আলোচিত স্মৃতিকথায় মিথ্যা লেখার অভিযোগ
Published: 12th, July 2025 GMT
এই গ্রীষ্মের আলোচিত বইগুলোর একটি রেইনর উইনের লেখা দ্য সল্ট পাথ। বইটি সমালোচকদের দারুণ প্রশংসা কুড়িয়েছে। কিন্তু সম্প্রতি এর গল্পের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।
গত ৬ জুলাই দ্য অবজারভার একটি প্রতিবেদনে দাবি করেছে, লেখক রেইনার উইন তাঁর আত্মজীবনীতে মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। তিনি তাঁর সাবেক এক কর্মস্থল থেকে ৬৪ হাজার পাউন্ড আত্মসাৎ করেন এবং নিজেদের গৃহহীন হয়ে পড়ার বিষয়টি ভুলভাবে পাঠকের কাছে তুলে ধরেন। বইয়ে যেভাবে তাঁদের বাড়ি বাজেয়াপ্ত হওয়ার কথা বলা হয়েছে, তাতেও বিভ্রান্তিকর তথ্য রয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়। এমনকি উইনের স্বামী মথের রোগ নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে দ্য গার্ডিয়ান রেইনার উইনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘অবজারভারের রিপোর্টটি অত্যন্ত বিভ্রান্তিকর। আমি আইনি পরামর্শ নিচ্ছি। আপাতত আর কোনো মন্তব্য করব না।’
উইন বলেন, ‘দ্য সল্ট পাথ বইটি আমাদের জীবনের নির্মম সত্যচিত্র। এটি আমাদের জীবনের প্রকৃত কাহিনি।’
অবজারভার তাদের প্রতিবেদনে দাবি করেছে, উইনের প্রকৃত নাম স্যালি ওয়াকার। তিনি এস্টেট এজেন্সি ও প্রপার্টি সার্ভে ফার্মে হিসাবরক্ষক হিসেবে কাজ করার সময় সেখান থেকে প্রায় ৬৪ হাজার পাউন্ড আত্মসাৎ করেন। ফার্মটির মালিকের স্ত্রীর বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ওই ঘটনার পর ওয়াকারকে গ্রেপ্তার করা হয়েছিল।
সূত্র: দ্য গার্ডিয়ান
গ্রন্থনা: রবিউল কমল
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উইন র
এছাড়াও পড়ুন:
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
সম্প্রতি দেশে পাথর মেরে নৃশংস হত্যাকাণ্ড, লাগামহীন চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা।
শনিবার বাদ ডি আই টি মসজিদ সংলগ্ন সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মাওলানা রবিউল ইসলাম এবং সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা.আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ সভাপতি মাওলানা আব্দুর রশিদ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ৫ই আগস্টের পর একটি রাজনৈতিক দল বেপরোয়াভাবে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর কারণে সারা দেশের ব্যবসায়ী সমাজ ও জনগণ আজ আতঙ্কিত।
খুন, ধর্ষন, চাঁদাবাজি সবই এমনভাবে বেড়ে গেছে যেনো বিগত ১৬ বছরেরই প্রতিচ্ছবি বলে মনে হচ্ছে। সর্বশেষ পুরান ঢাকায় একজন ব্যবসায়ীকে প্রকাশ্যে চাঁদার জন্য ইট নিক্ষেপ করে হত্যা এবং লাশের উপর দাঁড়িয়ে খুনিদের পৈশাচিক উল্লাস যেনো বর্বরতার প্রতীক হয়ে দাড়িয়েছে ।
দিনে দুপুরে, প্রকাশ্যে চাঁদাবাজি করলেও এদেরকে প্রশাসন সমূলে উৎখাত করছে না। আগে এর দিনের পর দিন আরো বেপরোয়া হচ্ছে। তাই এদের বিরুদ্ধে প্রশাসন এবং জনগণের পক্ষ থেকে একযোগে প্রতিরোধ করতে হবে।
অতি অল্পতেই নব্য চাঁদাবাজদের দল যদি সংশোধন না হয় তাহলে জনগণ পুনরায় বিপ্লবের মাধ্যমে এদেশের নব্য চাঁদাবাজদের শায়েস্তা করতে দ্বিতীয়বার ভাববে না।
বক্তারা অবিলম্বে বর্বরোচিত হত্যার বিচার, চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূলের দাবি জানান এবং ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানান।