লা লিগার শিরোপা জয়ের স্বপ্ন এখনও বাঁচিয়ে রাখলো রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে যোগ করা সময়ে ফেদেরিকো ভালভার্দের দুর্দান্ত হাফ-ভলির গোলে ১-০ ব্যবধানে জয় পায় লস ব্লাঙ্কোসরা। 

ম্যাচের ইনজুরি টাইম ৯৩ মিনিটে বাম পায়ে নেয়া দারুণ এক শটে বল জালে পাঠান ভালভার্দে। দ্বিতীয়ার্ধজুড়ে একের পর এক আক্রমণ করে বিলবাও রক্ষণের ভিত নড়িয়ে দিয়েছিল রিয়াল। কিন্তু গোলমুখে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে একের পর এক সেভে দলকে বাঁচিয়ে যাচ্ছিলেন গোলরক্ষক উনাই সিমন। 

ক্যামাভিঙ্গার শট থেকে শুরু করে জুদ বেলিংহামের হেড সবই আটকে দেন সিমন। এমনকি শেষ দিকে ভিনিসিয়াস জুনিয়রের এক নিখুঁত শট গোলপোস্টে পাঠালেও ভিএআরের সিদ্ধান্তে অফসাইডের জন্য বাতিল হয় গোলটি।  

এক সময় মনে হচ্ছিল, পয়েন্ট খুইয়ে শিরোপা দৌড়ে বড় ধাক্কা খাবে রিয়াল। তবে ম্যাচের যোগ করা সময়ে এসে হাল ছাড়েননি ভালভার্দে। বল জালে পাঠিয়ে এনে দেন স্বস্তির জয়, চাপ কমান কোচ কার্লো আনচেলত্তির।  

এই গোলটি ভালভার্দের মৌসুমে ষষ্ঠ লিগ গোল হলেও, ডিসেম্বরে সেভিয়ার বিপক্ষে গোল করার পর এটিই তার প্রথম স্কোরিং। জয় পাওয়ায় এখন বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান ৪, আরও ছয়টি ম্যাচ বাকি রয়েছে মৌসুমে।  

চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়ে ছিটকে যাওয়ার পর ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল রিয়াল। এই জয় নতুন করে উজ্জীবিত করেছে দলকে।  

এদিকে, লাল কার্ডের কারণে নিষিদ্ধ হওয়া কিলিয়ান এমবাপ্পে এই ম্যাচে মাঠে নামেননি। তবে তিনি খেলতে পারবেন আসন্ন কোপা দেল রে'র ফাইনালে, যেখানে রিয়ালের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। শনিবার সেই মহারণেই নির্ধারিত হতে পারে মৌসুমের ভাগ্য। তার আগে বিলবাওয়ের বিপক্ষে এই দারুণ জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে আনচেলত্তির শিষ্যদের।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ

১-০ গোলে জয় পেল বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ে মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে ঢাকা স্টেডিয়ামে শেখ মোরছালিনের একমাত্র গোলে বাংলাদেশ দারুণ জয় পায় ভারতের বিপক্ষে।

এই জয়ে দীর্ঘ ২২ বছরের জয় খরা কাটাল বাংলাদেশ। ২০০৩ সালের ১৮ জানুয়ারি সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ২-১ গোলে জয় পায় বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় থাকার পর অতিরিক্ত সময়ে ৯৮ মিনিটে গোল করেন মতিউর রহমান মুন্না। তার সেই গোল্ডেন গোলেই বাংলাদেশ চলে যায় স্বপ্নের ফাইনালে।

আরো পড়ুন:

দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর

ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

২২ বছর পর আবার সেই একই মাঠে বাংলাদেশ বিজয়ের পতাকা উড়াল ভারতের বিপক্ষে। নিয়ম রক্ষার ম‌্যাচে ভারতকে দারুণ ফুটবল উপহার দিয়ে জিতল বাংলাদেশ। নেপালের বিপক্ষে চোটের কারণে একাদশে ছিলেন না শেখ মোরসালিন। আজ শুরুর একাদশে মাঠে নেমেই গোল করেন তরুণ তুর্কি।

ম্যাচের ১১ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে গোল করেন তিনি। বাঁ পাশ থেকে রাকিব উদ্দিনের বাড়ানো পাস ভারতের গোলকিপারের সামনে থেকে টোকা দিয়ে জালে পাঠান মোরছালিন।

মাঝের ২২ বছরে ভারত ও বাংলাদেশ ১০টি ম‌্যাচ খেলেছে। যার ছয়টি ড্র, চারটিতে ভারতের জয় ছিল। মোরছালিনের একমাত্র গোল বাংলাদেশকে শুধু জয়-ই নয়, এশিয়ান কাপ বাছাইয়ে পূর্ণ ৩ পয়েন্ট এনে দিল। 

ঢাকা/ইয়াসিন/এসবি

সম্পর্কিত নিবন্ধ