পাকিস্তানের মন্ত্রী এসিসির প্রধান, তাই এশিয়া কাপে খেলবে না ভারত
Published: 19th, May 2025 GMT
সম্প্রতি ভারত-পাকিস্তান সংঘাতের সময়ই এশিয়া কাপ ক্রিকেট নিয়ে শঙ্কা জেগেছিল। খবর এসেছিল, ভারত আর ক্রিকেটে পাকিস্তানের মুখোমুখি হতে চায় না।
শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হতে চলেছে। এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিতে চলেছে ভারত। বিষয়টি মৌখিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) জানিয়ে দেওয়া হয়েছে বলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে।
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, আগামী জুনে শ্রীলঙ্কায় হতে চলা মেয়েদের ইমার্জিং এশিয়া কাপের পাশাপাশি সেপ্টেম্বরে ছেলেদের এশিয়া কাপেও না খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান এরই মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করেছে। এমন পরিস্থিতিতে ভারত ঠিক কী কারণে এশিয়া কাপ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়ে এসিসি প্রধানের পরিচয়ের বিষয়টি সামনে এনেছে বিসিসিআইয়ের একটি সূত্র।
বর্তমানে এসিসির সভাপতি মহসিন নাকভি, যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান।
বিসিসিআইয়ের সূত্রটি জানিয়েছে, পাকিস্তান ক্রিকেটকে কোণঠাসা করার পদক্ষেপের অংশ হিসেবে ভারত এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, ‘ভারতীয় দল এমন এক টুর্নামেন্টে খেলতে পারে না, যার আয়োজক এসিসি এবং এর প্রধান একজন পাকিস্তানি মন্ত্রী। এর সঙ্গে পুরো দেশের আবেগ জড়িয়ে। আসন্ন নারী ইমার্জিং এশিয়া কাপের পাশাপাশি ভবিষ্যতে তাদের (এসিসি) ইভেন্টে আমাদের অংশগ্রহণ স্থগিত রাখতে আমরা এসিসির সঙ্গে মৌখিকভাবে যোগাযোগ করেছি। আমরা ভারত সরকারের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।’
তবে মহসিন নাকভি এসিসি প্রধানের পদ থেকে সরে দাঁড়ালে ভারত এশিয়া কাপে অংশ নেবে কি না, সে ব্যাপারে কিছু জানানো হয়নি। গত এপ্রিলে শ্রীলঙ্কার শাম্মি সিলভার জায়গায় এসিসির সভাপতি হন নাকভি। বর্তমানে সংস্থাটির কার্য নির্বাহী কমিটিতে একমাত্র ভারতীয় অরুণ ধুমাল, যিনি আইপিএল চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন।
ভারত এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোয় এসিসি যে বড় লোকসানের মুখে পড়বে, সেটা না বললেও চলছে। সব দিক দিয়ে লাভবান হওয়ার আশায় এসিসি অনেকটা ঘোষণা দিয়েই ভারত-পাকিস্তানকে তাদের টুর্নামেন্টে একই গ্রুপে রাখে। কিন্তু টুর্নামেন্ট-ইতিহাসের সফলতম দল ভারত না থাকার অর্থ ক্রিকেটপ্রেমীদের আগ্রহ কমে যাওয়া।
তা ছাড়া এবার ছেলেদের এশিয়া কাপ ভারতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিসিসিআই রোহিত-কোহলি-বুমরাদের খেলতে না দেওয়ার অর্থ তাঁদের দেশেও টুর্নামেন্ট হবে না। সে ক্ষেত্রে সাত দল নিয়ে টুর্নামেন্ট হতে পারে সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায়।
কিন্তু সম্প্রচারকারী সংস্থা এশিয়া কাপ সম্প্রচারে কী ভূমিকা নেয়, সেটিও দেখার বিষয়।
