গ্রীষ্মের সন্ধ্যা তখন টরন্টোর আকাশে নামছে ধীরে ধীরে। শহরজুড়ে ছড়িয়ে পড়ছে এক অন্যরকম উন্মাদনা–যা ছিল না কেবল একটি কনসার্ট ঘিরে; বরং ছিল এক প্রবাসী জাতিসত্তার গর্ব, ছিল দীর্ঘ প্রতীক্ষার পর ফের বাংলার সুরে আত্মার মুক্তি খোঁজার মতো কিছু।

এই ৫ জুলাই, শনিবার, টরন্টোর গ্লোবাল কিংডম মিনিস্ট্রিস অডিটোরিয়াম যেন হয়ে উঠেছিল ঢাকার গান-বাজনার গলিঘুঁজির প্রতিচ্ছবি। কারণ সেদিন ছিল ‘বং বিটস ব্যাশ’, একটি বহুল আকাঙ্ক্ষিত বাংলা সংগীত উৎসব– যা শুধু পারফরম্যান্স নয়, ছিল অনুভবের, সংযোগের এবং সত্তার উদযাপন।

এক মঞ্চে তিন তারকা, সঙ্গে নতুন প্রজন্ম
বাংলাদেশের তিনজন সুপারস্টার– মিনার রহমান, মিলা এবং প্রীতম হাসান– একই মঞ্চে! এমন কম্বিনেশন এর আগে দেখা যায়নি বললেই চলে। সেই সঙ্গে মঞ্চ মাতিয়েছে কানাডিয়ান বাংলা ব্যান্ড শুর, যারা প্রবাসের মধ্যেই গড়ে তুলছে এক নতুন বাংলাসংগীত চেতনা।

শুরের পরিবেশনা দিয়ে সন্ধ্যার সূচনা। গানের প্রতিটি লাইনে ছিল কানাডার বাস্তবতা আর বাংলাদেশের আবেগের এক অসাধারণ মিশেল। 

এরপর শুরু হয় মিনারের মুগ্ধতা ছড়ানো জাদু। ‘কেউ কথা রাখে না’, ‘আহারে আহারে’, ‘ঝুম’– এই গানগুলোতে যেন পূর্ণতা পেল হৃদয়। এক দর্শনার্থী বলছিলেন, ‘এই গানগুলো তো আমরা ইউটিউবে শুনি, আজ সেই কণ্ঠকে সামনে থেকে অনুভব করলাম।’ অনেকেই বলেছেন আমাদের ‘কোল্ডপ্লে’, যার গানের কথা অডিটোরিয়াম ভর্তি দর্শকদের গলায়।

এরপর এলো মিলার সেই বিস্ফোরণ– ‘রিদম ডান্স কুইন’ আবার ফিরে এলেন, যেন টরন্টোর মঞ্চেই তাঁর রাজত্ব! ‘তুমি কি সাড়া দিবে’, ‘বাবুরাম সাপুড়ে’ আর ‘রূপবান’ গানগুলোতে শ্রোতারা উঠে দাঁড়িয়ে নাচতে শুরু করেন। কেউ বলছিলেন, ‘আমার পুরোনো দিনের কনসার্টের স্মৃতি আবার ফিরে এলো!’

অবশেষে এলো সেই মুহূর্ত, যার জন্য সবাইঅপেক্ষা করছিল–প্রীতম হাসান মঞ্চে উঠলেন যেন ঝড়ের মতো। ‘দেওরা’, ‘মালো মা’, ‘খোকা’ ‘উড়াধুরা’, ‘লিচুর বাগানে’– একটার পর একটা হিট ট্র্যাক। মঞ্চে তিনি শুধু গাইছেন না; বরং পুরো অডিটোরিয়ামকে নাচাচ্ছেন, জাগাচ্ছেন, হাসাচ্ছেন।

এই অনুষ্ঠান ছিল এক প্রকার প্রতিজ্ঞা– আমরা ছড়িয়ে থাকলেও, বিচ্ছিন্ন নই
এই কনসার্টে শুধু গান ছিল না– ছিল 
কমিউনিটির ঐক্য, স্মৃতি আর সম্ভাবনার মেলবন্ধন। প্যান্ডেমিকের পর এত বড় পরিসরে, এত সুন্দরভাবে, এত পরিকল্পিত আয়োজন দেখে প্রবাসীরা যেন নতুন করে আশার আলো দেখলেন। পুরো ভেন্যু ছিল নিখুঁতভাবে সাজানো। বাঙালি খাবারের মিনি ফুডকোর্ট যেন এক টুকরো মেলা। নিরাপত্তা, প্রবেশ-নির্গমন ব্যবস্থাপনা, পার্কিং– 
সবকিছুতেই ছিল পেশাদারিত্ব। অনুষ্ঠানটি 
উপস্থাপনায় ছিলেন রাফি আলি ও ইন্দ্রাণী তুষি; যারা মুহূর্তকে মুহূর্তে বেঁধেছেন প্রাণের স্পর্শে। 
সবকিছুর পেছনে ছিলেন এক মস্তিষ্ক ও মন

এই পুরো আয়োজনের মূল কারিগর ছিলেন সাইফুল আজিম মহিম, প্রবাসী একজন সংস্কৃতি উদ্যোক্তা, যিনি মিক্সটেপ 
এক্সপেরিয়েনশিয়াল ইনকরপোরেশনের ব্যানারে এই উৎসবকে বাস্তবায়ন করেছেন। তাঁর নেতৃত্ব, কল্পনা ও সাহসিকতার কারণে এমন একটি স্মরণীয় সন্ধ্যার সাক্ষী হতে পেরেছে প্রবাসী বাঙালিরা।

