মেরিল–প্রথম আলো অনলাইন

পরিকল্পনা ও পরিচালনা

কবির বকুল

গ্রন্থনা

রুম্মান রশীদ খান

উপস্থাপনা

আফরান নিশো ও তাসনিয়া ফারিণ

উপস্থাপক সহযোগী

নীলাঞ্জনা রহমান

সমালোচক পুরস্কার (জুরিবোর্ড)

ওয়েব সিরিজ

তারিক আনাম খান, অপি করিম, আশফাক নিপুণ ও সৈয়দ আহমেদ শাওকী

সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র

জাহিদ হাসান, ত্রপা মজুমদার, শিহাব শাহীন ও ইন্তেখাব দিনার

চলচ্চিত্র ও ওয়েব ফিল্ম

আফজাল হোসেন, এন রাশেদ চৌধুরী, আজমেরী হক বাঁধন ও কামরুল হাসান খসরু

পরিবেশনা

উদ্বোধনী নৃত্য

অংশগ্রহণে: তমা মির্জা, মন্দিরা চক্রবর্তী ও হৃদি শেখ

সংগীতায়োজন: বিনোদ রায়

নৃত্য পরিচালনা: ইভান শাহরিয়ার সোহাগ

নৃত্য পরিবেশনা: সোহাগ ডান্স গ্রুপ

‘দুষ্টু কোকিল’

অংশগ্রহণে: বিদ্যা সিনহা মিম, দিলশাদ নাহার কনা, ফররুখ আহমেদ রেহান

নৃত্য পরিচালনা: ইভান শাহরিয়ার সোহাগ

নৃত্য পরিবেশনা: সোহাগ ডান্স গ্রুপ

টিকটক টিকটক

অংশগ্রহণে: তৌসিফ মাহবুব, ইরফান সাজ্জাদ, মুমতাহিনা টয়া, প্রার্থনা ফারদিন দীঘি, দোলা রহমান ও টুইঙ্ক কেরল

নৃত্য পরিবেশনা ও পরিচালনা: ঈগল ডান্স গ্রুপ

শাকিব খানের রজতজয়ন্তী

‘প্রিয়তমা, ‘রাজকুমার’, ‘দিল দিল দিল’, ‘আসছে তুফান’

অংশগ্রহণে: মামনুন ইমন, নিরব হোসেন, জিয়াউল রোশান, পূজা চেরী ও শাকিব খান

কণ্ঠশিল্পী: বালাম, কনা, ইমরান ও আরিফ রহমান জয়

নৃত্য পরিচালনা ও পরিবেশনা: ঈগল ডান্স গ্রুপ

‘লাগে উরাধুরা’

কণ্ঠশিল্পী: প্রীতম হাসান

নৃত্য পরিচালনা ও পরিবেশনা: ঈগল ডান্স গ্রুপ

মঞ্চের নেপথ্যে

ভেন্যু: হল অব ফেম

শিরোনাম সংগীত: আইয়ুব বাচ্চু

ক্রেস্ট: কাইয়ুম চৌধুরী

ক্রেস্ট নির্মাণ: গিফট প্যালেস

মঞ্চ ও সাজসজ্জা: স্টুডিও এশ

আলোক প্রক্ষেপণ: এভি প্রো

শব্দ নিয়ন্ত্রণ: ডিজে প্রো

অ্যানিমেশন ও সিজি: মারুফ রায়হান ওয়ার্কস

রূপসজ্জা: পারসোনা

উপস্থাপকের পোশাক: সাফিয়া সাথী

উত্তরীয়: কে ক্র্যাফট

গ্লেম মুভ: কে এম কনক

বিনোদন সহযোগী: টিকটক

আজীবন সম্মাননা তথ্যচিত্র ও মনোনয়ন

ক্লিপিংস: মাছরাঙা টেলিভিশন আজীবন সম্মাননা

ধারাবর্ণনা (আজীবন সম্মাননা): মীর রাব্বি

নিরাপত্তাব্যবস্থা: এইজিস

বিশেষ ধন্যবাদ: কানিজ আলমাস খান

ইভেন্ট সমন্বয়: শাহ্পরান তুষার, শুভাশীষ প্রামাণিক, মঈনুল ওয়াজেদ

সার্বিক সহযোগিতায়: মালিক মোহাম্মদ সাঈদ, জেসমিন জামান, জাবেদ সুলতান পিয়াস, মনজুর কাদের, প্রথম আলো বিনোদন বিভাগ

