কথাটা বলেছেন স্বয়ং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ক্রিস্টিয়ানো রোনালদোর নাকি ক্লাব বিশ্বকাপে খেলার সম্ভাবনা আছে। এ নিয়ে নাকি আলোচনা চলছে। শুধু তা–ই নয়, ক্লাব বিশ্বকাপে মেসি এবং রোনালদোকে এক দলে খেলতে দেখতে চান ইনফান্তিনো।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ইউটিউবার ও অনলাইন স্ট্রিমার স্পিডের আইশোস্পিড চ্যানেলে একটি সাক্ষাৎকার দিয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো। সেখানে ক্লাব বিশ্বকাপে মেসি-রোনালদোর একসঙ্গে খেলার সম্ভাবনার কথা জানিয়েছেন ফিফা সভাপতি।

দুই কিংবদন্তিকে ‘গ্রেট খেলোয়াড়’ সম্বোধন করে রোনালদোকে নিয়ে ইনফান্তিনো বলেন, ‘ক্লাব বিশ্বকাপে খেলতে পারেন ক্রিস্টিয়ানো; এ নিয়ে আলোচনা চলছে। কে জানে কোনো ক্লাব হয়তো তাকে সই করাতে চায়। এখনো কয়েক সপ্তাহ বাকি আছে। মজা হবে।’

আরও পড়ুননাটকীয় মৌসুম শেষে অবিশ্বাস্য গোলে লিগ শিরোপা ম্যারাডোনার নাপোলির১ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রে আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো টুর্নামেন্টটি ৩২ দল নিয়ে আয়োজিত হবে। রোনালদোর দল আল নাসর ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। সৌদি আরব থেকে শুধু আল হিলাল সুযোগ পেয়েছে এ টুর্নামেন্টে।

কয়েক মাস আগে ইন্টার মায়ামিকে ঘিরে একটি গুঞ্জন চাউর হয়েছিল। মেজর লিগ সকারের ক্লাবটি নাকি রোনালদোকে দলে ভেড়াতে চায়! আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এ নিয়ে মেসির সঙ্গে কথাও হয়েছে মায়ামির সহমালিক ও ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার ডেভিড বেকহামের। মেসি নাকি রোনালদোকে নিয়ে আসার বিষয়ে সম্মতিও দিয়েছেন। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, বেকহাম নিজেই নাকি এ বিষয়ে রোনালদোকে রাজি করানোর চেষ্টা করছেন।

ইনফান্তিনো এ নিয়ে বলেছেন, ‘আমি তাদের একসঙ্গে খেলতে দেখতে চাই। এই টুর্নামেন্টে তারা যদি একসঙ্গে খেলে তাহলে কেমন হবে ভাবতে পারেন! এটা হবে বিশেষ কিছু।’ শুধু রোনালদোই নয়, টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে রিয়াল কিংবদন্তি লুকা মদরিচেরও মায়ামিতে যোগ দেওয়ার সম্ভাবনা আছে।

আরও পড়ুনহামজাদের সামনে ৩৬৫ কোটি টাকার ম্যাচ২ ঘণ্টা আগে

গত বছর এমএএলএস সাপোটার্স শিল্ডজয়ী মায়ামি আয়োজক দেশের দল হিসেবে এবার ক্লাব বিশ্বকাপে খেলবে। ১৪ জুন মিসরের ক্লাব আল আহলির মুখোমুখি হবে হাভিয়ের মাচেরানোর দল। এরপর ১৯ জুন তাদের প্রতিপক্ষ পর্তুগালের পোর্তো ও ২৩ জুন ব্রাজিলের পালমেইরাসের মুখোমুখি হবে মায়ামি।

আল নাসরের সঙ্গে রোনালদোর বর্তমান চুক্তির মেয়াদ ফুরোবে আগামী মাসে। দ্য অ্যাথলেটিক জানিয়েছে, সৌদি প্রো লিগের ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে কথা চালিয়ে যাচ্ছেন এই কিংবদন্তি। কিন্তু দুই পক্ষ এখনো সম্মতিতে পৌঁছাতে পারেনি। আল নাসর ছেড়ে ধারে অন্য কোনো ক্লাবে যোগ দেওয়ার পরিকল্পনা রোনালদোর নেই বলে জানিয়েছে এই সংবাদমাধ্যম। তবে গুঞ্জন উঠেছে, সৌদি আরব ছেড়ে রোনালদো নাকি ব্রাজিলের ঘরোয়া ফুটবলে নাম লেখাতে পারেননি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক ল ব ব শ বক প ইনফ ন ত ন

