জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কার্যক্রমে সফটওয়্যারের ব্যবহার’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আইকিউএসি এর অফিসে এ কর্মশালার আয়োজন করা হয়।

আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড.

মো. সোহেল রানার সভাপতিত্বে এ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান। 

অন্যদের মাঝে বক্তব্য দেন, জাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহম্মদ আলী রেজা, ডেপুটি রেজিস্ট্রার লুৎফর রহমান আরিফ।  

এ সময় আইকিইউএসি এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নঈম আজিজ আনসারী, অধ্যাপক ড. শামীম আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে জাবি উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন অটোমেশন প্রক্রিয়া বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে। ভর্তি পরীক্ষা কার্যক্রমে সফটওয়্যারের ব্যবহার অটোমেশন প্রক্রিয়া বাস্তবায়নের সূচনা। যেকোন কাজে দক্ষতা অর্জন খুব জরুরি এবং এ ক্ষেত্রে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।”

প্রশিক্ষণ কর্মশালার সফলতা প্রত্যাশা করে তিনি বলেন, “অটোমেশন করা সম্ভব হলে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপকৃত হবে। অটোমোশনে সেবা দিতে সময় কম লাগবে এবং পরিশ্রমও কমে যাবে। এতে প্রশাসন ও শিক্ষার্থী উভয়ই উপকৃত হবে।”

ঢাকা/আহসান/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সীতাকুণ্ডে গভীর রাতে বাজারে যুবককে পিটিয়ে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রাতের আঁধারে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট বাজারে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম বেলাল হোসেন (৩০)। তিনি একই এলাকার আবুল কালামের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, বেলাল হোসেন রাতে ঘুরে ঘুরে ওই বাজার পাহারা দিতেন। ঘুম এলে বাজারের এক কোণে পাকা মেঝেতে ঘুমাতেন। তবে বাজার কমিটি থেকে কোনো বেতন নিতেন না। সকালে রক্তাক্ত অবস্থায় বেলাল হোসেনকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের ধারণা, বেলাল হোসেনকে চুরি,ডাকাতিসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কোনো দুষ্কৃতকারী হত্যা করে থাকতে পারে।

জানতে চাইলে স্থানীয় বাসিন্দা মো. আলমগীর প্রথম আলোকে বলেন, মীরেরহাট বাজার এলাকায় সম্প্রতি চোর-ডাকাতির ঘটনা বেড়েছে। কিন্তু এসব অপরাধমূলক কর্মকাণ্ডের বাধা ছিল বেলাল। এ কারণে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

মীরেরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি জামশেদ আলম বলেন, ‘বেলাল সারা রাত বাজারের মধ্যে হেঁটে চিৎকার করে পাহারা দিতেন। বাজারে যে–ই আসুক, বেলাল সবাইকে চিনত। এ কারণে অপরাধমূলক কর্মকাণ্ডের জড়িত কেউ তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।’

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেলালকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

সম্পর্কিত নিবন্ধ