থী।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, ‘আমরা মনে করি, মুক্তিযুদ্ধের সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ গড়ে তোলাটা জরুরি আর সেই সংযোগের জন্য বই একটা খুব বড় বাহন হতে পারে।’ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকেরের প্রয়াণ বড় ক্ষতি হলেও তাঁর অপূর্ণ ইচ্ছাগুলো স্বপ্নগুলো বহমান রাখতে হবে বলে জানান তিনি।

মুক্তিযুদ্ধ জাদুঘর সবার উদ্যোগ বলে উল্লেখ করেন মফিদুল হক। তিনি বলেন, এটা বাংলাদেশের সামাজিক শক্তির, বাংলাদেশের সমাজের যে নিজস্ব শক্তি রয়েছে, তারই একটা প্রতিফলন। এই বিশ্বাস ও আস্থা নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধ জাদুঘর জানিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে তৃতীয়বারের মতো তিন মাসব্যাপী বইপাঠ কর্মসূচি শুরু হয়। ঢাকা মহানগরীর ১০টি পাঠাগার এতে যুক্ত হয় এবং প্রতিটি পাঠাগারে নির্বাচিত তিনটি বইয়ের পাঁচটি করে সেট দেওয়া হয়। এর মধ্যে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য রশীদ হায়দার সম্পাদিত ‘খুঁজে ফিরি: ১৯৭১-এ পিতৃ স্মৃতিহীন সন্তানদের কথা’, কলেজ পর্যায়ে ঝর্ণা বসু ও মফিদুল হক সম্পাদিত ‘অবরুদ্ধ অশ্রুর দিন: পারিবারিক স্মৃতি ভাষ্য ১৯৭১’ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে আনোয়ার পাশা রচিত ‘রাইফেল রোটি আওরাত’ ছিল।

এবার ঢাকা মহানগর ছাড়াও সারা দেশ থেকে নির্বাচিত ৫০টি পাঠাগারকে বই প্রদান করে মুক্তিযুদ্ধ জাদুঘর। গ্রন্থ পাঠ শেষে স্কুল পর্যায়ে ২০৮টি, কলেজ পর্যায়ে ১৪২টি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১২৮টি পাঠ প্রতিক্রিয়া জমা পড়ে। বিচারকদের দেওয়া নম্বরে প্রতি বিভাগে সেরা ১০ জনের প্রত্যেককে মুক্তিযুদ্ধবিষয়ক বই ও ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয় অনুষ্ঠানে। এ ছাড়া কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রত্যেক পাঠককে দেওয়া হয় সনদ।

মুক্তিযুদ্ধ জাদুঘরের আরেক ট্রাস্টি সারওয়ার আলী বলেন, ‘আলী যাকের সফল মানুষ ছিলেন, তিনি যে কাজে হাত দিয়েছেন, সে কাজেই সফল হয়েছেন। যখন রাষ্ট্র কোনো সহায়তা করেনি, তখন আমরা এ জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলাম।’

মুক্তিযুদ্ধ জাদুঘরের ব্যবস্থাপক (কর্মসূচি) রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ডা.

জামিল স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি নার্গিস আক্তার বানু, সীমান্ত গ্রন্থাগার ঢাকার সাধারণ সম্পাদক কাজী সুলতান আহমেদ টোকন, মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্য মোহাম্মদ খালেকের সন্তান রাকিবুল খালেক।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম ক ত য দ ধ জ দ ঘর র অন ষ ঠ ন গ রন থ পর য য়

এছাড়াও পড়ুন:

অপারেশন গিডিয়নস চ্যারিয়ট-ডোকলাম-ফোর বি মুভমেন্ট-তিস্তা প্রহর কী, জেনে নিন বিস্তারিত

