পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরে, টুইটারে এমনটাই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এফটিপি অনুসারে মে মাসে পাকিস্তান সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা ছিল বাংলাদেশের। পরবর্তীতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে দুই বোর্ড সম্মত হয় ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের বিষয়ে। তবে শেষ পর্যন্ত সেই সংখ্যাও কমে তিন ম্যাচে এসে ঠেকেছে।

পিএসএলের সূচি ও ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের কারণে সফরটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। পিএসএল স্থগিত হওয়ার পর তা পুনরায় শুরুর সময়সূচি বাংলাদেশ সিরিজের সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়ে। ফলে পাকিস্তান সফর আদৌ হবে কিনা, তা নিয়ে দ্বিধা তৈরি হয়।

শেষমেশ দুবাইয়ে বিসিবি ও পিসিবির কর্মকর্তাদের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হয়। আলোচনায় অংশ নেন পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি, বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। সফল আলোচনার পর দুই বোর্ড নিশ্চিত করেছে, বাংলাদেশ দল পাকিস্তান সফরে যাবে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

সিরিজের ম্যাচ তিনটি হবে যথাক্রমে ২৭ মে, ২৯ মে এবং ১ জুন। এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের আরেকটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সফরের আনুষ্ঠানিক সূচি ও বিস্তারিত দুই-এক দিনের মধ্যেই প্রকাশ করবে বিসিবি ও পিসিবি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প ক স ত ন সফর

এছাড়াও পড়ুন:

সাকিব নেই পুরোনো সাকিব, একাদশে সুযোগ কি পাবেন

সাকিব আল হাসান আর সেই সাকিব নেই। ক্যারিয়ারের শেষ পর্যায়ে সামর্থ্যেও পড়েছে টান। চোখের সমস্যায় ব্যাটিং নিয়ে তাঁর সমস্যা তো অনেক দিনের। সবচেয়ে বড় কথা, সাকিব তো প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচ খেলেন না ছয় মাসের বেশি সময়।

এবারের পিএসএলে লাহোর কালান্দার্স এমন এক সাকিবকেই দলে নিয়েছে। তা–ও অলিখিত কোয়ার্টার ফাইনালের আগে। পেশোয়ার-লাহোরের এই ম্যাচে যে হারবে, ছিটকে পড়বে টুর্নামেন্ট থেকে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে সাকিবকে কি একাদশে রাখবে লাহোর?

প্রশ্নটি উঠছে সাকিব তাঁর সেরা সময়ের অনেক দূরে বলে। পিএসএলে এর আগে যে দলেই সাকিব খেলেছেন, নিয়মিত ছিলেন। এবার গল্পটা ভিন্ন। সাকিবকে লাহোর কেন স্কোয়াডে নিল, সে প্রশ্নের উত্তর আগে খোঁজা যাক। সাকিবের বর্তমান পরিস্থিতি নিশ্চয় তাদেরও অজানা নয়।

আজ সুযোগ পেলে কেমন করবেন সাকিব?

সম্পর্কিত নিবন্ধ

  • বিপিএলের সেরা খেলোয়াড়, তবু জাতীয় দলে নেই—মন খারাপই ছিল মিরাজের
  • পিএসএল যাত্রার আগে টি-টোয়েন্টি দল নিয়ে ‘প্রশ্ন রেখে গেলেন’ মিরাজ
  • পিএসএল যাত্রায় বাসায় পাসপোর্ট রেখে বিমানবন্দরে মিরাজ
  • পিএসএল খেলতে অনাপত্তিপত্র চেয়েছেন মিরাজ
  • পিএসএলে সাকিবের লাহোরে খেলার প্রস্তাব মিরাজের 
  • পেশোয়ারকে উড়িয়ে প্লে–অফে সাকিবের লাহোর
  • বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সাকিবকে নিয়ে ব্যাটিংয়ে লাহোর
  • ‘কসম খেয়ে বলছি, আমি কাঁদিনি’, রিশাদের দাবি অস্বীকার কারেনের
  • সাকিব নেই পুরোনো সাকিব, একাদশে সুযোগ কি পাবেন