দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন বলিউড সুপারস্টার আমির খান। তার পরবর্তী ছবি ‘সিতারে জামিন পার’। ২০০৭ সালের ব্লকবাস্টার ‘তারে জামিন পার’-এর সিকুয়েল এটি। গেল ৫ মে দুপুরে পোস্টার প্রকাশ করে জানানো হয়, ২০ জুন ভারতজুড়ে মুক্তি পাবে ‘সিতারে জামিন পার’। তার আগে ৮ মে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির প্রথম ঝলক। সে সিদ্ধান্ত থেকে সরে গেলেন আমির।
ভারত-পাকস্তান পরিস্থিতির কথা মাথায় রেখে ঝলক মুক্তি পিছিয়ে দিয়েছেন আমির।
অভিনেতার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সীমান্তে যা ঘটছে এবং দেশজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা দেখে আমির এই ছবির ঝলক মুক্তি পিছিয়ে দিয়েছেন।’
এই সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে আরুশ দত্ত, গোপী কৃষ্ণ বর্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ ভানসালী, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরন মঙ্গেশকর-এর মতো নবাগতদের।
ছবিতে আমির খানের সঙ্গে প্রথমবার জুটিতে দেখা যাবে অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ-কে। পোস্টার দেখেই বোঝা গেছে, এই ছবির মাধ্যমে দর্শকদের জন্য একটি বিশেষ কিছু আনতে চলেছেন আমির।
এদিকে কেবল আমিরের সিনেমাই নয়, রাজকুমার রাও ও ওয়ামিকা গাব্বির নতুন সিনেমা ‘ভুল চুক মাফ’ নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। ছবিটি বড় পর্দায় মুক্তির কথা থাকলেও এখন এটি সরাসরি মুক্তি পাবে ওটিটিতে। সূত্র: হিন্দুস্থান টাইমস।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জাবির ৪৫তম ব্যাচের রাজা–রানী নির্বাচন শুক্রবার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ৪৫তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব উপলক্ষে রাজা–রানী নির্বাচন শুক্রবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট সংলগ্ন র্যাগজোন ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। একইদিন রাত আনুমানিক ১০টার দিকে ফলাফল ঘোষণা করা হবে।
আরো পড়ুন:
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ছাত্রী নিহত, ট্রাক ভাঙচুর
প্রাণীসম্পদ অধিদপ্তরের নিয়োগ বিধি সংশোধনের দাবিতে বিক্ষোভে শিক্ষার্থীরা
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর সংলগ্ন র্যাগজোন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার এবং উৎসবের আয়োজকরা এ তথ্য জানান।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার হাসান নাঈম বলেন, “ভোটগ্রহণ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যারা দেশের বাইরে থাকবেন, তারা নির্ধারিত নিয়ম মেনে অনলাইনের মাধ্যমে ভোট দিতে পারবেন।”
তিনি বলেন, “জুলাই হামলার ঘটনায় যাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তারা এই নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত থাকবেন। এখন পর্যন্ত অন্তত ৬৫০ জন ভোটার রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। তবে এখনো রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলমান রয়েছে।”
এ বছর রাজা পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইমরান হোসাইন আবির এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আকাশ সরকার।
এছাড়া রানী পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান (মনিয়া) ও চারুকলা বিভাগের শিক্ষার্থী মালিহা ফাইরুজ ফাহিন।
আয়োজকরা আশা করছেন, শিক্ষা সমাপনী উৎসবের এই রাজা–রানী নির্বাচন ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও ঐক্যের বন্ধনকে আরো সুদৃঢ় করবে।
সংবাদ সম্মেলনে র্যাগ ৪৫ এর আহ্বায়ক নুরসহ নির্বাচনের অন্যান্য কমিশনারবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা/আহসান/মেহেদী