অনেকেই বলছিলেন, ‘এইরকম আয়োজন যদি বছরে একবারও হয়, তাহলে মনটা বেঁচে থাকবে। আমরা তো শুধু কাজ আর ব্যস্ততার ভেতর ডুবে থাকি। আজ যেন মনটা ফিরে গেল বাংলাদেশে।’

আলো, কিছু ছায়াও যদিও সামগ্রিকভাবে অনুষ্ঠানটি ছিল অসাধারণ, তবুও কিছু ছোটোখাটো খুঁত উঠে এসেছে দর্শকদের মুখে– কিছু সিনিয়র দর্শকের আপত্তি ছিল কনসার্টের শেষদিকে স্ট্যান্ডিং এনগেজমেন্ট নিয়ে, কিছুটা সাউন্ড ব্যালান্সের ঘাটতি ও আলো-ছায়ার ব্যবস্থায় আরও উন্নতির সম্ভাবনা। তবুও একটি বিষয় নিয়ে দ্বিমত নেই– এই কনসার্ট প্রমাণ করেছে, প্রবাসে থেকেও সংস্কৃতিকে কেন্দ্র করে একসঙ্গে থাকা সম্ভব, সম্ভব সম্মিলিত স্বপ্ন দেখা।

এই গল্পটা শুধু এক সন্ধ্যার গল্প নয়। এটি প্রমাণ করে– সংগীতের ভাষা বিশ্বময়; অনুভবের কেন্দ্রটা আজও বাংলা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: টরন ট কনস র ট টরন ট র প রব স

এছাড়াও পড়ুন:

জোহর বাহরুতে কলস‍্যুলেট জেনারেল স্থাপন হবে: তৌহিদ হোসেন

কুয়ালামপুরে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে তিনি মালয়েশিয়া অবস্থান করছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) হাইকমিশনের নতুন চ‍্যান্সারি ভবনে তাকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান হাইকমিশনার মো. শামীম আহসান এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 

এরপর মিশনের মিলনায়তনে সকলের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই হাইকমিশনের কার্যক্রম নিয়ে একটি উপস্থাপনা প্রদান করা হয়।

উপস্থাপনা শেষে হাই কমিশনার স্বাগত বক্তব্য প্রদান করেন যেখানে তিনি প্রথমবারের মত কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন এবং মিশনের সদস্যদের সাক্ষাৎ প্রদানের জন্য পররাষ্ট্র উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জানান। 

এরপর পররাষ্ট্র উপদেষ্টা মিশনের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বক্তব‍্যে পররাষ্ট্র উপদেষ্টা মিশনের কর্মকর্তাদের প্রবাসীদের কল‍্যাণে আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশনা দেন। বিশেষ করে পাসপোর্ট বিতরণসহ অন্যান্য‍ সেবা প্রদানের ক্ষেত্রে প্রবাসীদের সাথে সংবেদনশীল আচরণ এবং সেবার মান উন্নয়নে সর্বোচ্চ মনোযোগ দেয়ার জন‍্য তিনি নির্দেশনা দেন।

প্রবাসীদের সুবিধার্থে কুয়ালালামপুরের বাইরে জোহর বাহরুতে কনস্যুলেট জেনারেল অফিস খোলার বিষয়টি উপদেষ্টা পরিষদে অনুমোদন হয়েছে বলে তিনি জানান। খুব শিগগিরই জোহর বাহরুতে কনস্যুলেট জেনারেল অফিস কার্যক্রম শুরু করতে পারবে বলে জানান তিনি। 

এছাড়া পেনাং-এ কনস্যুলেট জেনারেল অফিস খোলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

মিশনের সকল কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন এবং টিম- স্পিরিট নিয়ে কাজ করার নির্দেশনা দেন তিনি।

মিশনের নানামুখী কর্মতৎপরতায় সন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি হাইকমিশনের কার্যক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা অব‍্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

ঢাকা/হাসান/এস

সম্পর্কিত নিবন্ধ

  • ঘটনার পর ১০ তলার ফ্ল্যাটের গ্রিল ভেঙে পালিয়ে যান স্বামী
  • রুটের সেঞ্চুরি, বুমরাহর ফাইফারের পর ভারতের লড়াই
  • যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে ১ হাজার ৩০০-এর বেশি কর্মী ছাঁটাই
  • ২৪ ঘণ্টা পরই মুদ্রার উল্টো পিঠ দেখলেন সাকিব
  • সাগরিকার হ্যাটট্রিকে প্রথম ম্যাচেই ৯ গোলের জয়
  • সাফ অনূর্ধ্ব–২০: প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে বাংলাদেশ
  • লর্ডসে ব্যতিক্রমী ধৈর্য, রুটের ৯৯ রানে ভর করে লড়াইয়ে ইংল্যান্ড
  • প্রতিবেশীদের কটূক্তি সইতে না পেরে টেনিস খেলোয়াড় মেয়েকে গুলি করে মারলেন বাবা
  • জোহর বাহরুতে কলস‍্যুলেট জেনারেল স্থাপন হবে: তৌহিদ হোসেন