কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে ভুল করেছেন। পদত্যাগ করা হবে তার ব্যর্থতা, তার জন্য আত্মঘাতী। 

শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে তিনি এমন মন্তব্য করেন।

ফেসবুকে তিনি লেখেন, কোনো ব্যক্তি বা দল নয়, তার উচিত জনগণের ঐতিহাসিক অভিপ্রায়কে সম্মান করা, কোনো দল বা গোষ্ঠীর চাপে বিভ্রান্ত না হয়ে জনগণের ওপর আস্থা রাখা।

ফরহাদ মজহারের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

‘ড.

ইউনূস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে ভুল করেছেন। পদত্যাগ করা হবে তার ব্যর্থতা, তার জন্য আত্মঘাতী। কোনো ব্যক্তি বা দল নয়, তার উচিত জনগণের ঐতিহাসিক অভিপ্রায়কে সম্মান করা, কোনো দল বা গোষ্ঠীর চাপে বিভ্রান্ত না হয়ে জনগণের ওপর আস্থা রাখা।

বাংলাদেশের জনগণ নির্বাচনের মধ্য দিয়ে নয়, রক্তাক্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ড. ইউনূসকে নির্বাচিত করেছে। তাকে অবশ্যই খুনিদের বিচার করতে হবে, নতুন গঠনতন্ত্র প্রণয়ণের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠন করবার প্রক্রিয়া শুরু করতে হবে, কাছা খোলা বাজার ব্যবস্থার জবরদস্তি দ্বারা বৈশ্বিক কর্পোরেট দখলদারি কায়েমের বিপরীতে গণবান্ধব ও বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও কার্যকর করতে হবে, সর্বোপরি দিল্লি ও মায়ানমারসহ শত্রুদেশের বিরুদ্ধে লড়ে জিতবার ক্ষমতাসম্পন্ন শক্তিশালী সেনাবাহিনী গঠন করতে হবে; কারণ রোহিঙ্গাদের তাদের নিজের দেশে যাবার ব্যবস্থা নিশ্চিত করা এবং তাদের পুনর্বাসনের হিম্মত বাংলাদেশকেই অর্জন করতে হবে। বাংলাদেশের সৈনিকেরা এই দেশের সন্তান বাংলাদেশের জনগণের সামষ্টিক ইচ্ছা বা অভিপ্রায়ের সঙ্গে তারা অঙ্গাঙ্গী জড়িত। জনগণের স্বার্থ তাদেরও স্বার্থ। কারণ তারাও জনগণের অংশ– আমরা কেউই মঙ্গলগ্রহ থেকে আসিনি।

এই সকল লক্ষ্য অর্জনের জন্য জনগণ চায় প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে ড. ইউনূসের ভুল বোঝাবুঝির অবসান হোক। নির্বাচন অবশ্যই যতো দ্রুত সম্ভব হতে হবে, কিন্তু কুচক্রী মহলের ষড়যন্ত্রে সেনাপ্রধান তার এখতিয়ারের বাইরে নির্বাচন নিয়ে যে মন্তব্য করেছেন তা লুটেরা ও মাফিয়া শ্রেণিকে পুনরায় ক্ষমতায় বসানোর যুক্তি। গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী জনগণ তা মেনে নেবে না। দেশকে বিভিন্ন শক্তির ক্ষমতা দখলের প্রতিযোগিতার ময়দান ও গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবার দায় তখন সেনাপ্রধানের ওপর বর্তাবে।

সবাই দায়িত্বশীল আচরণ করে দেশ ও জাতিকে রক্ষা করবেন, জনগণ সেই আশাই করে।’

উৎস: Samakal

কীওয়ার্ড: ফরহ দ মজহ র পদত য গ জনগণ র র জন য ইউন স

এছাড়াও পড়ুন:

উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ ৫ সিদ্ধান্ত

উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকার ৫টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (২২ মে) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ২৯ তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, এবং জুলাই গণঅভ্যুত্থান শহীদ পরিবারের পুনর্বাসন সংক্রান্ত অধ্যাদেশ নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

আরো পড়ুন:

বৃষ্টি মাথায় কাকরাইলে তিন কারাখানার শ্রমিকদের অবস্থান

জবি শিক্ষার্থীদের অবস্থান: উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ

এছাড়া বাংলাদেশ-নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ-প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি এবং সংস্কার কমিশনের বাস্তবায়নযোগ্য সুপারিশগুলোর কার্যক্রম এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সব অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদনের আগে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগে ভেটিং করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ এই সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন প্রক্রিয়ায় সার্বিক সমন্বয় করবে।

‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ এর মাধ্যমে ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে শহীদ এবং আহতদের পরিবারকে আর্থিক সহায়তা, পুনর্বাসন এবং কল্যাণমূলক সুবিধা প্রদানের বিধান করা হবে বলে জানা গেছে।

‘সরকারি চাকরি আইন, ২০১৮’ সংশোধন করে বিলুপ্ত ১৯৭৯ সালের বিশেষ আইনের বিধান যুক্ত সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর মাধ্যমে দাপ্তরিক কাজে বিঘ্ন সৃষ্টিকারী কর্মচারীকে তদন্ত ছাড়াই আট দিনের নোটিশে চাকরি থেকে অব্যাহতি দেওয়া যাবে-এমন বিধান রয়েছে। এখন এটি রাষ্ট্রপতির অনুমতির পর অধ্যাদেশ আকারে প্রকাশ করবে সরকার।

ঢাকা/হাসান/সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • গনহত্যার বিচার ও দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায় জনগণ : ভিপি নুর
  • ‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’
  • বিসিএস সিলেবাসে বড় পরিবর্তন
  • ক্ষমতা দখলের পাঁয়তারা করছে বিএনপি
  • প্রধান উপদেষ্টাই পারেন সব সংশয় দূর করতে
  • অধ্যাপক ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন: বিবিসি বাংলাকে নাহিদ
  • ডিসেম্বরে নির্বাচন না দিলে সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে
  • উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ ৫ সিদ্ধান্ত
  • আরব বসন্ত যে কারণে ব্যর্থ হয়েছিল...