বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব মারা গেছেন। মাত্র ৫৪ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুর কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এমনকি তার ভাই অভিনেতা ভাই রাহুল দেবও এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
মুকুল দেব ‘সন অব সরদার ২’, ‘কে স্ট্রিট পালি হিল’, এবং ‘ঘরওয়ালি উপরওয়ালি’-র মতো কাজের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। এই অভিনেতার আকস্মিক মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।
অভিনেত্রী দীপশিখা নাগপাল ইনস্টাগ্রামে তাকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেন। অন্যদিকে বন্ধু বিন্দু দারা সিং এক্স (টুইটার)-এ শোক প্রকাশ করে জানান, মুকুল গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন এবং হাসপাতালে ভর্তি ছিলেন।
অনেকেই হয়তো জানেন না, ভারতের ‘ফিয়ার ফ্যাক্টর’-এর প্রথম সঞ্চালক ছিলেন মুকুল দেব। পরবর্তীতে এই শো কালার্স টিভির হাতে যাওয়ার পর ‘ফিয়ার ফ্যাক্টর: খাতরো কে খিলাড়ি’ নামে জনপ্রিয়তা পায়। সেই সময় মুকুলের ক্যারিয়ার তুঙ্গে ছিল, বিশেষত ‘ঘরওয়ালি উপরওয়ালি’ টেলিভিশন শো তাকে পরিচিতি এনে দেয়।
ভারতীয় গণমাধ্যম কইমই বলছে, নব্বইয়ের দশকে মুকুল দেবের বলিউডে যাত্রা শুরু হয়েছিল অমিতাভ বচ্চনের প্রোডাকশন হাউজ এবিসিএল প্রযোজিত ‘নাম কেয়া হ্যায়’ ছবির মাধ্যমে। ছবিটির শুটিং ও পোস্ট-প্রোডাকশন শেষ হলেও তা আর মুক্তি পায়নি। এতে মুকুলের সঙ্গে অভিনয় করেছিলেন সুচেতা, সুপ্রিয়া এবং মহেশ ঠাকুর।
এরপর তিনি ‘কাশ্মীর হামারা হ্যায়’ নামের একটি ছবিতে সিনেমায় কাজ করেন। অবিশ্বাস্যভাবে সেটিও মুক্তির মুখ দেখেনি। এছাড়া তার অভিনয় করা ২০ সিনেমা সেলভেড হয়ে আছে। অর্থাৎ আর মুক্তি পায়নি।
মুকুল দেবকে শেষবার দেখা যাবে ‘সন অব সরদার ২’ ছবিতে। অভিনেতা বিন্দু দারা সিং এক্স-এ একটি আবেগঘন ভিডিও পোস্ট করে লেখেন, ‘ভাই মুকুল দেব, শান্তিতে বিশ্রাম নাও! তোমার সঙ্গে কাটানো সময় সবসময় মনে রাখব। ‘সন অব সরদার ২’ তোমার বিদায়ী কাজ, যেখানে তুমি হাসি আর আনন্দ ছড়িয়ে দর্শকদের মন জয় করে নেবে।’ সূত্র: কইমই।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বলিউডে রক
‘জওয়ান’খ্যাত নির্মাতা অ্যাটলি নির্মাণ করতে যাচ্ছেন ‘এ এ ২২’। সেখানে মুখ্য ভূমিকায় থাকছেন আল্লু অর্জুন। ছবিটির বাজেট প্রায় ৮০০ কোটি রুপি। এবার এই ছবি ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছেন অ্যাটলি। সম্প্রতি অ্যাটলি ইনস্টাগ্রামে হলিউডতারকা ‘দ্য রক’খ্যাত ডোয়াইন জনসন এবং ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে নতুন করে ফলো করা শুরু করেছেন। বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল জল্পনা। এই অনাকাঙ্ক্ষিত সংযোগ দেখে কেউ কেউ বলছেন, ‘এ এ ২২’ ছবিতে ডোয়াইন জনসন বা হার্দিক পান্ডিয়ার ক্যামিও থাকতে পারে। কেউ বলছেন, আন্তর্জাতিক দর্শকের কথা মাথায় রেখে অ্যাটলি হয়তো দ্য রককে ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে ভাবছেন। যদিও এ বিষয়ে এখনও প.র্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।