গ্রিন টি খেতে ভালো লাগে না? এভাবে রান্না করুন, কয়েক মিনিটে সাবাড় হয়ে যাবে
Published: 11th, June 2025 GMT
সোবা নুডলস
উপকরণ: সোবা নুডলস ২০০ গ্রাম, নরি সিউইডকুচি (একপ্রকার সামুদ্রিক শৈবাল) সামান্য, সয়া সস ৪০ গ্রাম, ফিশ স্টক ৪ গ্রাম, সিরকা ২০ মিলিলিটার, পানি ৪৫০ মিলিলিটার, পেঁয়াজপাতা সামান্য, সাদা তিল সিকি চা-চামচ।
ছবি: সুমন ইউসুফ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শুটিংয়ের মাঝপথে মায়ের মৃত্যু, ‘নীলচক্র’ সিনেমার অজানা কথা জানালেন শুভ
আরিফিন শুভ অভিনীত ‘নীলচক্র’ সিনেমাটি চলছে দেশের প্রেক্ষাগৃহে। ছবিটি নিয়ে আলোচনা যেমন আছে, কিছুটা সমালোচনাও চলছে। প্রেক্ষাগৃহে মুক্তির দ্বিতীয় সপ্তাহ শেষের পথে আরিফিন শুভ জানালেন, ‘নীলচক্র’ ছবিতে কেন তিনি কাজ করেছেন এবং শুটিংয়ের সময়ে কোন কোন ধরনের বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে তাঁকে যেতে হয়েছে।
দেড় যুগ ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন আরিফিন শুভ। বরাবরই ভিন্ন ভিন্ন গল্পে নিজেকে আনার চেষ্টায় থাকেন তিনি। এবারও যেন তার ব্যতিক্রম হয়নি। নিজের ফেসবুক পেজে শুভ লিখেছেন, ‘আসলে সিনেমা তো অনেক ধরনেরই হয়। আমি বরাবরই চেয়েছি ভিন্ন ভিন্ন গল্পে ভিন্ন ভিন্ন চরিত্রের ডাইমেনশন নিয়ে আপনাদের সামনে হাজির হতে। যাতে নির্দিষ্ট কোন গণ্ডিতে বাঁধা পড়ে না যাই, সেই অভিপ্রায় থেকেই “নীলচক্র” সিনেমায় আমার যুক্ত হওয়া। সব ছবি যদি “মিশন এক্সট্রিম”, “ঢাকা অ্যাটাক”, “মুসাফির”, “ছুঁয়ে দিলে মন”–এর মতো হয়, তাহলে আপনারাই বিরক্ত হবেন। “নীলচক্র” আমার আগের করা সিনেমার চেয়ে অনেকটা আলাদা ধাঁচের।’
নীলচক্র