Risingbd:
2025-05-10@15:30:24 GMT

নীলিমায় মিশে মিমের মুগ্ধতা

Published: 10th, May 2025 GMT

নীলিমায় মিশে মিমের মুগ্ধতা

ঢাকাই সিনেমার উজ্জ্বল নক্ষত্র বিদ্যা সিনহা মিম। রুপালি পর্দা, ফ্যাশনের মঞ্চে কিংবা সামাজিক মাধ্যমে তিনি যেন এক সজীব কবিতা— যেখানে প্রতিটি ছবি, প্রতিটি রূপভঙ্গি হয়ে ওঠে মুগ্ধতার নতুন ভাষ্য।

সদা ব্যস্ততার মধ্যেও সময় পেলে মিম ছুটে যান প্রকৃতির কোলে। এবার গন্তব্য ছিল স্বপ্নের দ্বীপ মালদ্বীপ। কাজের দায় থাকলেও এই সফর যেন পরিণত হয় এক নীলিমায় মিশে যাওয়া মুহূর্তের মেলায়। সমুদ্রের নীল জলরাশি আর আকাশের অপার বিস্তারে হারিয়ে গেলেন মিম, আবার ফিরে এলেন ভক্তদের হৃদয়ে ছবি হয়ে, স্বপ্ন হয়ে।

মালদ্বীপের সাগরতীরে তোলা তার সদ্য প্রকাশিত ছবিগুলো যেন এক জলছবি। নীলের মধ্যে নীল হয়ে থাকা মিমের পরনে সাদা ফুলের নকশা আঁকা নীল টপস, যেন সমুদ্রের ঢেউ আর আকাশের মেঘের সঙ্গে হাত মিলিয়ে গড়ে তুলেছে এক অপার্থিব দৃশ্য।

 

খোলা চুলের এলোমেলো উড়ান, নিখাঁদ ন্যাচারাল মেকআপের কোমল আভা আর মুখভরানো প্রাণহাসি— সব মিলিয়ে মিম যেন হয়ে উঠেছেন প্রকৃতির নিজেরই এক ভাষ্য। সেই হাসির ঝিলিক যেন সাগরের নীল জলে ছড়িয়ে পড়েছে, বাতাসের গানে ধ্বনিত হয়েছে।

এই ছবিগুলো শুধু ভক্তদের চোখকে শান্তি দেয়নি, বরং ডেকেছে নতুন করে ভ্রমণের নেশায়। প্রকৃতির কাছে ফিরে যাওয়ার, সৌন্দর্যের মধ্যে হারিয়ে যাওয়ার। বিদ্যা সিনহা মিম আবারও প্রমাণ করলেন—তিনি কেবল পর্দার অভিনেত্রী নন, বরং একজন স্টাইল আইকন, একজন প্রকৃতিপ্রেমী কবি, যার প্রতিটি রূপ প্রকৃতির রঙে রাঙানো।

ভক্তদের মনভরে উঠেছে মুগ্ধতায়, প্রশংসায়, ভালোবাসায়—কারণ মিম যেন আবারও শিখিয়েছেন, সৌন্দর্য যখন সরলতায় মেলে ধরে, তখনই তা সবচেয়ে বেশি হৃদয় ছোঁয়।

ঢাকা/রাহাত//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়ার দেশে ফেরা এবং ‘নিয়তির সন্তান’ তারেক রহমান

চিকিৎসার জন্য চার মাস বিদেশে থাকার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত মঙ্গলবার দেশে ফিরেছেন। তাঁকে অভ্যর্থনা জানাতে বিপুলসংখ্যক নেতা-কর্মী বিমানবন্দর সড়কে ভিড় করেছিলেন। তাঁরা ‘খালেদা জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দেন। অনেকের হাতে ফুল, রঙিন ব্যানার ও প্ল্যাকার্ড ছিল।

গত জানুয়ারি মাসে যখন খালেদা জিয়া লন্ডন যান, তখন নেতা-কর্মীদের মধ্যে উৎকণ্ঠা ছিল, কবে তাঁর চিকিৎসা শেষ হবে? কবে দেশে ফিরবেন? চিকিৎসক ও দলের নেতা-কর্মীরা জানালেন, তিনি আগের চেয়ে অনেকটাই সুস্থ। গাড়ি থেকে নেমে নিজেই হেঁটে বাসায় গেছেন।

খালেদা জিয়ার সুস্থতা নিশ্চয়ই নেতা-কর্মীদের উজ্জীবিত করবে। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডিত হওয়ার পর খালেদা জিয়া সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকলেও দলের নেতা-কর্মীরা তাঁর ওপরই বেশি ভরসা রাখেন। দলের ঐক্যের প্রতীক মনে করেন।

