ঢাকার মিটফোর্ড হাসপাতালে এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি আঘাত করে ও কুপিয়ে হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একদল শিক্ষার্থী। গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এলাকায় ‘শিক্ষার্থীবৃন্দ, শাবিপ্রবি’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।

বিক্ষোভ মিছিলটি শাহপরাণ হলের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন আবাসিক হল ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এতে শিক্ষার্থীরা ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘যুবদলের সন্ত্রাস, রুখে দেবে ছাত্রসমাজ’, ‘চাঁদাবাজের ঠাঁই নাই’—এমন বিভিন্ন স্লোগান দেন।

এই শিক্ষার্থীদের অভিযোগ, পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ নামের এক ব্যবসায়ীকে কয়েকজন ব্যক্তি কুপিয়ে হত্যা করেন। নিহতের পরিবারের করা মামলার ভিত্তিতে ইতিমধ্যে র‍্যাব ও পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। শিক্ষার্থীদের দাবি, এ ঘটনায় বিএনপির সহযোগী সংগঠন যুবদলের নেতারা জড়িত।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবি শাখার আহ্বায়ক পলাশ বখতিয়ার বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ যেভাবে লাশের ওপর নাচ করেছিল, এবার বিএনপির অঙ্গসংগঠন যুবদল সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি করেছে। ৫ আগস্টের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, তা নিশ্চিত করতে হবে। দ্রুত বিচারের দাবি জানান তিনি।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রস্তাব, অনুদান তিন লাখ টাকা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ গবেষণাকেন্দ্রের ২০২৫–২৬ অর্থবছরের জন্য আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করেছে।

ভর্তির জন্য দরকারি

১. গবেষণার বিষয়বস্তু অবশ্যই ‘বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধ’–সম্পর্কিত হতে হবে।

২. প্রতিটি গবেষণা প্রকল্পের অনুদানের পরিমাণ দেওয়া হবে তিন লাখ টাকা। এই প্রকল্পের মেয়াদ থাকবে এক বছর।

আরও পড়ুনপাস করা সব শিক্ষার্থী ভর্তি হলেও খালি থাকবে ১৩ লাখ আসন ৮ ঘণ্টা আগেযা জমা দিতে হবে

১. সর্বোচ্চ ১ হাজার ৫০০ শব্দের মধ্যে প্রয়োজনীয় তথ্য উল্লেখ করে গবেষণার প্রস্তাব জমা দিতে হবে।

২. গবেষণা প্রকল্পের আগ্রহী ব্যক্তিদের আবেদন ফরম, জীবনবৃত্তান্ত ও গবেষণা প্রস্তাব দাখিল করার বিস্তারিত বিবরণ বাউবির ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

ভর্তি তথ্য

আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই ২০২৫। অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না। যেকোনো আবেদন গ্রহণ বা বাতিল বা স্থগিতের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট

আরও পড়ুনআইডিবি দেবে ৭২০ ঘণ্টার প্রশিক্ষণ, মাসিক হাতখরচের অর্থও মিলবে০৯ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