Samakal:
2025-11-03@17:27:15 GMT

তরুণ প্রজন্মকে কাজে লাগান

Published: 23rd, May 2025 GMT

তরুণ প্রজন্মকে কাজে লাগান

মানব সভ্যতা বিকশিত হয়েছে শতাব্দীর পর শতাব্দীব্যাপী। প্রতিটি প্রজন্ম সমাজের উন্নয়নে অবদান রাখে। তারুণ্য হলো জীবনের সবচেয়ে কর্মতৎপর সময়। দেশের ভবিষ্যৎ নির্ধারণে তারুণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারুণ্য নতুন বিষয় শিখতে আগ্রহী। তারা যুক্তি প্রয়োগের চেষ্টা এবং প্রবীণদের পুরোনো চিন্তাধারাকে প্রশ্নবিদ্ধ করে। জাতির স্বার্থেই তাদের ক্ষমতায়ন দরকার। তাদের ব্যক্তিগত দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির জন্য জ্ঞানার্জনে সহায়তা করা দরকার। সমাজকে তাদের লুকানো সম্ভাবনা বুঝতে হবে। সমাজের সমস্যা সম্পর্কে তাদের সংবেদনশীল করা এবং তারা কীভাবে এসব নির্মূলে অবদান রাখতে পারে, সে বিষয়ে তাদের জ্ঞান দিতে হবে। 
সময়ের গুরুত্ব বোঝা তরুণদের দায়িত্ব। তাদের পদক্ষেপ নেওয়ার জন্য প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সময়ানুবর্তিতা অপরিহার্য। তরুণদের জীবনে শৃঙ্খলার প্রয়োজনীয়তা বুঝতে হবে।
যৌবন আবেগে ভরপুর। শৃঙ্খলা না থাকলে তরুণরা সঠিকভাবে কাজ করতে পারে না। পদক্ষেপ নেওয়ার আগে চিন্তা করা দরকার। তরুণদের আবেগপ্রবণ হওয়া উচিত নয়। এভাবেই তরুণরা একটি চিন্তাশীল সমাজ গঠন করতে সক্ষম হবে। তা ছাড়া তরুণদের নৈতিকভাবে শক্তিশালী হতে হবে। তারা যেন নিবেদিতপ্রাণ হয়, যা তাদের জাতির জন্য সংশোধনমূলক পদক্ষেপ নিতে চালিত করবে। পাশাপাশি তরুণদের অবশ্যই পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সাহসী হতে হবে। নির্ভীক তরুণরাই পারে অন্যায়ের বিরুদ্ধে লড়তে। তারা যে লক্ষ্য অর্জন করতে চায়, তার প্রতি মনোযোগী হওয়া দরকার। তরুণ প্রজন্মের  লক্ষ্যমুখী হওয়া গুরুত্বপূর্ণ।
মনে রাখতে হবে, যে জাতির মধ্যে উদ্যমী, কৌতূহলী এবং কঠোর পরিশ্রমী তরুণ আছে এবং তাদের কাজ করার সুযোগ দেয়, সে জাতি পিছিয়ে থাকতে পারে 
না। আমাদের দেশের তরুণ শক্তিকে 
যাতে কাজে লাগাতে পারি, সেদিকে দৃষ্টি দিতে হবে।

আব্দুল্লাহ আল জান্নাত নেওয়াজ: সহকারী প্রকৌশলী, এসেনসিয়াল ড্রাগ্স 
কোম্পানি লিমিটেড
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: তর ণ পদক ষ প ন দরক র

এছাড়াও পড়ুন:

কুষ্টিয়ায় বিএনপির মনোনয়নবঞ্চিত নেতার অনুসারীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন দলীয় মনোনয়ন না পাওয়ায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তাঁর অনুসারী নেতা-কর্মীরা। আজ সোমবার রাত ৯টার দিকে শহরের মজমপুর রেলগেটে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন তাঁরা।

সেখানে বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি প্রতিবাদ মিছিলও করেন। এ ছাড়া সদর উপজেলার মধুপুর-লক্ষীপুর এলাকাতেও সোহরাব উদ্দিনের সমর্থকেরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।

বিক্ষোভকারী নেতা-কর্মীদের দাবি, সোহরাব উদ্দিন কুষ্টিয়া-৩ আসনের তিনবারের সংসদ সদস্য। তিনি দীর্ঘদিন জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এর বদলে এখানে অন্য কাউকে প্রার্থী হিসেবে মেনে নেওয়া হবে না। তাই অবিলম্বে এ সিদ্ধান্ত পরিবর্তন করে সোহরাব উদ্দিনকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানান তাঁরা।

এর আগে সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুষ্টিয়া-৩ (সদর) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব জাকির হোসেন সরকার।

এ বিষয়ে মনোনয়নবঞ্চিত সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন বিষয়টি স্বীকার করে বলেন, ‘শুনেছি আমার সমর্থকেরা বিক্ষোভ করছেন। আমি শহরের বাইরে আছি।’ এর বেশি কথা বলেননি তিনি।

জানতে চাইলে বিএনপি মনোনীত প্রার্থী জাকির হোসেন সরকার বলেন, কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, যিনি মনোনয়ন পাবেন, তাঁর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবে এ নির্দেশনা যদি কেউ না মানেন, তাহলে কেন্দ্র ব্যবস্থা নেবে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হাসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণ করেছি।’

কুষ্টিয়ার অন্য তিনটি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীরা হলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-২ (মিরপুর-ভোড়ামারা) আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী রাগীব রউফ চৌধুরী, কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি।

সম্পর্কিত নিবন্ধ