আরও পড়ুনখালেদা জিয়ার নিজের মতো করেই প্রত্যাবর্তন০৭ মে ২০২৫

আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে ২০২০ সালে খালেদা জিয়ার দণ্ড স্থগিত করলেও বিদেশে গিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দেয়নি। কার্যত তিনি অন্তরিন ছিলেন। বিএনপির পক্ষ থেকে তাঁর জামিনের আবেদন করা হলেও প্রত্যাখ্যাত হয়। অথচ একই ধরনের মামলায় দণ্ডিত এইচ এম এরশাদ, মোফাজ্জল হোসেন চৌধুরী ও নাজমুল হুদা জামিন পেয়েছেন। কারাবন্দী অবস্থায় হাজি সেলিমকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়েছে।

কিন্তু খালেদা জিয়াকে সেই সুযোগ দেওয়া হয়নি। এটাই হলো একজন সাবেক প্রধানমন্ত্রী ও প্রবীণ নারীর প্রতি আওয়ামী লীগ সরকারের ‘মহানুভবতার’ নমুনা।
বিএনপির নেতা-কর্মীরা ১৭ বছর ধরে রাজপথে আছেন। কিন্তু মঙ্গলবার তাঁদের রাজপথে থাকার ঘটনাটি ছিল ভিন্ন আবহের। তাঁরা দূর থেকে নেত্রীকে একবার দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। খালেদা জিয়াও হাত নেড়ে তাঁদের শুভেচ্ছার জবাব দিয়েছেন।

দলের নেতারা তাঁকে রাজনীতিতে আবার সক্রিয় দেখতে চান। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্র উত্তরণের পথ সহজ করবে।’ স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ‘তিনি তো রাজনীতিতে সক্রিয় আছেনই। আমরা সব সময় তাঁর কাছ থেকে নির্দেশনা নিতাম।’ খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন কি না, জানতে চাওয়া হলে এই নেতা কৌশলী উত্তর দেন, ‘নির্বাচন এলে দেখা যাবে। আগে নির্বাচনের ঘোষণা আসুক।’

তারেক রহমানের রাজনীতিতে আসার পটভূমি ব্যাখ্যা করে তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকার যখন বিএনপিকে ভাঙার চেষ্টা করেছিল, তখন তিনিই দলকে ঐক্যবদ্ধ করেছেন। নিয়তির সন্তান তাঁকেই বলা হয়, যিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে লক্ষ্যে পৌঁছে যান। একজন রাজনৈতিক বিশ্লেষকের বরাত দিয়ে দ্য উইক বলেছে, ‘তারেক বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন। কারণ, তাঁর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।’

একজন রাজনীতিকের সত্যিকারের জনপ্রিয়তা পরিমাপ করা হয় ক্ষমতার বাইরে থাকতে। ক্ষমতায় থাকতে রাষ্ট্রীয় প্রচারমাধ্যম ও দলীয় কর্মীরা নেতা-নেত্রীর বন্দনায় মগ্ন থাকেন। আবার তাঁরাও কর্মী-সমর্থকদের কাছ থেকে ‘বাধ্যতামূলক’ সমীহ আদায় করতে নানা কৌশলের আশ্রয় নেন। কিন্তু ক্ষমতা থেকে চলে গেলে সেই জনপ্রিয়তা বুদ্‌বুদের মতো উবে যায়।

খালেদা জিয়ার ক্ষেত্রে সেটি হয়নি। তিনি ১৭ বছর ক্ষমতার বাইরে এবং ৬ বছর প্রায় বন্দিজীবন যাপন করার পরও জনপ্রিয়তা ধরে রেখেছেন। এমন বহু মানুষ পাওয়া যাবে, যাঁরা বিএনপির রাজনীতি করেন না, বিএনপির নীতি-আদর্শেরও সমর্থক নন, তাঁরাও রাজনীতিক হিসেবে খালেদা জিয়াকে পছন্দ করেন। এটি তিনি অর্জন করেছেন ব্যক্তিগত সৌজন্যবোধ ও মৃদুভাষিতা দিয়ে। আমাদের অতিকথনের রাজনীতিতে কম কথা বলাও বড় গুণ।

খালেদা জিয়া বিএনপির হাল ধরেন আশির দশকের গোড়ার দিকে, যখন দলের বাঘা বাঘা নেতা সেনাশাসক এরশাদের সঙ্গে হাত মিলিয়েছিলেন। তিনি ব্যক্তিগত ক্যারিশমা ও তরুণ কর্মীদের সহযোগিতায় দল পুনর্গঠিত করেন। তিনি এরশাদের অধীন কোনো নির্বাচনে অংশ না নিয়ে আপসহীন খ্যাতি লাভ করেন। ১৯৯১ সালের নির্বাচনে অনেক রাজনৈতিক পণ্ডিতের ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে বিএনপি যে জয়ী হয়, তার পেছনেও মূল চালিকা শক্তি ছিলেন খালেদা জিয়া। অনেক নেতা বা নেত্রী দলের জন্য বোঝা হয়ে দাঁড়ান। আর অনেক নেতা-নেত্রী নিজের ভাবমূর্তি দিয়ে দলকে এগিয়ে নেন। খালেদা জিয়া দ্বিতীয় সারিতে পড়েন।

আরও পড়ুনখালেদা জিয়ার ভাষণ যে পার্থক্য দেখাল০৬ মার্চ ২০২৫

বিএনপির অনেক নেতা-কর্মীদের প্রত্যাশা ছিল, খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একসঙ্গে দেশে ফিরবেন। কিন্তু তারেক রহমান তাঁর সঙ্গে এলেন না। এসেছেন তাঁর স্ত্রী জুবাইদা রহমান। এর পেছনে কি বিএনপির কোনো রাজনৈতিক কৌশল কাজ করেছে, না বাধ্যবাধকতার কোনো বিষয় আছে?

