সৌদি আরবের খুচরা বাজারে যাচ্ছে বাংলাদেশি পণ্য
Published: 21st, May 2025 GMT
বাংলাদেশি ব্র্যান্ডগুলোকে সৌদি আরবের খুচরা বাজারে সরাসরি পণ্য সরবরাহের ব্যবস্থা করে দিতে সরবরাহ চ্যানেল চালু করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশের বাণিজ্যিক প্ল্যাটফর্ম শপআপ এ উপলক্ষে অংশীজনদের নিয়ে ঢাকার একটি হোটেলে ‘গেটওয়ে গালফ’ আয়োজন করেছে। এতে নতুন চ্যানেল চালুর এই ঘোষণা দেওয়া হয়।
সম্প্রতি শপআপ ও সারি একীভূত হয়ে গঠন করা হয় সিল্ক নামের নতুন কোম্পানি। যার মাধ্যমে সৃষ্টি হয়েছে নতুন সরবরাহ চ্যানেল। সিল্কের লক্ষ্য হলো বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক সেতুবন্ধন সৃষ্টির মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণ, বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা এবং নতুন সম্ভাবনার দ্বার খুলতে সাহায্য করা। স্থানীয় পণ্য ও সেগুলোর প্রস্তুতকারকদের গালফ, দক্ষিণ এশিয়া ও অন্যান্য অঞ্চলের দ্রুত বেড়ে ওঠা বাজারগুলোর উদ্যোক্তাদের সঙ্গে যুক্ত করিয়ে দেওয়ার মাধ্যমে এসব প্রতিষ্ঠানকে বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে চায় প্ল্যাটফর্মটি।
নতুন চ্যানেলের যাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গভর্নর আহসান এইচ মনসুর। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি, যুক্তরাজ্যের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান ও ব্যবসায়িক অংশীদারেরা।
প্রধান অতিথির বক্তব্যে আহসান এইচ মনসুর বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত সম্ভাবনাময় পণ্য নিয়ে বাংলাদেশকে নতুন বাজারে প্রবেশের দারুণ সুযোগ তৈরি করেছে প্ল্যাটফর্মটি। এর ফলে আরও বাংলাদেশি ব্র্যান্ড বিশ্ববাজারে সাফল্যের স্বাক্ষর রাখার সুযোগ পাবে।
সিল্কের প্রতিষ্ঠাতা ও গ্রুপের প্রধান নির্বাহী আফিফ জামান বলেন, ঐতিহ্যবাহী শস্য থেকে শুরু করে দৈনন্দিন গৃহস্থালি সামগ্রী পর্যন্ত বাংলাদেশি অনেক পণ্যেরই বৈশ্বিক ব্র্যান্ড হওয়ার সামর্থ্য রাখে। সঠিক ব্র্যান্ডিং ও প্রবেশাধিকার পেলে বাংলাদেশের অনেক পণ্য বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করতে পারবে। আমাদের প্ল্যাটফর্ম সেই সেতুবন্ধনই তৈরি করছে, যার শুরু হচ্ছে গালফ অঞ্চল দিয়ে।
অনুষ্ঠানে নজর কেড়েছে প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা হাফিজুর রহমানের গল্প। যিনি এই প্ল্যাটফর্ম ব্যবহার করে সৌদি আরবে মুড়ি রপ্তানি করে সফলতা পেয়েছেন। স্থানীয় উৎপাদকদের জন্য নতুন বাজারের দ্বার উন্মুক্ত করতে সিল্কের সম্ভাবনাকেই তুলে ধরে হাফিজুরের গল্প।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প ল য টফর ম ব যবস
এছাড়াও পড়ুন:
ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় আজ সোমবার ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গতকাল রোববার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় ঢাকা অংশের ৯টি খালে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজ করা হবে। এ জন্য সোমবার সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
এলাকাগুলো হলো টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদালদোয়া, সানাড়পাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া সরণি, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসী বাংলা হাসপাতাল, শনির আখড়া, আরএস টাওয়ার–সংলগ্ন এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল, মৃধাবাড়ী, কাজলা, ভাঙ্গাব্রিজ, ডেমরা, স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, পাইটি, জহির স্টিল, শাহরিয়ার স্টিল, ধার্মিক পাড়া ও কাউন্সিল।