এই গ্রীষ্মের আলোচিত বইগুলোর একটি রেইনর উইনের লেখা দ্য সল্ট পাথ। বইটি সমালোচকদের দারুণ প্রশংসা কুড়িয়েছে। কিন্তু সম্প্রতি এর গল্পের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

গত ৬ জুলাই দ্য অবজারভার একটি প্রতিবেদনে দাবি করেছে, লেখক রেইনার উইন তাঁর আত্মজীবনীতে মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। তিনি তাঁর সাবেক এক কর্মস্থল থেকে ৬৪ হাজার পাউন্ড আত্মসাৎ করেন এবং নিজেদের গৃহহীন হয়ে পড়ার বিষয়টি ভুলভাবে পাঠকের কাছে তুলে ধরেন। বইয়ে যেভাবে তাঁদের বাড়ি বাজেয়াপ্ত হওয়ার কথা বলা হয়েছে, তাতেও বিভ্রান্তিকর তথ্য রয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়। এমনকি উইনের স্বামী মথের রোগ নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে দ্য গার্ডিয়ান রেইনার উইনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘অবজারভারের রিপোর্টটি অত্যন্ত বিভ্রান্তিকর। আমি আইনি পরামর্শ নিচ্ছি। আপাতত আর কোনো মন্তব্য করব না।’

উইন বলেন, ‘দ্য সল্ট পাথ বইটি আমাদের জীবনের নির্মম সত্যচিত্র। এটি আমাদের জীবনের প্রকৃত কাহিনি।’

অবজারভার তাদের প্রতিবেদনে দাবি করেছে, উইনের প্রকৃত নাম স্যালি ওয়াকার। তিনি এস্টেট এজেন্সি ও প্রপার্টি সার্ভে ফার্মে হিসাবরক্ষক হিসেবে কাজ করার সময় সেখান থেকে প্রায় ৬৪ হাজার পাউন্ড আত্মসাৎ করেন। ফার্মটির মালিকের স্ত্রীর বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ওই ঘটনার পর ওয়াকারকে গ্রেপ্তার করা হয়েছিল।

সূত্র: দ্য গার্ডিয়ান

গ্রন্থনা: রবিউল কমল

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উইন র

এছাড়াও পড়ুন:

মিয়ানমারে বৌদ্ধ মঠে বিমান হামলায় নিহত ২৩

মিয়ানমারের সাগাইং অঞ্চলের একটি বৌদ্ধ মঠে বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। লিন তা লু গ্রামে শুক্রবার রাতভর চলা এই হামলায় ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। 

কয়েক সপ্তাহ ধরে চলা সংঘর্ষ থেকে বাঁচতে আশপাশের গ্রাম থেকে দেড় শতাধিক মানুষ মঠটিতে আশ্রয় নিয়েছিলেন। খবর দ্য টেলিগ্রাফ

বিদ্রোহী গোষ্ঠীর এক সদস্য সংবাদমাধ্যমকে জানান, জঙ্গিবিমান রাত ১টার দিকে গ্রামের মঠের একটি ভবনে বোমা ফেলার পর চার শিশুসহ ২৩ বেসামরিক নাগরিক নিহত হন। 

নিহতের সংখ্যা ৩০ হতে পারে বলে জানিয়েছে মিয়ানমারের স্বাধীন সংবাদমাধ্যম ডেমোক্রেটিক ভয়েজ অব বার্মা। দেশটির সামরিক বাহিনী এই হামলা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

সম্পর্কিত নিবন্ধ