বিএনপির একাধিক নেতা ব্যক্তিগত আলাপে বলেছেন, তারেক রহমান যেকোনো সময় দেশে আসতে পারেন। তারেক রহমান দেশে না এলেও ২০১৮ সাল থেকে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলকে সংগঠিত করছেন। নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন। নির্দেশনা দিচ্ছেন। তারপরও দলের দুই শীর্ষ নেতার শারীরিক অনুপস্থিতি নেতা-কর্মীদের অনেকটা লাগামহীন করেছে। বিভিন্ন স্থানে নেতা-কর্মীরা হানাহানিতে লিপ্ত হচ্ছেন।

এ বিষয়ে বিএনপির নেতাদের জিজ্ঞাসা করলে তাঁরা মুখস্থ জবাব দেন, ‘বিএনপি বড় দল, এর লাখ লাখ কর্মী। বিএনপির নেতৃত্ব একে প্রশ্রয় দিচ্ছে না। কেউ হানাহানিতে লিপ্ত হলে কিংবা চাঁদাবাজি-দখলবাজি করলে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ নেতারাও আরও দৃঢ়তার সঙ্গে এসব কথা বলতেন। তাঁরা দলের ও সরকারের সর্বনাশ করেছেন।

আরও পড়ুনখালেদা জিয়ার জন্য আওয়ামী লীগের কেন এই দরদ!১১ মার্চ ২০২৩

খালেদা জিয়া দেশে আসার পর বিএনপির নেতা-কর্মীরা আশাবাদী হয়েছেন। একই সঙ্গে তাঁদের প্রশ্ন, তারেক রহমান কবে আসবেন? তিনিই তো দল চালাচ্ছেন। তারেক রহমানের দেশে আসার পথে বাধা কী। তাঁকে নিয়ে বিদেশি পত্র-পত্রিকায়ও লেখালেখি হচ্ছে। ব্রিটিশ সাপ্তাহিকী দ্য উইক তারেক রহমানকে নিয়ে প্রচ্ছদ করেছে। শিরোনাম ‘ডেসটিনি’স চাইল্ড’ বা নিয়তির সন্তান। লেখাটি লিখেছেন পত্রিকার নয়াদিল্লি ব্যুরোপ্রধান নম্রতা বিজি আহুজা।

তারেক রহমানের রাজনীতিতে আসার পটভূমি ব্যাখ্যা করে তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকার যখন বিএনপিকে ভাঙার চেষ্টা করেছিল, তখন তিনিই দলকে ঐক্যবদ্ধ করেছেন। নিয়তির সন্তান তাঁকেই বলা হয়, যিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে লক্ষ্যে পৌঁছে যান। একজন রাজনৈতিক বিশ্লেষকের বরাত দিয়ে দ্য উইক বলেছে, ‘তারেক বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন। কারণ, তাঁর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।’

এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বা তারেক রহমানের শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এটা যেমন বিএনপির জন্য সৌভাগ্যের, তেমনি ঝুঁকিও তৈরি করতে পারে। বাংলাদেশের ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, প্রতিদ্বন্দ্বিতাহীন রাজনীতি কোনো দলের জন্য সুখকর হয় না।

অতীতে বিএনপি বা আওয়ামী লীগ একাধিকবার নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী ছিল, যা দল ও দেশকে স্বেচ্ছাচারিতার দিকে নিয়ে গেছে। এখন ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ তারেক রহমান নতুন রাজনৈতিক দিগন্তের স্থপতি হবেন, না পূর্বসূরিদের ভুলের পুনরাবৃত্তি করবেন—এ প্রশ্ন রেখেছেন ওই বিশ্লেষক।

সোহরাব হাসান প্রথম আলোর যুগ্মসম্পাদক ও কবি

(মতামত লেখকের নিজস্ব)

সম্পর্কিত নিবন্ধ

  • ‘যাদের অনুপ্রেরণায় এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া, আব্বাসী ভাই তাদের একজন'
  • মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত মুস্তাফা জামান আব্বাসী
  • মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন
  • গর্ভবতী মায়ের শারীরিক যত্নে বিশেষজ্ঞের পরামর্শ
  • রাতে আবার ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা
  • লোহাগাড়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, যাত্রীর মৃত্যু
  • মোনাজাতউদ্দিন মাটির গন্ধে খুঁজতেন জীবনের খবর
  • প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাহিদুল হত্যায় আরও একজন গ্রেপ্তার
  • খালেদা জিয়ার দেশে ফেরা এবং ‘নিয়তির সন্তান’ তারেক রহমান