জ্বালানির সুইচ সরে ইঞ্জিন বন্ধ হওয়ায় আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হয়
Published: 12th, July 2025 GMT
ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের পরপরই এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ বিধ্বস্তের প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আকাশে ওড়ার মাত্র তিন সেকেন্ডের মধ্যে জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ সরে যাওয়ায় দুটি ইঞ্জিনই শক্তি হারিয়ে ফেলে বন্ধ হয়ে যায় বলে প্রতিবেদনে বলা হয়েছে। খবর-বিবিসি
১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী বোয়িংয়ের ওই ড্রিমলাইনার বিমনে বিধ্বস্তের ঘটনায় উড়োজাহাজের পাইলট-ক্রুসহ ২৪১ আরোহী নিহত হন। আর যে ভবনে বিমানটি বিধ্বস্ত হয় তা স্থানীয় বিজে মেডিকেল কলেজের ছাত্রদের একটি হোস্টেল। ওই সময় হোস্টেলের ক্যান্টিনে অনেকে দুপুরের খাবার খাচ্ছিলেন। সমমিলিয়ে ওই দুর্ঘটনায় অন্তত ২৯৪ জনের মৃত্যু হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব ম ন ব ধ বস ত ব ধ বস ত
এছাড়াও পড়ুন:
ব্যবসায়ী সোহাগকে হত্যার প্রতিবাদে রংপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
রাজধানী ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে পাথর মেরে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ‘সাধারণ বিপ্লবী শিক্ষার্থী’ ব্যানারে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১২ জুলাই) দুপুরে রংপুর জিলা স্কুল মোড় থেকে মিছিল শুরু হয়। প্রায় ছয় কিলোমিটার পায়ে হেঁটে শহরের প্রধান সড়ক অতিক্রম করে এক ঘণ্টা পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহীদ আবু সাঈদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ ছাত্রশিবির, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেয়। বিক্ষোভকারীরা ‘চাঁদাবাজের ঠিকানা, এ বাংলায় হবে না’, ‘হত্যা করার অধিকার কে দিল রে জানোয়ার’সহ নানা স্লোগানে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান এবং সোহাগ হত্যার দ্রুত বিচার দাবি করেন।
আরো পড়ুন:
দুই স্কুলের ২২ শিক্ষক পাস করাতে পারেননি ৩০ শিক্ষার্থীকে!
কুড়িগ্রামের ৩ বিদ্যালয়ে কেউ পাস করেনি
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলার আহ্বায়ক ইমরান আহমদ বলেন, “৫ আগস্টের পর একটি দল ক্ষমতার শূন্যস্থান দখল করে সারা দেশে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলদারি ও খুনোখুনির মাধ্যমে জনজীবনে ভয়ংকর অনিরাপত্তা তৈরি করেছে। তারা যেন নিজেদেরই রাষ্ট্রের মালিক মনে করছে। এই নব্য-ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করতেই আমরা রাজপথে নেমেছি।”
এ সময় আরো কয়েকজন ছাত্রনেতা বক্তব্য রাখেন এবং পাথর মেরে একজন সাধারণ ব্যবসায়ীকে হত্যার নৃশংসতার নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। চাঁদাবাজির রাজনীতি এই বাংলায় হবে না হলেও হুঁশিয়ারি দেন তারা।
বিক্ষোভ মিছিল ঘিরে রংপুর শহরের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হলেও গোটা পথজুড়ে সেনাবাহিনী ও পুলিশের কড়া নজরদারি ছিল।
গত বুধবার (৯ জুলাই) পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনের সড়কে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে এলোপাতাড়ি আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল চারজনকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কারের কথা জানিয়েছে।
ঢাকা/আমিরুল/বকুল