দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন বলিউড সুপারস্টার আমির খান। তার পরবর্তী ছবি ‘সিতারে জামিন পার’। ২০০৭ সালের ব্লকবাস্টার ‘তারে জামিন পার’-এর সিকুয়েল এটি। গেল ৫ মে দুপুরে পোস্টার প্রকাশ করে জানানো হয়, ২০ জুন ভারতজুড়ে মুক্তি পাবে ‘সিতারে জামিন পার’। তার আগে ৮ মে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির প্রথম ঝলক। সে সিদ্ধান্ত থেকে সরে গেলেন আমির।

ভারত-পাকস্তান পরিস্থিতির কথা মাথায় রেখে ঝলক মুক্তি পিছিয়ে দিয়েছেন আমির।

অভিনেতার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সীমান্তে যা ঘটছে এবং দেশজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা দেখে আমির এই ছবির ঝলক মুক্তি পিছিয়ে দিয়েছেন।’

এই সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে আরুশ দত্ত, গোপী কৃষ্ণ বর্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ ভানসালী, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরন মঙ্গেশকর-এর মতো নবাগতদের।

ছবিতে আমির খানের সঙ্গে প্রথমবার জুটিতে দেখা যাবে অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ-কে। পোস্টার দেখেই বোঝা গেছে, এই ছবির মাধ্যমে দর্শকদের জন্য একটি বিশেষ কিছু আনতে চলেছেন আমির।

এদিকে কেবল আমিরের সিনেমাই নয়, রাজকুমার রাও ও ওয়ামিকা গাব্বির নতুন সিনেমা ‘ভুল চুক মাফ’ নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। ছবিটি বড় পর্দায় মুক্তির কথা থাকলেও এখন এটি সরাসরি মুক্তি পাবে ওটিটিতে। সূত্র: হিন্দুস্থান টাইমস।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আম র খ ন ন আম র

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় ৩ গণমাধ্যমকর্মীর উপর হামলা মামলায় শহিদ গ্রেপ্তার

জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিসহ তিন গণমাধ্যমকর্মীর উপর অতর্কিত হামলা মামলার দ্বিতীয় আসামি সায়েদাবাদী শহিদ (৫৫) কে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) ভোর ৫ টায় আসামির নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রায়হান। তিনি বলেন, আমরা আজ ভোরে সাংবাদিক হামলা মামলার দ্বিতীয় আসামি শহিদকে গ্রেপ্তার করেছি। তাকে দুপুরে আদালতে পাঠানো হবে। 

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার জানান, হামলায় জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

এর আগে চলতি বছরের ৫ নভেম্বর বিকেলে ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকায় একটি অসহায় পরিবারের জমি দখল রাখার অভিযোগের খবরে অনুসন্ধানের লক্ষ্যে জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মো.আকাশ, অনলাইন নিউজ পোর্টাল নিউজ নারায়ণগঞ্জের ক্যামেরাম্যান আবদুল্লাহ আল মামুন ও আরজু ঘটনাস্থলে যান।

সংবাদ কর্মীরা সেখানে যাবার খবরে মুহুর্তেই ঘটনাস্থলে উপস্থিত হন বিতর্কিত কৃষকাল নেতা শাহাদাতসহ আার সহযোগীরা।  এসময় সংবাদ কর্মীদের উপর অতর্কিত হামলা করে তাদের গুরুতর আহত করা হয় এবং প্রায় আড়াই ঘন্টা একটি কারখানায় আটকে রেখে দফায় দফায় নির্যাচন চালানো হয়।

পরবর্তীতে আহত সংবাদ কর্মীদের সহযোগী সংবাদ কর্মীদের সহয়তায় তারা মুক্ত হন। এ ঘটনায় ভুক্তভোগী আকাশ বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ আসামি শাহাদাতকে আদালতে সোপর্দ করে।  
 

সম্পর্কিত নিবন্ধ