মাখন মাষকলাই ডালমাখন মাষকলাই ডাল

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ইশরাকের বিষয়ে মতামত চেয়ে আইন মন্ত্রণালয়ে স্থানীয় সরকার বিভাগের চিঠি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনের বিষয়ে সিদ্ধান্তের জন্য আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে স্থানীয় সরকার বিভাগ।

বৃহস্পতিবার (১৫ মে) স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত ‘মতামত প্রদান সংক্রান্ত’ শিরোনামে একটি চিঠি আইন ও বিচার বিভাগের সচিব বরাবর পাঠানো হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে নির্বাচনী ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা জজ, প্রথম আদালত, ঢাকা-এ দায়েরকৃত নির্বাচনী মামলা নম্বর ১৫/২০২০-এর ২৭ মার্চ ২০২৫ আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের আপিল দায়ের না করার সিদ্ধান্ত ও স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ধারা ৬ বিবেচনাক্রমে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে কোনো আইনগত জটিলতা আছে কি না, এ বিষয়ে মতামতের জন্য আইন ও বিচার বিভাগে চিঠি পাঠানো হয়েছে।

আরো পড়ুন:

ঢাবি শিক্ষার্থী সাম্যর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল কাল

ঢাবির মুরুব্বিয়ানা বন্ধ করতে হবে: শরিফ ওসমান

নির্বাচনী ট্রাইব্যুনালের মামলাটিতে বাংলাদেশ নির্বাচন কমিশন পক্ষভুক্ত বিবাদী হলেও কমিশন প্রতিদ্বন্দ্বিতা না করায় মামলাটিতে একতরফা সূত্রে রায় প্রদান, আরজি সংশোধন সংক্রান্ত হাইকোর্টের রায়কে আমলে না নিয়ে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়, এ রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্ট এ রিট পিটিশন (নম্বর-৮১৩৭/২০২৫) দাখিল, বরিশাল সিটি করপোরেশনের জনৈক পরাজিত মেয়র প্রার্থীর অনুরূপ আবেদন নির্বাচনী ট্রাইব্যুনালে খারিজ, সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচনের পরে মেয়াদকাল সংক্রান্ত জটিলতা নিরসনে আইনগত বাধা রয়েছে কি না জানতে স্থানীয় সরকার বিভাগ এই চিঠি পাঠিয়েছে।

এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন জানান, আইনগত দিক বিবেচনায় প্রয়োজনীয় মতামত পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত নিবন্ধ