২০০২ সালে ‘জেমস বন্ড’ সিনেমা ‘ডাই অ্যানাদার ডে’ দিয়ে বিশ্বব্যাপী ব্যাপক পরিচিতি পান ব্রিটিশ অভিনেত্রী রোজামুন্ড পাইক। তবে এ সিনেমার অডিশনে গিয়ে অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় তাঁকে। সম্প্রতি হারপারস বাজার ইউকে সাময়িকীতে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন তিনি।

পাইক বলেন, ‘অডিশনের সময় আমাকে বলা হয়েছিল, আমি যেন আমার পোশাক খুলে রাখি;  শুধু অন্তর্বাস পরে দাঁড়িয়ে থাকি।’ তিনি তখনই আপত্তি জানান। পাইকের ভাষায়, ‘আমি ভাবলাম, যদি চরিত্রটা পাই, পর্দায় এমন দৃশ্য করব, এখন নয়। আমি জানি না, কী ভেবে ওরা এমন বলেছিল।’

‘ডাই অ্যানাদার ডে’ সিনেমায় রোজামুন্ড পাইক। আইএমডিবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ খলিল

ছবি: সংগৃহীত

সম্পর্কিত নিবন্ধ