এছাড়াও পড়ুন:

বন্ধু এন্ড্রু কিশোরকে নিয়ে স্মৃতিকাতর হানিফ সংকেত

তিনি ছিলেন গানপাগল একজন মানুষ। গানের ভেতরেই ছিল যার নিঃশ্বাস, আবেগ, আত্মা। তিনি এন্ড্রু কিশোর—বাংলা চলচ্চিত্রের অমর ‘প্লেব্যাক সম্রাট’। রবিবার (৬ জুলাই) তার পঞ্চম প্রয়াণ দিবস। এ দিনটিতে বন্ধুকে হারানোর বেদনায় স্মৃতিকাতর হয়ে পড়েন বরেণ্য ব্যক্তিত্ব হানিফ সংকেত। 

ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির উপস্থাপক ও নির্মাতা হিসেবে বহুদিন একসঙ্গে পথচলা, আড্ডা, কাজ—সব মিলিয়ে এক গভীর বন্ধুত্ব গড়ে উঠেছিল তাদের মধ্যে। সেই বন্ধুর স্মৃতিতে হৃদয় ছুঁয়ে যাওয়া কিছু কথা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন হানিফ সংকেত। 

লেখার শুরুতে হানিফ সংকেত লেখেন, “আজ বন্ধু এন্ড্রু কিশোরের পঞ্চম প্রয়াণ দিবস। যার কাছে গানই ছিল জীবন-মরণ, গানই ছিল প্রাণ। এই গানের জন্যই মানুষ তাকে ভালোবাসতো, দিয়েছিল ‘প্লেব্যাক সম্রাট’ উপাধি।” 

একসঙ্গে বিভিন্ন দেশ ভ্রমণের স্মৃতিচারণ করে হানিফ সংকেত লেখেন, “কিশোর যেমন প্রাণ খুলে দরাজ গলায় গাইতে পারতো, তেমনি সবার সঙ্গে প্রাণ খুলে মিশতেও পারতো। চার দশকের বেশি সময়ের সম্পর্ক ছিল আমাদের। একসঙ্গে অনেক দেশ সফর করেছি, অনেক আড্ডা দিয়েছি। ‘ইত্যাদি’-তে সে ছিল প্রায় নিয়মিত শিল্পী।” 

প্রিয় বন্ধুকে কখনো ভুলতে পারবেন না। তা জানিয়ে হানিফ সংকেত লেখেন, “একজন আদর্শ শিল্পী, একজন মানবিক মানুষ ছিল কিশোর। গানের মাধ্যমেই সে বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে। বন্ধু, ভুলিনি তোমায়—ভুলব না, ভুলতেও পারব না। ভালো থেকো, শান্তিতে থেকো।” 

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ২০২০ সালের ৬ জুলাই সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে রাজশাহীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর। প্রায় ১৫ হাজার গানে কণ্ঠ দেওয়া এই কিংবদন্তি শিল্পী ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হয়েছেন।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • হোয়াটসঅ্যাপে আসছে থ্রেডেড রিপ্লাই, যে সুবিধা পাওয়া যাবে
  • হত্যাকাণ্ডের পর গা ঢাকা, একসঙ্গে গ্রেপ্তার ৭ আসামি
  • লুভর মিউজিয়াম
  • ফেসবুকে পরিচয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে তরুণী প্রেম, থানায় সমাপ্তি 
  • নিশো-চঞ্চল একসঙ্গে ‘দম’
  • একসঙ্গে নৈশভোজ, ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিলেন নেতানিয়াহু
  • রাশমিকার সঙ্গে জুটি বাঁধতে বিজয়ের কেন আপত্তি?
  • ‘ভালো থেকো, শান্তিতে থেকো’, বন্ধু এন্ড্রু কিশোরের প্রয়াণ দিবসে হানিফ সংকেত
  • বন্ধু এন্ড্রু কিশোরকে নিয়ে স্মৃতিকাতর হানিফ সংকেত