দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, দেশ স্বাধীনের পর একটা বাহিনীর উদ্ভব হলো; ভুয়া মুক্তিযোদ্ধার সৃষ্টি হলো। ৫ আগস্টের পর ভুয়া সমন্বয়কের সৃষ্টি হয়েছে। ভুয়া চিহ্নিতকরণের মধ্য দিয়ে দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু হোক। 

মৌলভীবাজার শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল রোববার দুদক আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, মিথ্যাচার থেকে দুর্নীতির শুরু হয়। আমাদের জনবল সংকট রয়েছে। এখন দাবি উঠেছে জনবল বাড়ানোর। জনবল না বাড়ালে কাজের গতি বাড়বে না। তিনি আরও বলেন, গণশুনানির উদ্দেশ্য কোনোভাবেই কাউকে খাটো করা বা বড় করা নয়। দুর্নীতির দুটি দিক রয়েছে। একটি ডিমান্ড সাইট আর অন্যটি সাপ্লাই সাইট। ডিমান্ড সাইট বলবে ঘুষ দিন। আর সাপ্লাই সাইট বলবে, কিছু ঘুষ দেব। সবার আগে সাপ্লাই সাইট বন্ধ করতে হবে। 

প্রতিটি অফিসে সপ্তাহে না হলেও মাসে একবার গণশুনানির আয়োজনের পরামর্শও দেন আবদুল মোমেন। 

জেলা প্রশাসক ইসরাইল হোসেনের সভাপতিত্বে গণশুনানিতে বিশেষ অতিথি ছিলেন দুদকের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.

) হাফিজ আহসান ফরিদ, দুদকের মহাপরিচালক আক্তার হোসেন ও পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন। স্বাগত বক্তব্য দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জের উপপরিচালক এরশাদ মিয়া প্রমুখ।

শুনানিতে মৌলভীবাজারে পাসপোর্ট অফিস, বিআরটিএ কার্যালয়, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, ভূমি অফিসসহ বেশ কিছু সরকারি অফিসে সেবা পেতে দুর্ভোগের কথা তুলে ধরেন ভুক্তভোগীরা। এ নিয়ে জবাব দেন সব অফিসের দায়িত্বশীলরা।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: গণশ ন ন

এছাড়াও পড়ুন:

চরাঞ্চলের মানুষের স্বার্থ রক্ষা করে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচনের দাবি

কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষের ভোটাধিকারের নিশ্চয়তা ও নির্বাচনের প্রচার–প্রচারণায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা। নির্বাচনে পেশিশক্তির ব্যবহার বন্ধ করে ভোটারদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে দ্রুত গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের দাবিও জানিয়েছেন তাঁরা।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কুড়িগ্রামে ‘অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু জাতীয় নির্বাচন নিশ্চিতকরণে নাগরিক সমাজের প্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ দাবিগুলো উঠে আসে। বক্তারা আগামী জাতীয় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে সংসদীয় আসনে নারী আসন বৃদ্ধি, যুব প্রতিনিধিত্ব বাড়ানো, সংখ্যালঘু ও প্রান্তিক মানুষের স্বার্থ রক্ষার সুপারিশ করেন।

কুড়িগ্রাম জেলা সদরের উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে বেলা ১১টা থেকে জেলা পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় একশনএইডের নেতৃত্বে সুশীল প্রকল্পের অধীনে বেসরকারি উন্নয়ন সংগঠন ‘উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)’ এ বৈঠকের আয়োজন করে। এ আয়োজনের প্রচার সহযোগী হিসেবে রয়েছে প্রথম আলো।

বিএনপির ৩১ দফায় নারীর ক্ষমতায়ন ও নারীর মর্যাদার কথা বলা আছে উল্লেখ করে কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান বৈঠকে বলেন, ‘আগামী নির্বাচনে আমাদের দল নারীদের জন্য সংরক্ষিত আসনের পাশাপাশি দলীয় মনোনয়নে নারীদের জন্য সুযোগ রাখবে। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে চরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী, সংখ্যালঘু ও যুবসমাজের প্রতিনিধি আরও বাড়ানো হবে।’

‘অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু জাতীয় নির্বাচন নিশ্চিতকরণে নাগরিক সমাজের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। আজ মঙ্গলবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে

সম্পর্কিত নিবন্ধ

  • হাতে ভোট গণনাসহ ছাত্রদলের ৬ দাবি, স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণের সিদ্ধান্ত
  • শিগগিরই প্রশাসকরা দায়িত্ব নেবে ৫ ব্যাংকের
  • ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজর কখন পড়বে
  • চরাঞ্চলের মানুষের স্বার্থ রক্ষা করে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচনের দাবি
  • চারটি দলের সঙ্গে বিক্ষোভ কর্মসূচিতে যুক্ত হলো জাগপা
  • যে হাসপাতালে চিকিৎসক, ওষুধ, বিদ্যুৎ–সংযোগ কিছুই নেই
  • নারীদের আসন বাড়ানো, সবার অংশগ্রহণ নিশ্চিত, প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ সুরক্ষার দাবি