দেশের একমাত্র চার দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা নয় দিন বন্ধ থাকবে। ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে এই নয় দিন আমদানি-রপ্তানি হবে না। তবে স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভিসাধারীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবে। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ এ সব তথ্য জানিয়েছেন।

স্থলবন্দর সূত্র জানায়, ঈদুল ফিতর উপলক্ষে আগামী শনিবার (২৯ মার্চ) থেকে পরের শনিবার (৫ এপ্রিল) সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়। তবে ঈদের ছুটির আগে ও পরে দুই দিন শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে টানা নয় দিন আমদানি-রপ্তানি হবে না। বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও ভারতের ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আরো পড়ুন:

বাংলাবান্ধা দিয়ে নেপালে গেল ২৩১ মেট্রিক টন আলু

সোনামসজিদ স্থলবন্দরে ছুটি ৯দিন

বাংলাবান্ধা স্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভারত, নেপাল ও ভুটানের ব্যবসায়ীসহ কয়েকটি সংগঠনের যৌথ আলোচনা সভায় আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে একটি চিঠিও বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, কাস্টমস ও বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। আগামী ৬ এপ্রিল আবারো বন্দর সচল হবে।

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভিসাধারীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। 

ঢাকা/নাঈম/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আমদ ন আমদ ন

এছাড়াও পড়ুন:

উল্টো রথে শেষ হলো উৎসব

পটুয়াখালীর কলাপাড়ায় উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।

শনিবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বৃষ্টিকে উপেক্ষা করে পৌর শহরের জগন্নাথ নাট মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে চিংগড়িয়া হয়ে আবার মন্দির প্রাঙ্গণে ফিরে আসে।

এতে শিশু থেকে শুরু করে নানা বয়সী ভক্তবৃন্দ অংশ নেন। এ সময় ঢাকের বাদ্য, কাঁসর ঘণ্টা, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এছাড়া পটুয়াখালী পৌর শহরের জুবলী বিদ্যালয় সংলগ্ন ইসকন মন্দিরসহ সব উপজেলার মন্দির থেকে উল্টো রথযাত্রা বের করা হয়।

আরো পড়ুন:

‘অবুঝ মন’ থেকে ‘উৎসব’ 

মায়া-মমতাহীন জীবনেও ঈদ আনন্দ পেল শিশুরা

এদিকে এ উৎসবকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রত্যেকটি রথযাত্রায় থানা পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই তিথিতে জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে নিজ আশ্রমে ফেরেন, আর সেই উপলক্ষেই অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। প্রতি বছর হাজারো ভক্ত এ উৎসবে অংশ নেন।

চিংগড়িয়া এলাকার সম্রাট কর্মকার বলেন, “প্রতি বছর এ উৎসবকে ঘিরে এলাকা জুড়ে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের ঐতিহ্য।”

আখড়াবাড়ি এলাকার সুমন চন্দ্র হাওলাদার বলেন, “বৃষ্টির মধ্যেও রথ টানতে পারাটা সত্যিই পরম সৌভাগ্যের বিষয়। রথের রশি ধরার সঙ্গে সঙ্গে মনে এক ধরনের শান্তি আর আনন্দ কাজ করছে। পৃথিবীর সব প্রাণী মঙ্গল হোক জগন্নাথ দেবের কাছে, এটাই আমাদের চাওয়া।”

শ্রী শ্রী জগন্নাথ নাট মন্দিরের সভাপতি টিঙ্কু মুখার্জী বলেন, “বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তদের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে আমাদের রথযাত্রা উৎসব সম্পন্ন হয়েছে। আমরা বিশ্ব শান্তি এবং সব জীবের শান্তি কামনা করেছি।”

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম বলেন, “রথযাত্রা উপলক্ষে শহরে পর্যাপ্ত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন হবে।”

ঢাকা/ইমরান/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • উল্টো রথে শেষ হলো উৎসব
  • ছেলেদের পড়াশোনা করাতে কী কষ্টটাই না করেছেন এই মা, পেয়েছেন সরকারের শ্রেষ্ঠ সফল জননীর সম্মাননা
  • গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
  • বেনাপোল বন্দরে সার্বিয়ার ভিসাযুক্ত বাংলাদেশের ২০টি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক
  • টেকনাফ বন্দরের কার্যক্রম ২ মাস ধরে বন্ধ, বাড়ছে চোরাচালান
  • জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
  • পবিত্র আশুরা উপলক্ষে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ডিএমপি
  • হিলি বন্দর দিয়ে প্রথমবারের মতো ভারতে জুস রপ্তানি