পিএসএলে মাঠে নামার আগে যা বললেন সাকিব
Published: 18th, May 2025 GMT
প্রায় ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। সবকিছু ঠিক থাকলে আজ শনিবার রাতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের জার্সি গায়ে মাঠে নামবেন বাংলাদেশের তারকা এই অলরাউন্ডার। শেষবার সাকিব খেলেছিলেন ২০২৩ সালের নভেম্বরে, আবুধাবিতে টি–টেন লিগে। এরপর দীর্ঘ বিরতি শেষে আবারও ফিরছেন প্রিয় মঞ্চে।
যুক্তরাষ্ট্রে পারিবারিক সময় কাটিয়ে ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন সাকিব। ব্যক্তিগত উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতে অনুশীলন শুরু করেন তিনি। পিএসএলে খেলোয়াড় সংকটে পড়া লাহোর কালান্দার্স তাকে দলে টেনে নেয়। শুরুতে ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনায় আসরটি কিছুদিন বন্ধ থাকলেও পুনরায় শুরু হওয়া লিগে সাকিবের মাঠে নামা প্রায় নিশ্চিত।
লাহোর কালান্দার্সের এক ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘আমি যখনই পাকিস্তানে এসেছি, সবসময় দারুণ উপভোগ করেছি। পাকিস্তান আমার কাছে ক্রিকেট খেলার জন্য একটি দারুণ জায়গা। আবার এখানে ফিরে খুব ভালো লাগছে।’
শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় রাওয়ালপিন্ডিতে পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নামবে লাহোর। কঠিন সময় পেরিয়ে এই ম্যাচ দিয়ে ফিরছেন সাকিব। দেশে ফিরে অবসরের পরিকল্পনা থাকলেও রাজনৈতিক অস্থিরতা ও মামলার কারণে তা বাস্তবায়ন হয়নি।
বাংলাদেশের হয়ে সর্বশেষ তিনি মাঠে নেমেছিলেন ২০২৪ সালের অক্টোবরে, ভারতের কানপুরে একটি টেস্টে। এরপর ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়ে তার বোলিং অ্যাকশন নিয়ে ওঠে প্রশ্ন। তিন দফা পরীক্ষার পর ছাড়পত্র পেলেও এতদিন পর্যন্ত মাঠে ফেরা হয়নি।
লাহোর কালান্দার্সের অনুশীলন শেষে সাকিব বলেন, ‘আমি কয়েক ওভার বল করেছি ছন্দ ফিরে পেতে। এবং আমি যা খুঁজছিলাম, সেটা পেয়েছি। দীর্ঘদিন পর ম্যাচ খেলছি, তবে আমি প্রস্তুত হয়েই নামছি। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডি সবকিছুতেই প্রস্তুতি নিয়েছি। এখন মনে হচ্ছে, আমি পুরোপুরি তৈরি।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: স ক ব আল হ স ন প এসএল
এছাড়াও পড়ুন:
আইপিএলে মোস্তাফিজ ও পিএসএলে সাকিবের খেলা কবে
অনাপত্তিপত্র পেয়ে গেছেন। এখন দিল্লি ক্যাপিটালসের একাদশে সুযোগ পেলেই এবারের আইপিএলে দেখা যাবে মোস্তাফিজুর রহমানকে। একাদশে ফিজের খেলার সম্ভাবনাও বেশি। কারণ, মিচেল স্টার্ক আইপিএল থেকে সরে যাওয়ায় দিল্লিতে এখন মোস্তাফিজই একমাত্র বাঁহাতি পেসার।
মোস্তাফিজের দিল্লির গ্রুপ পর্বে ম্যাচ বাকি তিনটি। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৫ নম্বরে থাকা দিল্লির প্লে-অফে খেলার সম্ভাবনা বেশ ভালোভাবেই আছে।
বাকি তিন ম্যাচ জিতলে অন্য কোনো সমীকরণ ছাড়াই প্লে-অফে খেলবে দিল্লি। সে কারণেই দিল্লির জন্য এই তিনটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচ তিনটি কবে, কাদের বিপক্ষে?
দেখে নেওয়া যেতে পারে সাকিব আল হাসানের লাহোর কালান্দার্সের ম্যাচের সূচিও। লাহোরের অবশ্য গ্রুপ পর্বে ম্যাচ বাকি মাত্র একটি। পেশোয়ার জালমির বিপক্ষে ১৮ মে খেলবে সাকিবের লাহোর। ম্যাচটি লাহোরের কার্যত কোয়ার্টার ফাইনাল। জিতলে প্লে-অফ নিশ্চিত। হারলে বাদ।
আপাতত সাকিবের এক ম্যাচ খেলার কথা থাকলেও প্লে-অফে উঠলে ম্যাচের সংখ্যা বাড়তে পারে। ম্যাচ বাড়তে পারে মোস্তাফিজেরও। তবে পাকিস্তান সিরিজ থাকায় মোস্তাফিজের অনাপত্তিপত্রের মেয়াদ বিসিবি বাড়াবে কি না, সেটি এখনই বলা যাচ্ছে না।
আরও পড়ুনমোস্তাফিজ আইপিএলে চলে যাবেন বাংলাদেশের হয়ে এক ম্যাচ খেলেই৬ ঘণ্টা আগে