চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুইজনের
Published: 23rd, May 2025 GMT
চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় টিনের বসতঘর বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. মন্টু ঢালী (৭০) ও মো. আনোয়ার হোসেন খান (৫৫) নামে দুইজন মারা গেছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পুরান বাজার দুই নম্বর ওয়ার্ড পশ্চিম জাফরাবাদ গ্রামের ঢালী বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। মন্টু ঢালী ওই বাড়ির মৃত আব্দুল ঢালীর ছেলে এবং আনোয়ার একই এলাকার খান বাড়ির আমিন খানের ছেলে।
মন্টু ঢালীর ছেলে আল আমিন ও তার স্ত্রী ফাহিমা বেগম জানান, ধারণা করা হচ্ছে আর্থিং সমস্যা থেকে বসতঘর বিদ্যুতায়িত হয়েছিল। ওই সময় আনোয়ার খান নতুন আত্মীয়তার বিষয়ে কথা বলে চলে যাচ্ছিলেন। ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় তিনি ঘরের বেড়ার টিনের মধ্যে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাকে বাঁচাতে গিয়ে মন্টু ঢালীও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দু’জনকেই আহত অবস্থায় ঘটনাস্থল থেকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.
এদিকে খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মহসীন আলম উভয় মরদেহের সুরতহাল তৈরি করেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, এই ঘটনায় নিহত দুই পরিবারের কোনো অভিযোগ নেই। থানায় দুটি পৃথক অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) কাছে আবেদন করায় দুটি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নাটোরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য আটক
নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নে সাইবার প্রতারণা, ব্ল্যাকমেইলিং এবং মাদকসেবনে জড়িত কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে এর ১২ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার (৯ জুলাই) ভোর ৫টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
সেনাবাহিনী জানিয়েছে, আটককৃতরা ইমো অ্যাপের মাধ্যমে দেশি ও প্রবাসী নাগরিকদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে ভিডিও কলে অশ্লীলতা প্রদর্শন করে গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ হাতিয়ে নিত। শুধু তাই নয়, তারা এলাকায় প্রভাব বিস্তার ও যুবসমাজকে মাদকসেবনে প্রলুব্ধ করছিল।
অভিযানের সময় বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১৬টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১২টি বাটন মোবাইল ফোন, ৩০টি অতিরিক্ত সিমকার্ড, একটি দেশীয় অস্ত্র, ৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা জব্দ করা হয়।
অভিযানের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান জানিয়েছেন, সেনাবাহিনীর টিম মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ৪ জনকে এবং ইমো হ্যাকিংয়ের জন্য ৮ জনকে আটক করে থানায় সোপর্দ করে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ঢাকা/আরিফুল/রফিক