সিরাজগেঞ্জর উল্লাপাড়ার হাটিকুমরুল মোড় থেকে আরাফাত (৪০) নামে এক হোটেল শ্রমিকের মুখ থেঁতলানো মরদেহ উদ্ধার করে পুলিশ। ইটের আঘাতে মুখমণ্ডল বিকৃত মরদেহটি শুক্রবার দুপুরে হাটিকুমরুল গোলচত্তরের ‘সওজ হাইওয়ে রেস্ট হাউজের’ পেছনের ফাঁকা স্থান জায়গা থেকে উদ্ধার করা হয়।

নিহত আরাফাত হোসেন (৪০) উল্লাপাড়ার চড়িয়া কালিবাড়ির সিল্কসিটি হোটেলের কর্মচারী ছিলেন। তার বাড়ি ফরিদপুর জেলায় হলেও তিনি বিয়ের পর জেলার রায়গঞ্জ উপজেলার নিমগাছিতে শ্বশুরবাড়ি থাকতেন।

এদিকে, খুনের সঙ্গে জড়িত সন্দেহে আরাফাতের এক বন্ধুকে সন্ধ্যায় আটক করে ডিবি পুলিশ। ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে। অন্যদিকে, খুনের নেপথ্যে আরাফাতের স্ত্রীর সঙ্গে তার বন্ধুর প্রেমের পাশাপাশি চুরির টাকার ভাগবাটোয়ারার দ্বন্দ্বের বিষয় থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা ডিবি পুলিশের। তবে তদন্তের স্বার্থে আপাতত বন্ধুর নাম প্রকাশ করতে সম্মত হননি ডিবি পুলিশের ওসি মো.

একরামুল হক। তিনি বলেন, পুলিশ সুপারের নির্দেশে ঘটনার ছায়া তদন্ত চলছে। খুনের নেপথ্যে আরাফাতের স্ত্রীর সঙ্গে তার নিকটতম বন্ধুর প্রেমের পাশাপাশি চুরিচামারির টাকাপয়সার নিয়ে ভাগবাটোয়ারার দ্বন্দ্বের বিষয় থাকতে পারে। সবকিছুই নিয়েই ছায়া তদন্ত চলছে।

সলঙ্গা থানার এসআই পুলক সরকার জানান, নিহতের মরদেহ উদ্ধার করার পর ময়নাতদেন্তর জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সলঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে। ছায়া তদন্তও করছে ডিবি পুলিশ।

এসআই পুলক আরো বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হোটেলে কাজ করার জন্য শ্বশুরবাড়ি থেকে বের হন আরাফাত। শুক্রবার সকালে ঘটনাস্থলে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সংবাদ দেয়। তার মুখমণ্ডল ইট দিয়ে থেঁতলে দেওয়া অবস্থায় পাওয়া যায়।

উৎস: Samakal

কীওয়ার্ড: স র জগঞ জ উল ল প ড় ল শ উদ ধ র আর ফ ত তদন ত মরদ হ

এছাড়াও পড়ুন:

সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা, কিশোর নিহত

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়ক বিভাজকে ধাক্কা দিয়েছে একটি মোটরসাইকেল। এ ঘটনায় মোটরসাইকেলটির আরোহী কিশোর নিহত ও চালক আহত হয়েছেন।

রবিবার (২ নভেম্বর) সকালে রাজবাড়ী ফয়ার সা‌র্ভিস অ‌ফি‌সের সাম‌নে রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়‌কে দুর্ঘটনাটি ঘটে। আহলা‌দিপুর হাইও‌য়ে থানার এসআই সাজ্জাদ হো‌সেন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

সিলেটে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, বাবা-মেয়ে নিহত

সিলেটে পাথরবাহী ট্রাক্টরচাপায় পর্যটক নিহত, আহত ৫

মারা যাওয়া কি‌শোরের নাম রিয়াদ আলী শেখ (১৪)। সে সদর উপ‌জেলার দদ‌শি ইউ‌নিয়‌নের বড়‌দোয়াল গ্রা‌মের রহমত আলী শে‌খের ছে‌লে। আহত রওনক সরকার‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

রাজবাড়ী ফায়ার সা‌র্ভিসের স‌ব-‌স্টেশন কর্মকর্তা মো. হা‌ফিজুর রহমান বলেন, “দ্রুত গতির মোটরসাইকেলটি আজ সকাল ৯টা ৫০ মি‌নি‌টের দি‌কে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। আমরা ফায়ার সা‌র্ভিসের সদস্যরা তাৎক্ষ‌ণিক আহতদের উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে যাই।”

স্থানীয়‌দের বরা‌তে আহলা‌দিপুর হাইও‌য়ে থানার এসআই সাজ্জাদ হো‌সেন জানান,‌ রিয়াদ ও রওনক সকা‌লে মোটরসাই‌কেল যো‌গে রাজবাড়ী বাজা‌রে যা‌চ্ছি‌লেন। ফায়ার সা‌র্ভিস অ‌ফি‌সের সাম‌নে মোটরসাই‌কেল নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কের বিভাজকে ধাক্কা দেয়। ফলে তারা আহত হন। ফায়ার সা‌র্ভিসের সদস্যরা তাদের উদ্ধার ক‌রে রাজবাড়ী হাসপাতা‌লে নি‌য়ে যান। সেখানকার চি‌কিৎসক রিয়াদ‌কে মৃত ঘোষণা ক‌রেন। 

তিনি ব‌লেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঢাকা/রবিউল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • ‎নামাজরত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ৩ পুলিশ আহত
  • দেশের প্রথম মালয়েশিয়ান ডিগ্রি ক্যাম্পাস: ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস
  • সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা, কিশোর নিহত