দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, দেশ স্বাধীনের পর একটা বাহিনীর উদ্ভব হলো; ভুয়া মুক্তিযোদ্ধার সৃষ্টি হলো। ৫ আগস্টের পর ভুয়া সমন্বয়কের সৃষ্টি হয়েছে। ভুয়া চিহ্নিতকরণের মধ্য দিয়ে দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু হোক। 

মৌলভীবাজার শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল রোববার দুদক আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, মিথ্যাচার থেকে দুর্নীতির শুরু হয়। আমাদের জনবল সংকট রয়েছে। এখন দাবি উঠেছে জনবল বাড়ানোর। জনবল না বাড়ালে কাজের গতি বাড়বে না। তিনি আরও বলেন, গণশুনানির উদ্দেশ্য কোনোভাবেই কাউকে খাটো করা বা বড় করা নয়। দুর্নীতির দুটি দিক রয়েছে। একটি ডিমান্ড সাইট আর অন্যটি সাপ্লাই সাইট। ডিমান্ড সাইট বলবে ঘুষ দিন। আর সাপ্লাই সাইট বলবে, কিছু ঘুষ দেব। সবার আগে সাপ্লাই সাইট বন্ধ করতে হবে। 

প্রতিটি অফিসে সপ্তাহে না হলেও মাসে একবার গণশুনানির আয়োজনের পরামর্শও দেন আবদুল মোমেন। 

জেলা প্রশাসক ইসরাইল হোসেনের সভাপতিত্বে গণশুনানিতে বিশেষ অতিথি ছিলেন দুদকের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.

) হাফিজ আহসান ফরিদ, দুদকের মহাপরিচালক আক্তার হোসেন ও পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন। স্বাগত বক্তব্য দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জের উপপরিচালক এরশাদ মিয়া প্রমুখ।

শুনানিতে মৌলভীবাজারে পাসপোর্ট অফিস, বিআরটিএ কার্যালয়, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, ভূমি অফিসসহ বেশ কিছু সরকারি অফিসে সেবা পেতে দুর্ভোগের কথা তুলে ধরেন ভুক্তভোগীরা। এ নিয়ে জবাব দেন সব অফিসের দায়িত্বশীলরা।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: গণশ ন ন

এছাড়াও পড়ুন:

সোনারগাঁয়ের রাস্তার প্রশস্তকরণ কাজের পরিদর্শনে ইউএনও

সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর-রতনমার্কেট রাস্তার প্রশস্ত করণ  কাজের পরিদর্শন করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান। এসময় তিনি রাস্তার দুই পাশের জমির মালিকদের সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।

পরে ইউএনও সাদিপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং বিভিন্ন কাজের তদারকি করেন এবং সেবার মান ভালো হওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী প্রধানকে ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন, সাদিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী প্রধান, সোনারগাঁ উপজেলা প্রকৌশল আলমগীর চৌধুরী, সহকারী প্রকৌশলী জাহিদুল আলম তালুকদার, মেসার্স এহসান এন্টারপ্রাইজ এর পক্ষে গোলাম সারোয়ার বাদল,  নুর উদ্দিন আহমেদ, সাদিপুর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হাজী সেলিম সরকার, সাদিপুর ইউনিয়ন বিএনপি নেতা আমির হোসেন, রফিকুল ইসলাম সরকার, সাবেক ইউপি সদস্য শামসুল হক, সাদিপুর ইউনিয়ন জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ভূঁইয়া প্রমূখ। 

মেসার্স এহসান এন্টারপ্রাইজ এর পক্ষে গোলাম সারোয়ার বাদল বলেন, রাস্তার দুই পাশে স্থাপনা থাকায় প্রশস্ত করন কাজে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। ইউএনও স্যার সরেজমিনে পরিদর্শন করেছেন এবং দুই পাশের স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন। বুধবার থেকেই দুই পাশের স্থাপনা উচ্ছেদ করা হবে।

চেয়ারম্যান রমজান আলী প্রধান জানান, ইউএনও নির্দেশনায় রাস্তার প্রশস্ত করন কাজে যা যা সহযোগিতা করার দরকার পরিষদের পক্ষ থেকে সবই করা হবে। এই সড়কটি প্রশস্ত করনের জন্য দীর্ঘদিনের দাবি ছিল স্থানীয়দের।

ইউএনও ফারজানা রহমান বলেন, সড়কের দুই পাশে যেসব স্থাপনা রয়েছে দুই দিনের মধ্যে ঐ সকল স্থাপনা উচ্ছেদ করা হবে। যদি কেউ উচ্ছেদ কাজে বাঁধা দেওয়ার চেষ্টা করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • চীন থেকে এলো ১৯ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কম্বো কিট
  • উন্নয়ন প্রকল্প যেন অপচয়ের প্রতীক না হয়
  • উদ্দেশ্য ভালো বলেই ঢাকা ব্যাংক সুনামের সঙ্গে টিকে আছে
  • উচ্চ ঝুঁকিতে দেশের ১৫ জীবন বীমা কোম্পানি
  • ছয় মাসে নির্যাতনের শিকার দেড় হাজার নারী-কন্যাশিশু
  • জামায়াতের সঙ্গে জোট ও পিআরে একমত নুর
  • সিটি করপোরেশনের নিদ্রা ভাঙিবে?
  • সোনারগাঁয়ের রাস্তার প্রশস্তকরণ কাজের পরিদর্শনে ইউএনও
  • আরও ১১ ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাই হচ্ছে
  • ৪৪তম বিসিএসের পদ বৃদ্ধির দাবিতে যমুনামুখী বিক্ষোভ, পুলিশের বাধা