এসিসি এরই মধ্যে ১৭ কোটি মার্কিন ডলারে (২০৭১ কোটি টাকা) আগামী চার এশিয়া কাপের সম্প্রচারস্বত্ব সনি স্পোর্টস নেটওয়ার্কের কাছে বিক্রি করেছে।
স্বত্ব বিক্রির সময় একটি অনানুষ্ঠানিক সমঝোতাও হয়েছিল যে, প্রতিটি আসরে অন্তত দুটি ভারত-পাকিস্তান ম্যাচ থাকবে। দল দুটি যদি ফাইনালে ওঠে, তাহলে তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনাও থাকবে। কিন্তু ভারত না খেললে সনি স্পোর্টস নেটওয়ার্ক স্বাভাবিকভাবেই এসিসিকে বিপুল অর্থ দিতে অস্বীকৃতি জানাবে। এতে ক্ষতির মুখে পড়বে সংস্থাটি।
ক্রিকবাজ জানিয়েছে, ২০২৫ এশিয়া কাপ আয়োজন করতে এসিসির প্রায় ৩ কোটি ৮০ লাখ ডলার (৪৬৩ কোটি টাকা) খরচ হবে। এ খরচের বেশির ভাগ অর্থ আসবে সম্প্রচারস্বত্ব থেকে, যার ৭৫% রাজস্ব সমানভাবে ভাগ করে নেওয়ার কথা এসিসির পাঁচ স্থায়ী সদস্য বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের। কিন্তু ভারতের এক সিদ্ধান্তে এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়েই ঘোর অমানিশা তৈরি হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাড়িতে ঢুকে ছুরিকাঘাত, ৬ দিন পর মৃত্যু
নোয়াখালীর কবিরহাটে বাড়ির ভেতর সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হোসনে আরা বেগম (৭০) মারা গেছেন। ঘটনার ছয়দিন পর রবিবার (৬ জুলাই) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। অভিযোগ উঠেছে, হামলাকারীরা মারা যাওয়া নারীর শরীরে থাকা স্বর্ণালংকার ও নগদ তিন লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
এর আগে, গত মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জগদানন্দ গ্রামের কামাল কোম্পানির বাড়িতে তিনি হামলার শিকার হন।
নিহত হোসনে আরা বেগম আত্মগোপনে থাকা রাজনীতিতে নিষিদ্ধ কবিরহাট উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কামাল খাঁন ওরফে কামাল কোম্পানির মা।
আরো পড়ুন:
মেয়েকে হত্যার পর খালে ভাসিয়ে দিল বাবা
গাজীপুরে চাঁদাবাজির টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে যুবক খুন
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় হোসনে আরা বেগম বাড়িতে একা ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সন্ত্রাসীরা তার ঘরে প্রবেশ করে। সন্ত্রাসীরা হোসনে আরা বেগমের মাথায় ধারালো অস্ত্র দিয়ে তিনটি কোপ দেয়। এরপর তার শরীরে থাকা প্রায় চার ভরি স্বর্ণালংকার ও ঘরে থাকা সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।
নিহতের নাতি সালমান বাড়িতে এসে দেখেন তার দাদি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর অবস্থায় হোসনে আরা বেগমকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭টার দিকে তিনি মারা যান।
নিহতের ছেলে মাইনউদ্দিন অভিযোগ করে বলেন, “এটি কোনো চুরি নয়, এটি ডাকাতির ঘটনা।”
কবিরহাট থানার ওসি শাহীন মিয়া বলেন, “নিহতের ছেলে মাইনউদ্দিন বাদী হয়ে এ ঘটনায় নাম না জানা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না। নিহত হোসনে আরা বেগম সব সময় শরীরে স্বর্ণালংকার ব্যবহার করতেন। ধারণা করা হচ্ছে, চুরি করতে আসা লোককে চিনে ফেলায় তাকে গুরুতর জখম করা হয়। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে।”
ঢাকা/সুজন/মাসুদ