বার্সায় মেসির সংবর্ধনা নিয়ে যা জানা গেল
Published: 12th, July 2025 GMT
লিওনেল মেসি বার্সেলোনায় খেলেছেন ১৭ বছর। এরপর পিএসজি হয়ে বর্তমানে ইন্টার মায়ামিতে খেলছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন কিংবদন্তি। মিয়ামির সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে তার। যুক্তরাষ্ট্রের ক্লাবেই থাকবেন নাকি নতুন কোন চ্যালেঞ্জ নেবেন তা নিয়ে নানা গুঞ্জন বের হচ্ছে।
এর মধ্যে সামনে এসেছে মেসিকে বার্সার সংবর্ধনা দেওয়ার বিষয়টি। বেশ আগে থেকেই বার্সা ক্যাম্প থেকে বলে আসা হচ্ছে, স্পোর্টিফাই ক্যাম্প ন্যু সংস্কারের পর উদ্বোধনের সময় ডাকা হবে মেসিকে। ম্যাচ আয়োজন করা হবে। যে ম্যাচে খেলানোও হতে পারে মেসিকে এবং বার্সার পক্ষ থেকে সংবর্ধনা দিয়ে তাকে বিদায় জানানো হবে।
ক্যাম্প ন্যু উদ্বোধন হবে দুই ধাপে। একটি আগামী ১০ আগস্ট জুয়ান গাম্পার ট্রফি উন্মোচনের মাধ্যমে। অন্যটি স্টেডিয়ামের কাজ পুরোপুরি শেষ হওয়ার পরে। এর মধ্যে ১০ আগস্ট মেসির বার্সায় ফেরার গুঞ্জন বেরিয়েছিল। তবে মেসির এজেন্ট জানিয়েছেন, বার্সার পক্ষ থেকে এখনো মেসির সঙ্গে এসব বিষয়ে আলোচনা করেনি।
ক্যাম্প ন্যুর কাজ শেষ হবে আগামী বছরের গ্রীষ্মে। অর্থাৎ যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ শুরুর সময়। ওই সময় মেসিকে আমন্ত্রণ জানিয়ে তাকে সংবর্ধনা দিতে পারে বার্সা। যদিও এখন পর্যন্ত কিছুই চূড়ান্ত হয়নি। মেসির সংবর্ধনা বিষয়ে বার্সার ভাইস প্রেসিডেন্ট এলেনা ফোর্ট বলেছেন, মেসির সংবর্ধনা হতেই হবে। সে ক্লাবের ইতিহাসের সেরা ফুটবলার। তবে তার আগে ক্যাম্প ন্যুর কাজ শেষ হতে হবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ভারত না এলেও ঢাকাতেই বসবে এসিসির সভা
চলতি মাসের ২৪ তারিখ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নির্বাহী কমিটির সভা। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এখানেই চূড়ান্ত হবে এশিয়া কাপের সূচি।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু শনিবার বিকেলে জানান, ‘আমরা ঢাকায় এসিসির নির্বাহী সভা আয়োজনের সব প্রস্তুতি নিচ্ছি। সভাটি হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। আশা করছি, সভায় (সদস্য দেশের) সবাই উপস্থিত থাকবেন।’
তবে ভারতের প্রতিনিধি এই সভায় অংশ নেবেন কি না, সেটি এখনও অনিশ্চিত। এ বিষয়ে মিঠু বলেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রতিনিধি আসবেন কি না, তা এখনই নিশ্চিত নয়। এটি তাদের বোর্ড ও রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। আমরা তাদের উপস্থিতির বিষয়ে আশাবাদী। যদিও না আসেন, ভার্চুয়ালি যুক্ত হওয়ার সুযোগ তাদের জন্য থাকছে।’
এই সভার সময় ঢাকাতেই চলবে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। ১৬ জুলাই সকালে ও রাতে দুটি ভিন্ন ফ্লাইটে ঢাকায় পৌঁছাবে পাকিস্তান দল। অন্যদিকে শ্রীলঙ্কা সফর শেষে ১৭ জুলাই দেশে ফিরবে বাংলাদেশ দল। জানা গেছে, এই সিরিজ দেখতে এবং এসিসির সভায় অংশ নিতে ঢাকায় আসবেন এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি।
২০২৬ সালের এশিয়া কাপ আয়োজনের স্বত্ব ভারতের হাতে থাকলেও এখনো ভেন্যু চূড়ান্ত হয়নি। এবারের এসিসি সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সম্ভাবনা রয়েছে, এ সভাতেই প্রকাশিত হবে এশিয়া কাপের চূড়ান্ত সূচি। তবে রাজনৈতিক টানাপোড়েনের কারণে টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণ এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
কাশ্মীরে সাম্প্রতিক হামলা নিয়ে ভারত-পাকিস্তান সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে ভারতীয় বোর্ডের প্রতিনিধি শেষ পর্যন্ত ঢাকায় আসবেন কি না, সেটিই এখন দেখার বিষয়।