গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও দুই কর্মকর্তার পদত্যাগ দাবিতে বিক্ষোভ
Published: 12th, July 2025 GMT
গাজীপুরের কালিয়াকৈরে ছাঁটাই করা ১৭ শ্রমিককে পুনর্বহাল এবং কারখানার দুই কর্মকর্তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ শনিবার সকাল আটটার দিকে উপজেলার বড়ইছুটি এলাকায় সাউদার্ন নিটওয়্যার লিমিটেড নামের কারখানায় এ বিক্ষোভ শুরু হয়।
পুলিশ ও কারখানার কয়েকজন শ্রমিকের সূত্রে জানা গেছে, সাউদার্ন নিটওয়্যার লিমিটেড কারখানায় বিভিন্ন সময়ে শ্রমিকদের দাবি আদায়ের বিক্ষোভসহ নানা কর্মসূচি পালিত হয়। এসব আন্দোলনে যেসব শ্রমিক নেতৃত্ব দিয়েছেন, সম্প্রতি তাঁদের একটি তালিকা তৈরি করে কারখানা কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার ছুটির পর কারখানাটির প্রধান ফটকে ১৭ শ্রমিককে ছাঁটাইয়ের নোটিশ টানিয়ে দেওয়া হয়। পরের দিন শুক্রবার কারখানা বন্ধ ছিল। আজ শনিবার সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে গিয়ে ১৭ শ্রমিকের ছাঁটাইয়ের বিষয়টি জানতে পারেন। পরে সকাল আটটার দিকে তাঁরা কর্মবিরতি শুরু করেন।
একপর্যায়ে শ্রমিকেরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় শ্রমিকেরা ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল এবং কারখানার মহাব্যবস্থাপক (জিএম) নূরুল ইসলাম ও উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মিজানুর রহমানের পদত্যাগের দাবি তোলেন। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানা-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। তবে ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভ চলছিল।
ফারহান আহমেদ নামের এক শ্রমিক বলেন, ১৭ শ্রমিককে অবৈধভাবে ছাঁটাই শ্রম আইনের পরিপন্থী। কারখানাটির শ্রমিকদের দাবি আদায়ে তাঁরা বিভিন্ন সময়ে বিক্ষোভ করলেও কোনো ধরনের ক্ষতি করেননি। ন্যায্য দাবি আদায়ে বিক্ষোভ ও শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রস্তাব, অনুদান তিন লাখ টাকা
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ গবেষণাকেন্দ্রের ২০২৫–২৬ অর্থবছরের জন্য আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করেছে।
ভর্তির জন্য দরকারি১. গবেষণার বিষয়বস্তু অবশ্যই ‘বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধ’–সম্পর্কিত হতে হবে।
২. প্রতিটি গবেষণা প্রকল্পের অনুদানের পরিমাণ দেওয়া হবে তিন লাখ টাকা। এই প্রকল্পের মেয়াদ থাকবে এক বছর।
আরও পড়ুনপাস করা সব শিক্ষার্থী ভর্তি হলেও খালি থাকবে ১৩ লাখ আসন ৮ ঘণ্টা আগেযা জমা দিতে হবে১. সর্বোচ্চ ১ হাজার ৫০০ শব্দের মধ্যে প্রয়োজনীয় তথ্য উল্লেখ করে গবেষণার প্রস্তাব জমা দিতে হবে।
২. গবেষণা প্রকল্পের আগ্রহী ব্যক্তিদের আবেদন ফরম, জীবনবৃত্তান্ত ও গবেষণা প্রস্তাব দাখিল করার বিস্তারিত বিবরণ বাউবির ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
ভর্তি তথ্যআবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই ২০২৫। অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না। যেকোনো আবেদন গ্রহণ বা বাতিল বা স্থগিতের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট
আরও পড়ুনআইডিবি দেবে ৭২০ ঘণ্টার প্রশিক্ষণ, মাসিক হাতখরচের অর্থও মিলবে০৯ জুলাই ২০২৫