দেশের একমাত্র চার দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা নয় দিন বন্ধ থাকবে। ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে এই নয় দিন আমদানি-রপ্তানি হবে না। তবে স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভিসাধারীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবে। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ এ সব তথ্য জানিয়েছেন।

স্থলবন্দর সূত্র জানায়, ঈদুল ফিতর উপলক্ষে আগামী শনিবার (২৯ মার্চ) থেকে পরের শনিবার (৫ এপ্রিল) সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়। তবে ঈদের ছুটির আগে ও পরে দুই দিন শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে টানা নয় দিন আমদানি-রপ্তানি হবে না। বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও ভারতের ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আরো পড়ুন:

বাংলাবান্ধা দিয়ে নেপালে গেল ২৩১ মেট্রিক টন আলু

সোনামসজিদ স্থলবন্দরে ছুটি ৯দিন

বাংলাবান্ধা স্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভারত, নেপাল ও ভুটানের ব্যবসায়ীসহ কয়েকটি সংগঠনের যৌথ আলোচনা সভায় আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে একটি চিঠিও বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, কাস্টমস ও বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। আগামী ৬ এপ্রিল আবারো বন্দর সচল হবে।

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভিসাধারীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। 

ঢাকা/নাঈম/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আমদ ন আমদ ন

এছাড়াও পড়ুন:

মমিন উল্লাহ ডেভিড’র ২১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মমিন উল্লাহ ডেভিড’র ২১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ২৪ নভেম্বর সোমবার কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সোমবার বাদ আছর নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আবু জাফর আহমেদ বাবুল’র মিশনপাড়া কার্যালয়ে আয়োজিত হয় এই দোয়া।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আবু জাফর আহমেদ বাবুল, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম,  নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল কাউসার আশা, ফতেহ মো. রেজা রিপন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোস্তাক আহমেদ।

মোমিনউল্লাহ ডেভিডের স্মৃতিচারণ করে আবু জাফর আহমেদ বাবুল বলেন, মোমিনউল্লাহ ডেভিড আমার মহল্লার ছেলে, ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিল নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমিতে, ভালো ক্রিকেট খেলতো, ভালো ব্যাট করতো।

ফলো করতো অস্ট্রেলিয়ান জনপ্রিয় ক্রিকেটার ডেভিড বুনকে। ডেভিড বুনের ব্যাটিং স্টাইল রপ্ত করেছিল ভালোভাবেই। ক্রিকেট একাডেমির কোচ তাকে ডেভিড বলেই ডাকতেন। সেই থেকে তার নাম হয় মোমিনউল্লাহ ডেভিড। তবে মৃত্যুর ২১ বছর পরেও আমাদের স্মৃতিতে সে আজও জীবন্ত । আমি তার রূহের মাগফেরাত কামনা করছি।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন, সলিমুল্লাহ রোড জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জামির হোসেন। আরো উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, সাংগঠনিক সম্পাদক নাসির উল্লাহ টিপু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য মাহবুব উল্লাহ তপন,  বিএনপি নেতা আওলাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন, রায়হান হক, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকতুল্লাহ, যুগ্ম সাধারন সম্পাদক শাহাবুদ্দিন, ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরা সরদার, হকার্স দলের সহ-সভাপতি ইমন, সাধারণ সম্পাদক মো. মুসা, নারায়ণগঞ্জ জেলা তারেক জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সনি, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • মমিন উল্লাহ ডেভিড’র ২১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
  • প্রথম আলো গণমানুষের কণ্ঠস্বর
  • দুই মাস পর ভুটানের প্রথম চালানের পণ্য খালাস শুরু
  • ‘প্রথম আলো সব সময় নিপীড়িত মানুষের পাশে রয়েছে’
  • নারায়ণগঞ্জে ব্র্যাকের ডেঙ্গু প্রতিরোধ ক্যাম্পেইন উপলক্ষে সভা 
  • সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আনা উপলক্ষে ব্যাপক নিরাপত্তা
  • হাবিপ্রবিতে বহুল প্রতীক্ষিত দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত
  • নানা আয়োজনে ইবির ৪৭তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত