বিলবাওকে হারিয়ে শিরোপা লড়াইয়ে টিকে রইলো রিয়াল
Published: 21st, April 2025 GMT
লা লিগার শিরোপা জয়ের স্বপ্ন এখনও বাঁচিয়ে রাখলো রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে যোগ করা সময়ে ফেদেরিকো ভালভার্দের দুর্দান্ত হাফ-ভলির গোলে ১-০ ব্যবধানে জয় পায় লস ব্লাঙ্কোসরা।
ম্যাচের ইনজুরি টাইম ৯৩ মিনিটে বাম পায়ে নেয়া দারুণ এক শটে বল জালে পাঠান ভালভার্দে। দ্বিতীয়ার্ধজুড়ে একের পর এক আক্রমণ করে বিলবাও রক্ষণের ভিত নড়িয়ে দিয়েছিল রিয়াল। কিন্তু গোলমুখে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে একের পর এক সেভে দলকে বাঁচিয়ে যাচ্ছিলেন গোলরক্ষক উনাই সিমন।
ক্যামাভিঙ্গার শট থেকে শুরু করে জুদ বেলিংহামের হেড সবই আটকে দেন সিমন। এমনকি শেষ দিকে ভিনিসিয়াস জুনিয়রের এক নিখুঁত শট গোলপোস্টে পাঠালেও ভিএআরের সিদ্ধান্তে অফসাইডের জন্য বাতিল হয় গোলটি।
এক সময় মনে হচ্ছিল, পয়েন্ট খুইয়ে শিরোপা দৌড়ে বড় ধাক্কা খাবে রিয়াল। তবে ম্যাচের যোগ করা সময়ে এসে হাল ছাড়েননি ভালভার্দে। বল জালে পাঠিয়ে এনে দেন স্বস্তির জয়, চাপ কমান কোচ কার্লো আনচেলত্তির।
এই গোলটি ভালভার্দের মৌসুমে ষষ্ঠ লিগ গোল হলেও, ডিসেম্বরে সেভিয়ার বিপক্ষে গোল করার পর এটিই তার প্রথম স্কোরিং। জয় পাওয়ায় এখন বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান ৪, আরও ছয়টি ম্যাচ বাকি রয়েছে মৌসুমে।
চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়ে ছিটকে যাওয়ার পর ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল রিয়াল। এই জয় নতুন করে উজ্জীবিত করেছে দলকে।
এদিকে, লাল কার্ডের কারণে নিষিদ্ধ হওয়া কিলিয়ান এমবাপ্পে এই ম্যাচে মাঠে নামেননি। তবে তিনি খেলতে পারবেন আসন্ন কোপা দেল রে'র ফাইনালে, যেখানে রিয়ালের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। শনিবার সেই মহারণেই নির্ধারিত হতে পারে মৌসুমের ভাগ্য। তার আগে বিলবাওয়ের বিপক্ষে এই দারুণ জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে আনচেলত্তির শিষ্যদের।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ইথিওপিয়া থেকে দিল্লিতে উড়ে যাচ্ছে আগ্নেয়গিরির ছাই
ইথিওপিয়া থেকে আগ্নেয়গিরির ছাই ওমান ও ইয়েমেন হয়ে লোহিত সাগর পেরিয়ে ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছেছে। মঙ্গলবার ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) এ তথ্য জানিয়েছে।
ইথিওপিয়ার হাইলি গুব্বি আগ্নেয়গিরিটি কয়েক হাজার বছর ধরে সুপ্ত ছিল। রবিবার সকালে এটি অগ্নুৎপাত শুরু করে। এর ফলে বায়ুমণ্ডলে হাজার হাজার ফুট উপরে ছাইয়ের স্তম্ভ ছড়িয়ে পড়ে।
ছাইয়ের কারণে ভারতে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল, বিলম্বিত বা রুট পরিবর্তন করা হয়েছে। দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা বিমান সংস্থাগুলোকে প্রভাবিত এলাকাগুলো ‘কঠোরভাবে এড়িয়ে চলতে’ বলেছে।
বিশেষজ্ঞরা বলছেন, ছাই দূষণের মাত্রা স্পষ্ট নয়। তবে এটি দিল্লির বায়ুর গুণমানকে প্রভাবিত করার সম্ভাবনা কম।
আগ্নেয়গিরির ছাই হল অগ্ন্যুৎপাতের সময় বায়ুমণ্ডলে নির্গত ক্ষুদ্র, ঘর্ষণকারী কণার মেঘ। এটি বিমানের ইঞ্জিনগুলোকে ক্ষতি করতে পারে এবং দৃশ্যমানতা হ্রাস করতে পারে, যা বিমান পরিচালনাকে বিপজ্জনক করে তোলে।
আইএমডির মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বিবিসিকে বলেন, “সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ দশমিক ৫ কিলোমিটার থেকে ১৫ কিলোমিটার উচ্চতায় প্রভাব পড়েছে। এটি সাময়িকভাবে স্যাটেলাইটের কার্যকারিতা এবং বিমান চলাচলের উপর প্রভাব ফেলবে। তবে আবহাওয়া বা বাতাসের গুণমানে এর প্রভাব পড়ার সম্ভাবনা কম। এটি গত রাতে উত্তর ভারতে পৌঁছেছে এবং মনে হচ্ছে চীনের দিকে এগিয়ে যাচ্ছে।
বেসরকারি সংস্থা স্কাইমেট ওয়েদারের মতে, ছাই ছড়িয়ে যেতে কতক্ষণ সময় লাগবে তা ভবিষ্যদ্বাণী করা কঠিন।
ঢাকা/শাহেদ