বাউফলের তেঁতুলিয়া ও কারখানা নদীর ভাঙন থেকে ১২টি গ্রামের ঘরবাড়ি ও সড়ক বাঁচাতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার উপজেলার নিমদী লঞ্চঘাটে নদীর পারে এ মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে শতাধিক লোক অংশ নেন। 
নিমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নাসিমা আক্তার বলেন, তেঁতুলিয়া নদীর খুব কাছাকাছি বিদ্যালয়টির অবস্থান। মাঝেমধ্যেই আমরা জোয়ারে ভাসি। শিক্ষার্থীরা প্রায়ই বই, খাতা, ব্যাগ ভিজিয়ে বাড়িতে যায়। বর্ষায় দুঃখের সীমা থাকেনা। মাঠে জোয়ারের পানি ওঠায় শিক্ষার্থীর সংখ্যা কমছে। ভয়ে অভিভাবকরা শিশুদের অন্য বিদ্যালয়ে ভর্তি করছেন। 
পশ্চিম কাছিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুনিল চন্দ্র জানান, বিদ্যালয় থেকে দুই কিলোমিটার দূরে ছিল কারখানা নদী। ভাঙতে ভাঙতে ১০০ ফুটের কাছাকাছি চলে এসেছে। দ্রুত ব্যবস্থা না নিলে বিলীন হয়ে যাবে। কয়েক বছরে দেড় হাজার ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়েছে।
কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম কবির হোসেন বলেন, হাজিপুর গ্রাম এখন নেই বললেই চলে। গোপালিয়া, বাহেরচর, পশ্চিম কাছিপাড়া প্রতিদিন ভাঙছে। ১৫ কিলোমিটারজুড়ে নতুন করে ভাঙছে। মানুষ দিশেহারা হয়ে পড়ছে। অনেকেই স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। এদিকে নাজিরপুরের নিমদী, বড়ডালিমা ভাঙনরোধে মানববন্ধন করেছেন নাজিরপুর ইউনিয়নবাসী।
পাউবোর জেলা নির্বাহী প্রকৌশলী মো.

রাকিব বলেন, ভাঙন রোধে গত বছর কিছু কাজ হয়েছে। এ বছরও ভাঙনকবলিত স্থান পরিদর্শন করা হয়েছে। প্রকল্প তৈরির মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

চলনবিলে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার কলেজছাত্রী

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার যুবক আরিফ হোসেনের সঙ্গে রায়গঞ্জের এক কলেজছাত্রীর পরিচয় হয় ফেসবুকে। এরপর তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বেড়ানোর কথা বলে ওই কলেজছাত্রীকে গত ২১ জুন তাড়াশের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পাশে চলনবিল এলাকায় ডাকেন আরিফ। সেখানে কৌশলে একজনের বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। ঘটনার ছয় দিন পর ২৭ জুন আরিফের নামে তাড়াশ থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী।

আরিফের বাড়ি তাড়াশের মাগুড়াবিনোদ ইউনিয়নে। তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান সমকালকে জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাতকানিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিয়ের কথা বলে কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে শহিদুল ইসলাম শিহাব নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে তাকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর মা সোমবার তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দেড় বছর আগে শহিদুলের সঙ্গে ওই কিশোরীর পরিচয় হয়। এ সম্পর্ক পরে প্রেমে রূপ নেয়। এক পর্যায়ে তারা একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ায়। কিন্তু বিয়ের কথা বললে শহিদুল অস্বীকৃতি জানান। এ জন্য থানায় মামলা করা হয়েছে।

সুনামগঞ্জে ধর্ষণ মামলায় কারাগারে পুলিশ সদস্য
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ মামলায় আইনুল হক নামের এক পুলিশ সদস্যকে মঙ্গলবার কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে সোমবার রাতে ওই ছাত্রী বাদী হয়ে আইনুলের বিরুদ্ধে ধর্মপাশা থানায় মামলা করেন। আইনুলের বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। তিনি ধর্মপাশা থানায় কনস্টেবল হিসেবে দায়িত্বরত ছিলেন।

এদিকে কুমিল্লার মুরাদনগরে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনাসহ দেশব্যাপী অব্যাহত নারী নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বিকেলে শহরের মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন হয়।

(সংশ্লিষ্ট প্রতিনিধির পাঠানো তথ্য)

সম্পর্কিত নিবন্ধ

  • সংস্কারের আলোচনা থাকলেও বাস্তব প্রতিফলন নেই: জোনায়েদ সাকি
  • প্রবাসফেরত স্বামীর মৃত্যুর ঘটনায় স্ত্রীর বিচার দাবি
  • যশোরে প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তের দাবিতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন
  • তজুমদ্দিনে নারীকে দলবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার হয়নি মূল আসামিরা
  • তজুমদ্দিনে নারীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে বিএনপির দুই পক্ষের পৃথক মানববন্ধন, ইটপাটকেল নিক্ষেপ
  • খুবিতে ধর্ম অবমাননাকারী ২ শিক্ষার্থীর শাস্তির দাবিতে মানববন্ধন
  • সুনামগঞ্জে ধর্ষণ মামলায় কারাগারে পুলিশ সদস্য
  • চলনবিলে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার কলেজছাত্রী
  • সাতক্ষীরা প্রেসক্লাবে হামলা, প্রতিবাদে মানববন্ধন, সন্ত্রাসী গ্রেপ্তার
  • ভেরামারার পদ্মায় তীব্র ভাঙন, হুমকিতে বাঁধ