বাংলাদেশি ব্র্যান্ডগুলোকে সৌদি আরবের খুচরা বাজারে সরাসরি পণ্য সরবরাহের ব্যবস্থা করে দিতে সরবরাহ চ্যানেল চালু করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশের বাণিজ্যিক প্ল্যাটফর্ম শপআপ এ উপলক্ষে অংশীজনদের নিয়ে ঢাকার একটি হোটেলে ‘গেটওয়ে গালফ’ আয়োজন করেছে। এতে নতুন চ্যানেল চালুর এই ঘোষণা দেওয়া হয়।

সম্প্রতি শপআপ ও সারি একীভূত হয়ে গঠন করা হয় সিল্ক নামের নতুন কোম্পানি। যার মাধ্যমে সৃষ্টি হয়েছে নতুন সরবরাহ চ্যানেল। সিল্কের লক্ষ্য হলো বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক সেতুবন্ধন সৃষ্টির মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণ, বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা এবং নতুন সম্ভাবনার দ্বার খুলতে সাহায্য করা। স্থানীয় পণ্য ও সেগুলোর প্রস্তুতকারকদের গালফ, দক্ষিণ এশিয়া ও অন্যান্য অঞ্চলের দ্রুত বেড়ে ওঠা বাজারগুলোর উদ্যোক্তাদের সঙ্গে যুক্ত করিয়ে দেওয়ার মাধ্যমে এসব প্রতিষ্ঠানকে বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে চায় প্ল্যাটফর্মটি।

নতুন চ্যানেলের যাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গভর্নর আহসান এইচ মনসুর। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি, যুক্তরাজ্যের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান ও ব্যবসায়িক অংশীদারেরা।

প্রধান অতিথির বক্তব্যে আহসান এইচ মনসুর বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত সম্ভাবনাময় পণ্য নিয়ে বাংলাদেশকে নতুন বাজারে প্রবেশের দারুণ সুযোগ তৈরি করেছে প্ল্যাটফর্মটি। এর ফলে আরও বাংলাদেশি ব্র্যান্ড বিশ্ববাজারে সাফল্যের স্বাক্ষর রাখার সুযোগ পাবে।

সিল্কের প্রতিষ্ঠাতা ও গ্রুপের প্রধান নির্বাহী আফিফ জামান বলেন, ঐতিহ্যবাহী শস্য থেকে শুরু করে দৈনন্দিন গৃহস্থালি সামগ্রী পর্যন্ত বাংলাদেশি অনেক পণ্যেরই বৈশ্বিক ব্র্যান্ড হওয়ার সামর্থ্য রাখে। সঠিক ব্র্যান্ডিং ও প্রবেশাধিকার পেলে বাংলাদেশের অনেক পণ্য বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করতে পারবে। আমাদের প্ল্যাটফর্ম সেই সেতুবন্ধনই তৈরি করছে, যার শুরু হচ্ছে গালফ অঞ্চল দিয়ে।

অনুষ্ঠানে নজর কেড়েছে প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা হাফিজুর রহমানের গল্প। যিনি এই প্ল্যাটফর্ম ব্যবহার করে সৌদি আরবে মুড়ি রপ্তানি করে সফলতা পেয়েছেন। স্থানীয় উৎপাদকদের জন্য নতুন বাজারের দ্বার উন্মুক্ত করতে সিল্কের সম্ভাবনাকেই তুলে ধরে হাফিজুরের গল্প।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প ল য টফর ম ব যবস

এছাড়াও পড়ুন:

ইয়ামাহা এফজেড ২৫ এর সরবরাহ শুরু

মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহা এফজেড ২৫ অবশেষে বাংলাদেশের বাজারে সরবরাহ শুরু করেছে। গত ১১ই এপ্রিল রাজধানী ঢাকায় এক জমকালো লঞ্চিং অনুষ্ঠানে এসিআই মটরস, ইয়ামাহার টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার, এই বহুল প্রতীক্ষিত মডেলটি আনার ঘোষণা দেয়। এরপরই শুরু হয় অনলাইন প্রি-বুকিং, যেখানে গ্রাহকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়া যায়।

রোববার রাজধানী ঢাকাসহ সারাদেশে আনুষ্ঠানিকভাবে ইয়ামাহা এফজেড ২৫ এর সরবরাহ শুরু হয়েছে। ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে এক বিশেষ ডেলিভারি সেলিব্রেশনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এসিআই মটরসের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব সুব্রত রঞ্জন দাস উপস্থিত ছিলেন এবং তিনি ভাগ্যবান গ্রাহকদের হাতে নতুন এফজেড ২৫ এর চাবি তুলে দেন।

নতুন বাইক হাতে পাওয়ার আনন্দে ক্রেতাদের মধ্যে দেখা গেছে বাঁধভাঙা উৎসাহ ও উদ্দীপনা।

এই মডেলটি বাজারে আসার পর থেকেই মোটরসাইকেল প্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছিল এবং প্রি-বুকিংয়ের অভাবনীয় সাড়া তারই প্রমাণ। এসিআই মটরসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা দ্রুততম সময়ে সকল প্রি-বুকিংকারী গ্রাহকদের কাছে বাইকটি পৌঁছে দিতে বদ্ধপরিকর।

ইয়ামাহা এফজেড ২৫ এর সরবরাহ শুরু হওয়ার ঘটনা বাংলাদেশের মোটরসাইকেল বাজারে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। অত্যাধুনিক ফিচার এবং আকর্ষণীয় ডিজাইনের এই বাইকটি তরুণ প্রজন্মের মধ্যে বিশেষ জনপ্রিয়তা লাভ করবে বলে আশা করা যাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি

সম্পর্কিত নিবন্ধ

  • চার-পাঁচ হাতবদল হওয়াসহ পণ্যের দাম বৃদ্ধির যত কারণ
  • নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধার আওতায় আসছে ইসলামী বিশ্ববিদ্যালয়
  • পল্লী বিদ্যুৎ সমিতির ‘মার্চ টু ঢাকা’ বুধবার
  • লোডশেডিংয়ে ‘নাকাল’ গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
  • ইবিতে স্থাপিত হবে বৈদ্যুতিক উপকেন্দ্র
  • মসজিদে দাঁড়িয়ে প্রতিজ্ঞা: ভালো হতে চেয়ে হলেন মাদক সম্রাট
  • ইসরায়েলি পণ্য বর্জন করতে যাচ্ছে যুক্তরাজ্যের বৃহৎ খুচরা বিক্রয় প্রতিষ্ঠান কো-অপ
  • তাহলে কি অ্যাপলের কারখানা আর চীন থেকে ভারতে যাচ্ছে না
  • ইয়ামাহা এফজেড ২৫ এর সরবরাহ শুরু