দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন বলিউড সুপারস্টার আমির খান। তার পরবর্তী ছবি ‘সিতারে জামিন পার’। ২০০৭ সালের ব্লকবাস্টার ‘তারে জামিন পার’-এর সিকুয়েল এটি। গেল ৫ মে দুপুরে পোস্টার প্রকাশ করে জানানো হয়, ২০ জুন ভারতজুড়ে মুক্তি পাবে ‘সিতারে জামিন পার’। তার আগে ৮ মে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির প্রথম ঝলক। সে সিদ্ধান্ত থেকে সরে গেলেন আমির।
ভারত-পাকস্তান পরিস্থিতির কথা মাথায় রেখে ঝলক মুক্তি পিছিয়ে দিয়েছেন আমির।
অভিনেতার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সীমান্তে যা ঘটছে এবং দেশজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা দেখে আমির এই ছবির ঝলক মুক্তি পিছিয়ে দিয়েছেন।’
এই সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে আরুশ দত্ত, গোপী কৃষ্ণ বর্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ ভানসালী, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরন মঙ্গেশকর-এর মতো নবাগতদের।
ছবিতে আমির খানের সঙ্গে প্রথমবার জুটিতে দেখা যাবে অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ-কে। পোস্টার দেখেই বোঝা গেছে, এই ছবির মাধ্যমে দর্শকদের জন্য একটি বিশেষ কিছু আনতে চলেছেন আমির।
এদিকে কেবল আমিরের সিনেমাই নয়, রাজকুমার রাও ও ওয়ামিকা গাব্বির নতুন সিনেমা ‘ভুল চুক মাফ’ নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। ছবিটি বড় পর্দায় মুক্তির কথা থাকলেও এখন এটি সরাসরি মুক্তি পাবে ওটিটিতে। সূত্র: হিন্দুস্থান টাইমস।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
প্যারামাউন্ট ইনস্যুরেন্সে সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ
সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্যারামাউন্ট ইনস্যুরেন্স পিএলসি। আবেদন করতে প্রয়োজন হবে ১৫ বছরের অভিজ্ঞতা। আবেদনের শেষ সময় ৭ ডিসেম্বর ২০২৫।
চাকরির বিবরণপদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট
বিভাগ: মার্কেটিং
পদ সংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ন্যূনতম ১৫ বছর
কর্মস্থল: ঢাকা।
আরও পড়ুনবিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, পদ ১৫৯৬১৯ নভেম্বর ২০২৫পেশাগত দায়িত্বকোম্পানির সামগ্রিক বিপণন ও বিজ্ঞাপন কৌশল তৈরি এবং বাস্তবায়ন করা।
কোম্পানির বিপণন ও ব্র্যান্ড কৌশলের নেতৃত্ব দান এবং নতুন পণ্যের জন্য পরিবেশ তৈরি করা।
বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে নতুন বিপণন কর্মকতা সংগ্রহ করা ও ব্যবসায়িক লক্ষ্য নিশ্চিত করা।
বেতন ও অন্যান্য সুবিধাআলোচনা সাপেক্ষে।
আবেদনের নিয়মকোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বরাবর সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, জীবনবৃত্তান্ত ও পাসপোর্ট সাইজের দুই কপি ছবিসহ প্রধান কার্যালয়ের ঠিকানায় সরাসরি ই–মেইল অথবা কুরিয়ার সার্ভিসে আবেদনপত্র পাঠাতে হবে।
আরও পড়ুন৪৩তম বিসিএস: চাকরি হারালেন তিন সহকারী কমিশনার, প্রজ্ঞাপনে উল্লেখ নেই কারণ১৩ ঘণ্টা আগেআবেদনের ঠিকানাপ্যারামাউন্ট ইনস্যুরেন্স পিএলসি, প্রধান কার্যালয়: বাড়ি-২২ (লেভেল ৩ ও ৪), রাস্তা: ১১৩/এ, গুলশান-০২, ঢাকা-১২১২
আবেদনের শেষ তারিখ০৭ ডিসেম্বর, ২০২৫
আরও পড়ুনপ্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৮৩২১ ঘণ্টা আগে