মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
Published: 12th, July 2025 GMT
ঢাকার মিটফোর্ড হাসপাতালে এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি আঘাত করে ও কুপিয়ে হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একদল শিক্ষার্থী। গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এলাকায় ‘শিক্ষার্থীবৃন্দ, শাবিপ্রবি’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।
বিক্ষোভ মিছিলটি শাহপরাণ হলের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন আবাসিক হল ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এতে শিক্ষার্থীরা ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘যুবদলের সন্ত্রাস, রুখে দেবে ছাত্রসমাজ’, ‘চাঁদাবাজের ঠাঁই নাই’—এমন বিভিন্ন স্লোগান দেন।
এই শিক্ষার্থীদের অভিযোগ, পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ নামের এক ব্যবসায়ীকে কয়েকজন ব্যক্তি কুপিয়ে হত্যা করেন। নিহতের পরিবারের করা মামলার ভিত্তিতে ইতিমধ্যে র্যাব ও পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। শিক্ষার্থীদের দাবি, এ ঘটনায় বিএনপির সহযোগী সংগঠন যুবদলের নেতারা জড়িত।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবি শাখার আহ্বায়ক পলাশ বখতিয়ার বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ যেভাবে লাশের ওপর নাচ করেছিল, এবার বিএনপির অঙ্গসংগঠন যুবদল সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি করেছে। ৫ আগস্টের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, তা নিশ্চিত করতে হবে। দ্রুত বিচারের দাবি জানান তিনি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট