মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি করা একটি ছবি পোস্ট করেছেন। ওই ছবিতে ট্রাম্প নিজেকে পোপ হিসেবে চিত্রিত করেছেন তিনি।

গত সপ্তাহে ক্যাথলিক চার্চের গুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। চলতি সপ্তাহে ১১৪০ কোটিন জনসংখ্যার ক্যাথলিক চার্চের নতুন নেতা নির্বাচনের জন্য কার্ডিনালদের সমাবেশের আগে ট্রাম্প এ ছবি পোস্ট করলেন।

শুক্রবার গভীর রাতে তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ছবিটি পোস্ট করে ট্রাম্প রসিকতা করে বলেছেন, ‘তিনি পোপ হতে চান।’

ছবিতে দেখা যাচ্ছে, হাসিমুখহীন ট্রাম্প একটি অলংকৃত চেয়ারে বসে আছেন, সাদা পোপের পোশাক এবং মাথায় পাগড়ি পরে আছেন এবং তিনি ডান হাতের তর্জনী উঁচু করে রেখেছেন।

এই অসম্মানজনক পোস্টটি এক্স-এ তাৎক্ষণিকভাবে ক্ষোভের সৃষ্টি করেছে। ক্ষোভ প্রকাশকারীদের মধ্যে রিপাবলিকানরাও রয়েছেন।

তারা ট্রাম্পের এই কাণ্ডকে ‘ক্যাথলিকদের প্রতি স্পষ্ট অপমান এবং তাদের বিশ্বাসের প্রতি উপহাস’ বলে অভিহিত করেছেন।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প স ট কর

এছাড়াও পড়ুন:

১৫ মের মধ্যে শেষ হবে ঐকমত্য কমিশন-রাজনৈতিক দলের প্রাথমিক আলোচনা: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আগামী ১৫ মের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ করা হবে। অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনগুলোর গুরুত্বপূর্ণ সুপারিশের বিষয়ে ঐকমত্যে পৌঁছতে সহযোগীদের সঙ্গে আলোচনা করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার জাতীয় সংসদ ভবনের এলডি হলে ১২-দলীয় জোটের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে আলী রীয়াজ এ কথা বলেন। ১২-দলীয় ১১ নেতা এই বৈঠকে অংশ নিচ্ছেন।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আলী রীয়াজ বলেন, ‘জাতীয় ঐকমত্য তৈরির দায়িত্ব শুধু জাতীয় ঐকমত্য কমিশনের একার নয়। আপনারা যাঁরা সংগ্রামে আছেন, আপনারা যাঁরা আজ আমাদের সঙ্গে কথা বলছেন, আপনারা আপনাদের সহযোগীদের সঙ্গে কথা বলুন, অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে কথা বলুন; কী করে আমরা এক জায়গায় আসতে পারি।’

ঐকমত্যে আসার জন্য রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান জানান আলী রীয়াজ। তিনি বলেন, ‘আমাদের সবাইকে এক জায়গায় আসতে হবে। আমরা সব বিষয়ে একমত হতে পারব না, কিন্তু রাষ্ট্র গঠনের মৌলিক জায়গায় আমাদের একমত হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

আলী রীয়াজ বলেন, ‘শুধুমাত্র এই টেবিলে বসে, এখানে আলোচনা করে আমরা জাতীয় ঐকমত্যের চূড়ান্ত জায়গায় পৌঁছতে পারব, এটা আমরা মনে করি না।’

চলমান আলোচনার সময়সীমার কথা জানিয়ে আলী রীয়াজ বলেন, ১৫ মের মধ্যে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ করে ঐকমত্যের বিষয়ে রাজনৈতিক দল ও জোটের সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু পরিকল্পনা রয়েছে। যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হবে, সেগুলোর ভিত্তিতে জাতীয় সনদ তৈরি হবে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দারের সঞ্চালনায় বৈঠক উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার ও মোহাম্মদ মোহাম্মদ আইয়ুব মিয়া। ১২-দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জোটের মুখপাত্র ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম প্রমুখ বৈঠকে অংশ নিচ্ছেন।

সম্পর্কিত নিবন্ধ