ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের দাপ্তরিক মুঠোফোন নম্বরটি হ্যাকড হয়েছে। ফোন নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে বিভিন্ন নম্বরে খুদে বার্তা পাঠিয়ে দিয়ে টাকা চাওয়া হচ্ছে। বিষয়টি নজরে আসার পর নম্বরটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।

হ্যাকড হওয়া নম্বরটি সাবেক উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সময়ে নেওয়া হয়েছিল। অধ্যাপক আখতারুজ্জামানের পরে সাবেক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল এটি ব্যবহার করেন। পরবর্তী সময়ে উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিয়াজ আহমেদ এটি ব্যবহার করছিলেন। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দাপ্তরিক মুঠোফোন নম্বর।

ওই মুঠোফোন নম্বর থেকে যেসব নম্বরে চ্যাট করা হয়েছে, সেসব নম্বরে আজ শনিবার দুপুরে হ্যাকার ১৫ হাজার টাকা বিকাশ করার জন্য খুদে বার্তা পাঠান। এই বার্তা পেয়ে অনেকে বিস্মিত হন। পরে জানা যায়, হোয়াটসঅ্যাপ নম্বরটি হ্যাকিংয়ের শিকার।

অনলাইন একটি নিউজ পোর্টালের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে উপাচার্যের নম্বর থেকে ১৫ হাজার টাকা চেয়ে খুদে বার্তা পাঠানো হয়। খুদে বার্তায় বলা হয়, ‘বিকাশে ১৫ হাজার টাকা হবে? আমার আর্জেন্ট লাগবে। এখন পাঠিয়ে দেওয়া যাবে?’

আরেকটি খুদে বার্তায় বলা হয়, ‘আমি কালকে ব্যাংক থেকে তুলে দিয়ে দিব সমস্যা নেই।’ এভাবে আরও কয়েকজনকে একই মেসেজ দেওয়া হয়।

এ বিষয়ে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘উপাচার্য স্যারের দাপ্তরিক ফোন নম্বর হ্যাকড হয়েছে। সেখান থেকে অনেকের কাছে টাকা চেয়ে মেসেজ দেওয়া হয়েছিল। বর্তমানে আমরা ডিবিতে জানিয়ে নম্বরটি বন্ধ রেখেছি। তবে উপাচার্যের ব্যক্তিগত নম্বর নিরাপদ আছে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপ চ র য র

এছাড়াও পড়ুন:

চার দিনের সফরে এসেছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট আজ শনিবার ঢাকায় এসেছেন। চার দিনের সফরে এসেছেন। সফরকালে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সরকারের নীতি নির্ধারক ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

জোহানেস জাট ২০২৫ সালের ১ জুলাই দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বাংলাদেশ হচ্ছে তাঁর নতুন দায়িত্বে প্রথম আনুষ্ঠানিক সফর। এর আগে তিনি ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জোহানেস জাট বলেন, ‘এ দেশের মানুষের সঙ্গে আমার বন্ধুত্ব গড়ে উঠেছে, যা আমার মনে দারুণভাবে গেঁথে আছে। আমি সব সময়ই মুগ্ধ হয়েছি, বাংলাদেশের মানুষের দৃঢ়তা, সৃজনশীলতা এবং নিজেদের সন্তানদের জন্য একটি ভালো ভবিষ্যৎ গড়ে তোলার দৃঢ় সংকল্প দেখে। আমি আগ্রহ নিয়ে আবার বাংলাদেশে এলাম, যেন নিজের চোখে দেখে নিতে পারি—গত ১০ বছরে কী অসাধারণ পরিবর্তন হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ধরে রাখা এবং প্রতি বছর কর্মবাজারে প্রবেশ করা প্রায় ২০ লাখ তরুণ-তরুণীর জন্য আরও ভালো ও বেশি কর্মসংস্থান তৈরিতে বিশ্বব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।’

নেদারল্যান্ডসের নাগরিক জোহানেস জাট ১৯৯৯ সালে বিশ্বব্যাংকে যোগ দেন। সর্বশেষ তিনি ব্রাজিলে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি অপারেশনাল পলিসি অ্যান্ড কান্ট্রি সার্ভিসেস বিভাগের পরিচালক ছিলেন। তিনি তুরস্ক, কমরোস, ইরিত্রিয়া, কেনিয়া, রুয়ান্ডা, সেশেলস এবং সোমালিয়ায় কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন।

সম্পর্কিত নিবন্ধ