পাকিস্তানে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার পিসিবির সঙ্গে বৈঠক করে বিসিবি সফরে সম্মত হয়েছে। পিসিবি বুধবার আনুষ্ঠানিক সূচি ঘোষণা করেছে। ২৮ মে থেকে শুরু হবে সিরিজটি। 

তবে ওই সফরে যাবেন না জাতীয় দলের ডানহাতি পেসার নাহিদ রানা। তিনি দল থেকে নাম প্রত্যাহার করেছেন। এছাড়া জাতীয় দলের ট্রেইনার নাথান কেলি ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ওই সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। বিসিবি সূত্রে বিয়ষটি জানা গেছে। 

নাহিদ রানা পিএসএল খেলতে পাকিস্তান সফরে গিয়েছিলেন। ভারত-পাকিস্তান সংঘাতে পিএসএল স্থগিত হয়ে যাওয়ায় তিনি কোন ম্যাচ না খেলে ফিরে আসেন। তার সঙ্গে ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেনও। রাওয়ালপিন্ডিতে ভারত হামলা করার পর বিসিবির সহায়তায় তারা নিরাপদে ফিরে আসেন। 

এরপর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ থাকায় পিএসএলে ফিরে যাননি নাহিদ কিংবা রিশাদ। আমিরাতের বিপক্ষে সিরিজের আগে দলের ক্যাম্পে যোগ দেওয়ার আগে দুই বাংলাদেশি ক্রিকেটার তিন রাত দুবাই বিমানবন্দরে আটকে ছিলেন।  

এর আগে বিসিবি জানায়, পাকিস্তান সফরের বিষয়ে ক্রিকেটার ও কোচিং স্টাফদের থেকে মতামত নেবে বোর্ড। কাউকে পাকিস্তান সফরে যাওয়ার জন্য জোর করবে না বলেও জানায় বিসিবি।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প ক স ত ন সফর

এছাড়াও পড়ুন:

নির্বাচনের দিন অমোচনীয় কালি সরবরাহ না হলে ভোট গ্রহণ বন্ধ থাকবে: ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে অমোচনীয় কালি সরবরাহ না করলে ভোট গ্রহণ বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতারা। এ ছাড়া এমফিল কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থী হওয়ার যোগ্যতা না দিয়ে ইচ্ছাকৃতভাবে ছাত্রদলকে ভোট প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তাঁরা।

রোববার উপাচার্যের সভাকক্ষে রাজনৈতিক ও সক্রিয় সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত জকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫–এর আচরণবিধিবিষয়ক এক মতবিনিময় সভায় ছাত্রদলের নেতারা এমন মন্তব্য করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, ‘নির্বাচনে যদি কোনো ধরনের অনিয়মের ঘটনা ঘটে, তাহলে আমরা একচুল ছাড় দেব না। আমি প্রতিজ্ঞা করছি, যদি কোনো ধরনের অনিয়ম হয়— কোনো ছাড় হবে না। নির্বাচনের সময় অমোচনীয় কালি ব্যবহার করতে হবে। যদি নির্বাচন কমিশন অমোচনীয় কালি ব্যবহার করতে ব্যর্থ হয়, তাহলে ভোট গ্রহণ বন্ধ থাকবে।’

ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে ‘ম্যানুয়ালি’ ভোট গণনার দাবি জানিয়ে শামসুল আরেফিন বলেন, ‘কত ব্যালট ছাপানো হলো, কত ভোট গণনা হলো, কত ব্যালট নষ্ট হলো—এসব তথ্য স্বচ্ছতার সঙ্গে প্রকাশ করতে হবে। কারণ, আমরা ডাকসুতে ব্যালট কেলেঙ্কারির অভিযোগ সম্পর্কে জানি।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান অভিযোগ করেন, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বিধিমালায় এমফিল শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থী হওয়ার যোগ্যতা না দিয়ে ছাত্রদলকে ‘মাইনাস’ করার একটি মাস্টারপ্ল্যান করা হয়েছে। তিনি বলেন, ‘জকসু গঠন ও পরিচালনা বিধিমালায় বলা হয়েছে, তফসিল ঘোষণার পর নিয়মিত শিক্ষার্থী ভোটার কিংবা প্রার্থী ছাড়া কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। অন্যদিকে এমফিল শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থীর যোগ্যতা না দিয়ে আমাদের মাইনাস করা ছিল মাস্টারপ্ল্যান—আর সেই মাস্টারপ্ল্যান সফল হয়েছে।’

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপাচার্য রেজাউল করিম, প্রক্টর, সিন্ডিকেটের সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫-এর নির্বাচন কমিশনার এবং বিশ্ববিদ্যালয়ে সক্রিয় বিভিন্ন সংগঠনের নেতারা।

সম্পর্কিত নিবন্ধ