দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে আজ রোববার জাতীয় জাদুঘর দিবস উদ্‌যাপিত হলো। জাতীয় জাদুঘর এই অনুষ্ঠানমালার আয়োজন করে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘দ্রুত পরিবর্তনশীল সমাজে জাদুঘরের ভবিষ্যৎ’।

বিশ্বব্যাপী জাদুঘরের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস (আইকম) প্রতিবছর ১৮ মে আন্তর্জাতিক জাদুঘর দিবস উদ্‌যাপন করে থাকে।

সকালে শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে প্রতিপাদ্য বিষয় নিয়ে সেমিনার হয়। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদ সভাপতি স্থপতি মেরিনা তাবাসসুম। প্রবন্ধ উপস্থাপন করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ মোহম্মদ কামরুল আহছান। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো.

ফরহাদ সিদ্দিক, স্বাগত বক্তব্য দেন জাদুঘরের সচিব মো. সাদেকুল ইসলাম। সঞ্চালনা করেন জাদুঘরের জনশিক্ষা বিভাগের কিপার আসমা ফেরদৌসি।

সেমিনারে প্রবন্ধকার বলেন, জাতীয় জাদুঘরকে আধুনিকায়ন করা খুবই প্রয়োজন। এ জন্য সময়োপযোগী সিদ্ধান্ত নিতে হবে। তরুণ প্রজন্ম এবং বিদেশি দর্শনার্থীদের কাছে গ্রহণযোগ্যতা বৃদ্ধির জন্য যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। এর মধ্যে রয়েছে ভার্চ্যুয়াল রিয়েলিটি ট্যুর, ইন্টারঅ্যাকটিভ স্ক্রিন এবং মোবাইল অ্যাপের মতো ডিজিটাল সরঞ্জাম ব্যবহার। ভার্চ্যুয়াল রিয়েলিটি ট্যুরের মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্তের মানুষ, বিশেষ করে গ্রামীণ এলাকা বা বিদেশে বসবাসকারী বা আগ্রহী দর্শনার্থী যাঁরা সরাসরি জাদুঘর পরিদর্শন করতে পারেন না, তাঁদের কাছে জাদুঘর পৌঁছাতে সক্ষম হবে।

পরে নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ‘ফেয়ার ওয়াটার’–শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

হেরিটেজ ফাউন্ডেশনের সেমিনার

আন্তর্জাতিক জাদুঘর দিবস উদ্‌যাপন উপলক্ষে হেরিটেজ ফাউন্ডেশন ও জাহানারা ফাউন্ডেশন যৌথভাবে গত শুক্রবার পুরান ঢাকার বংশালে জাহানারা ফাউন্ডেশন জাদুঘরে এক সেমিনারের আয়োজন করে। সেমিনারে ‘জাদুঘর স্থানের রূপান্তরমূলকতা: শিল্পকর্ম সংরক্ষণ স্থানে একটি পরিবর্তনশীল সম্প্রদায় হিসেবে ঐতিহ্যের বাসিন্দাদের কণ্ঠস্বরকে স্থান দেওয়ার একটি প্রস্তাব’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মাসুদ এমরান। প্রবন্ধের ওপর আলোচনা করেন হেরিটেজ ফাউন্ডেশনের পরিচালক ও সাবেক অতিরিক্ত সচিব আলম আরা বেগম। স্বাগত বক্তব্য দেন হেরিটেজ ফাউন্ডেশনের মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন। সভাপতিত্ব করেন জাহানারা ফাউন্ডেশন জাদুঘরের সভাপতি জিনাত পারভিন। ধন্যবাদ প্রদান করেন জাহানারা ফাউন্ডেশন জাদুঘরের সেক্রেটারি আনজালুর রহমান।

সেমিনারে আলোচকেরা পরিবর্তনশীল সমাজে জাদুঘরকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যৎ প্রজন্মকে সম্পৃক্ত করে সমৃদ্ধ জাতি ও দেশ গড়ার প্রত্যয় জানান।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জ ত য় জ দ ঘর ন জ দ ঘর র প রবন ধ ন কর ন কর ন জ

এছাড়াও পড়ুন:

মহানবী (সা.)-কে কটুক্তি: জাবি শিক্ষার্থীকে বহিষ্কার করে তদন্ত কমিটি

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমধ্যমে কটূক্তি করার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে বিষয়টি তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করেছে জাবি প্রশাসন।

অভিযুক্ত তৌফিক ইসলাম নাবিল বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৫০তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২০-২০২১) শিক্ষার্থী।

সোমবার (৩০ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

১০ লাখ টাকা সরকারি ফান্ডিং পেল রাবি শিক্ষার্থীদের স্টার্টআপ

‘ফুট অ্যান্ড মাউথ রোগ প্রতিরোধ হলে প্রাণিজ আমিষে স্বয়ংসম্পূর্ণতা সম্ভব’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তৌফিক ইসলাম নাবিল সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে বাংলাদেশের দণ্ডবিধির ২৯৫(ক) ধারা অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এছাড়া জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ধারা ২(গ) অনুযায়ী ‘অসদাচরণ’ এর অভিযোগে তদন্ত করে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ধারা ৪(১) (ক) অনুযায়ী সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলমের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

এতে আরো বলা হয়েছে, এই অধ্যাদেশের ধারা ৪(১)(খ) অনুযায়ী উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান শিক্ষার্থী তৌফিক ইসলাম নাবিলকে এই বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছেন।

ঢাকা/আহসান/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • জাবিতে গাছ উপড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ 
  • গাছ উপড়ে ফেলার প্রতিবাদে জাহাঙ্গীরনগরে বিক্ষোভ
  • গাছ কাটার প্রতিবাদে জাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি
  • জাবিতে ফের উপড়ে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবারও উপড়ে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
  • মহানবী (সা.)-কে কটুক্তি: জাবি শিক্ষার্থীকে বহিষ্কার করে তদন্ত কমিটি