পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরে, টুইটারে এমনটাই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এফটিপি অনুসারে মে মাসে পাকিস্তান সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা ছিল বাংলাদেশের। পরবর্তীতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে দুই বোর্ড সম্মত হয় ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের বিষয়ে। তবে শেষ পর্যন্ত সেই সংখ্যাও কমে তিন ম্যাচে এসে ঠেকেছে।

পিএসএলের সূচি ও ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের কারণে সফরটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। পিএসএল স্থগিত হওয়ার পর তা পুনরায় শুরুর সময়সূচি বাংলাদেশ সিরিজের সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়ে। ফলে পাকিস্তান সফর আদৌ হবে কিনা, তা নিয়ে দ্বিধা তৈরি হয়।

শেষমেশ দুবাইয়ে বিসিবি ও পিসিবির কর্মকর্তাদের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হয়। আলোচনায় অংশ নেন পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি, বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। সফল আলোচনার পর দুই বোর্ড নিশ্চিত করেছে, বাংলাদেশ দল পাকিস্তান সফরে যাবে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

সিরিজের ম্যাচ তিনটি হবে যথাক্রমে ২৭ মে, ২৯ মে এবং ১ জুন। এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের আরেকটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সফরের আনুষ্ঠানিক সূচি ও বিস্তারিত দুই-এক দিনের মধ্যেই প্রকাশ করবে বিসিবি ও পিসিবি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প ক স ত ন সফর

এছাড়াও পড়ুন:

যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বিশেষ সম্পর্কের প্রশংসা করলেন ট্রাম্প

বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রশংসা করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একইসঙ্গে ইউক্রেনকে স্বৈরশাসনের (রাশিয়ার পুতিন সরকার) বিরুদ্ধে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।

গতকাল বুধবার উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন রাজা।

এদিকে রাজার এ বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের প্রশংসা করে বলেন, এ সম্পর্ককে ‘বিশেষ’ শব্দ দিয়ে যথাযথভাবে বোঝানো যায় না।

ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।

উইন্ডসর ক্যাসলে ১৬০ অতিথির জন্য আয়োজিত জাঁকজমকপূর্ণ এ ভোজসভায় রাজার বক্তৃতায় দুই দেশের গভীর বন্ধন এবং সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ধরে রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

রাজা চার্লস বলেন, ‘আমাদের প্রিয় মূল্যবোধ রক্ষার জন্য আমাদের জনগণ একসঙ্গে লড়াই করেছে, প্রাণ দিয়েছে।’

ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।

ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজপ্রাসাদে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়

সম্পর্কিত নিবন্ধ