সার্বিক তত্ত্বাবধানে

আনিসুল হক

কৃতজ্ঞতা: অঞ্জন চৌধুরী

পৃষ্ঠপোষক

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড

আরও পড়ুনধন্যবাদ আফরান নিশো, ধন্যবাদ তাসনিয়া ফারিণ৩ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পণ্য রপ্তানিতে বিলিয়ন ডলারের কাছে ইয়াংওয়ান, অর্ধবিলিয়ন ছাড়িয়ে হা-মীম, মণ্ডল ও ডিবিএল

বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে শীর্ষ অবস্থানটি দক্ষিণ কোরীয় ব্যবসায়ী কিহাক সাংয়ের মালিকানাধীন ইয়াংওয়ান করপোরেশনের। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশীয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদের মালিকানাধীন হা-মীম গ্রুপ।

ইয়াংওয়ান ও হা-মীম ছাড়াও রপ্তানিতে সেরা দশ প্রতিষ্ঠানের তালিকায় থাকা বাকি আট শিল্প গ্রুপ হচ্ছে মণ্ডল গ্রুপ, ডিবিএল গ্রুপ, অনন্ত, প্রাণ-আরএফএল গ্রুপ, স্কয়ার গ্রুপ, পলমল গ্রুপ, প্যাসিফিক জিনস গ্রুপ ও মাইক্রো ফাইবার গ্রুপ।

সেরা দশে থাকা নয়টি শিল্প গ্রুপের রপ্তানির ৯০ থেকে ১০০ শতাংশই তৈরি পোশাক। এই তালিকায় ব্যতিক্রম শুধু প্রাণ-আরএফএল গ্রুপ। কৃষি প্রক্রিয়াজাত পণ্য থেকে শুরু করে জুতা, আসবাব, প্লাস্টিক ও হালকা প্রকৌশল পণ্য—প্রায় সবই আছে শিল্প গ্রুপটির রপ্তানির তালিকায়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২০২৪-২৫ অর্থবছরের রপ্তানি পরিসংখ্যান বিশ্লেষণ করে প্রথম আলো বাংলাদেশের রপ্তানি খাতের শীর্ষ ১০ শিল্পগোষ্ঠীর এই তালিকা তৈরি করেছে। এনবিআরের পরিসংখ্যান থেকে স্থানীয় বা প্রচ্ছন্ন রপ্তানি ও নমুনা রপ্তানি বাদ দিয়ে প্রকৃত রপ্তানির হিসাব নেওয়া হয়েছে।

এনবিআরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরে দেশ থেকে মোট ৪৬ দশমিক ৫৭ বিলিয়ন বা ৪ হাজার ৬৫৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে শীর্ষ দশ গ্রুপের সম্মিলিত রপ্তানির পরিমাণ ৫ দশমিক ২৫ বিলিয়ন বা ৫২৫ কোটি মার্কিন ডলার, যা মোট রপ্তানির ১১ শতাংশ।

গত ২০২৪–২৫ অর্থবছরে শীর্ষ ১০ রপ্তানিকারক শিল্পগোষ্ঠী

সম্পর্কিত নিবন্ধ

  • শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো পপুলার লাইফ ইন্স্যুরেন্স
  • পণ্য রপ্তানিতে বিলিয়ন ডলারের কাছে ইয়াংওয়ান, অর্ধবিলিয়ন ছাড়িয়ে হা-মীম, মণ্ডল ও ডিবিএল
  • লরা উলভার্ট: হিমালয়ের চূড়ায় এক নিঃসঙ্গ শেরপা
  • বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক চ্যাম্পিয়নের মৃত্যু
  • শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • যশোরে জিআই পণ্য খেজুর গুড় তৈরির রস সংগ্রহে গাছ প্রস্তুতির উদ্বোধন