১. ‘The Iqbal Masih Award’ কোনো ক্ষেত্রে প্রদান করা হয়?
ক. পরিবেশ সংরক্ষণ
খ. শিশুশ্রম দূরীকরণ
গ. নারী নির্যাতন প্রতিরোধ
ঘ. প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা
উত্তর: খ. শিশুশ্রম দূরীকরণ
২. ‘চুকনগর গণহত্যা’ সংঘটিত হয়—
ক. ২০ আগস্ট ১৯৭১ সালে
খ. ২০ মে ১৯৭১ সালে
গ. ২০ জুন ১৯৭১ সালে
ঘ. ২০ মে ১৯৭১ সালে
উত্তর: ঘ. ২০ মে ১৯৭১ সালে (ডুমুরিয়া, খুলনায়)
৩. সাবরাং ট্যুরিজম পার্ক কোথায় অবস্থিত?
ক. টেকনাফ
খ. কক্সবাজার
গ. সেন্ট মার্টিন
ঘ. শ্রীমঙ্গল
উত্তর: ক. টেকনাফ
৪. অপারেশন সিঁদুরের পর ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে বাংলাদেশ-ভারত সীমান্তের কাছে কী নামে একটি যৌথ সামরিক মহড়া সম্পন্ন করা হয়েছে?
ক. বজ্র প্রহার
খ. তিস্তা প্রহর
গ. সূর্য কিরণ
ঘ. অজেয় ওয়ারিয়র্স
উত্তর: খ. তিস্তা প্রহর
৫. সম্প্রতি গাজা উপত্যকায় ইজরায়েলের নতুন বৃহৎ সামরিক অভিযানের নাম—
ক. অপারেশন গিডিয়নস চ্যারিয়ট
খ. অপারেশন ব্রেকিং ডন
গ. অপারেশন আয়রন সোর্ড
ঘ. অপারেশন গার্ডিয়ান অব দ্য ওয়ালস
উত্তর: ক. অপারেশন গিডিয়নস চ্যারিয়ট
৬. সম্প্রতি ইসলামপন্থী রাজনৈতিক সংগঠন ‘মুসলিম ব্রাদারহুড’কে নিষিদ্ধ ঘোষণা করেছে—
ক. মিসর
খ. জর্ডান
গ. সিরিয়া
ঘ. লেবানন
উত্তর: খ. জর্ডান
৭. ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB)’ কোনো আঞ্চলিক সংগঠন কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংক?
ক. ASEAN
খ. SAARC
গ. BRICS
ঘ. BIMSTEC
উত্তর: গ. BRICS
৮. ভাসানচর কোনো জেলায় অবস্থিত?
ক. কক্সবাজার
খ. চট্টগ্রাম
গ. নোয়াখালী
ঘ. পটুয়াখালী
উত্তর: গ. নোয়াখালী
৯. ডোকলাম ত্রিমুখী সীমান্ত সংযুক্ত করেছে—
ক. ভারত, পাকিস্তান ও চীন
খ. ভারত, চীন ও ভুটান
গ. ভারত, চীন ও নেপাল
ঘ. ভারত, পাকিস্তান ও আফগানিস্তান
উত্তর: খ. ভারত, চীন ও ভুটান
১০. বাংলাদেশের প্রথম জিআই পণ্য—
ক. মসলিন
খ. ইলিশ মাছ
গ. নকশিকাঁথা
ঘ. জামদানি শাড়ি
উত্তর: ঘ. জামদানি শাড়ি
১১. নিচের কোনটি নারীবাদী আন্দোলনের সঙ্গে সম্পর্কিত?
ক. ফোর এ মুভমেন্ট
খ. ফোর বি মুভমেন্ট
গ. ফোর সি মুভমেন্ট
ঘ. ফোর ডি মুভমেন্ট
উত্তর: খ. ফোর বি মুভমেন্ট
১২. জুলাই গণ–অভ্যুত্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কতজন ছাত্র শহীদ হয়েছেন?
ক. ১ জন
খ. ২ জন
গ. ৩ জন
ঘ. ৪ জন
উত্তর: খ. ২ জন
১৩. বাংলাদেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক—
ক. মুন
খ. লাবণ্য
গ. অপরাজিতা
ঘ. সঞ্চিতা
উত্তর: গ. অপরাজিতা
১৪. অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছেন?
ক. ৭৯তম
খ. ৭৮তম
গ. ৭৭তম
ঘ. ৮০তম
উত্তর: ক. ৭৯তম
১৫. আসিম মুনির পাকিস্তানের ইতিহাসে কততম ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি পেয়েছেন?
ক. ১ম
খ. ২য়
গ. ৩য়
ঘ. ৪র্থ
উত্তর: খ. ২য়

আরও পড়ুনএক দিনে ১৪টি চাকরির পরীক্ষা, কী করবেন পরীক্ষার্থীরা৪ ঘণ্টা আগেআরও পড়ুনকে এই বৈভব তানেজা, টেসলার সিএফও আয়ে পেছনে ফেলেছেন সুন্দর পিচাই-সত্য নাদেলাকেও১ ঘণ্টা আগেআরও পড়ুনঅপারেশন বুনিয়ান-উন-মারসুস–তাহরির স্কয়ার–পিপল’স অ্যাকশন পার্টি কী, জেনে নিন বিস্তারিত১৫ মে ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • পৃথিবীতে কীভাবে ‘ফিল্ড মার্শাল’ পদটি এল, কারা এই পদ পেয়েছিলেন
  • অপারেশন গিডিয়নস চ্যারিয়ট-ডোকলাম-ফোর বি মুভমেন্ট-তিস্তা প্রহর কী, জেনে নিন বিস্তারিত
  • চরাঞ্চলের জলজ জীবন ও ‘হুজুগের’ দিনগুলো