গাজীপুরের কালিয়াকৈরে ছাঁটাই করা ১৭ শ্রমিককে পুনর্বহাল এবং কারখানার দুই কর্মকর্তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ শনিবার সকাল আটটার দিকে উপজেলার বড়ইছুটি এলাকায় সাউদার্ন নিটওয়্যার লিমিটেড নামের কারখানায় এ বিক্ষোভ শুরু হয়।

পুলিশ ও কারখানার কয়েকজন শ্রমিকের সূত্রে জানা গেছে, সাউদার্ন নিটওয়্যার লিমিটেড কারখানায় বিভিন্ন সময়ে শ্রমিকদের দাবি আদায়ের বিক্ষোভসহ নানা কর্মসূচি পালিত হয়। এসব আন্দোলনে যেসব শ্রমিক নেতৃত্ব দিয়েছেন, সম্প্রতি তাঁদের একটি তালিকা তৈরি করে কারখানা কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার ছুটির পর কারখানাটির প্রধান ফটকে ১৭ শ্রমিককে ছাঁটাইয়ের নোটিশ টানিয়ে দেওয়া হয়। পরের দিন শুক্রবার কারখানা বন্ধ ছিল। আজ শনিবার সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে গিয়ে ১৭ শ্রমিকের ছাঁটাইয়ের বিষয়টি জানতে পারেন। পরে সকাল আটটার দিকে তাঁরা কর্মবিরতি শুরু করেন।

একপর্যায়ে শ্রমিকেরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় শ্রমিকেরা ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল এবং কারখানার মহাব্যবস্থাপক (জিএম) নূরুল ইসলাম ও উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মিজানুর রহমানের পদত্যাগের দাবি তোলেন। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানা-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। তবে ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভ চলছিল।

ফারহান আহমেদ নামের এক শ্রমিক বলেন, ১৭ শ্রমিককে অবৈধভাবে ছাঁটাই শ্রম আইনের পরিপন্থী। কারখানাটির শ্রমিকদের দাবি আদায়ে তাঁরা বিভিন্ন সময়ে বিক্ষোভ করলেও কোনো ধরনের ক্ষতি করেননি। ন্যায্য দাবি আদায়ে বিক্ষোভ ও শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