প্রশাসন ও শিক্ষার্থীর সম্মিলিত প্রয়াসে সুষ্ঠু নির্বাচন হবে
Published: 24th, May 2025 GMT
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. কামাল উদ্দিন চাকসু নীতিমালা প্রণয়ন কমিটির আহ্বায়ক। তিনি জানান, জুনে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তিনি চাকসু কার্যক্রমের বর্তমান অগ্রগতি সম্পর্কে বলেছেন সমকালকে।
সমকাল: আপনারা বলেছিলেন মে বা জুনে চাকসু নির্বাচন হতে পারে। বর্তমানে আপনারা কতটুকু প্রস্তুত?
ড. কামাল উদ্দিন: আমরা বলেছিলাম সমাবর্তনের পর চাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করব। সরাসরি নির্বাচনের কথা বলা হয়নি। নীতিমালা কমিটির কাজ শেষ পর্যায়ে। শিক্ষার্থীরা তাদের সর্বশেষ মতামত দেবেন। এর পর নীতিমালা কমিটির কাজ শেষ হলে রোডম্যাপ ঘোষণা করা হবে।
সমকাল: শিক্ষার্থীদের কয়েকটি সংগঠন আপনাদের উপর চাকসু কার্যক্রমের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট নয়। এটি নিয়ে আপনাদের অবস্থান কী?
ড.
সমকাল : শিক্ষার্থীদের সাথে চাকসু নিয়ে কতবার বৈঠকে বসেছেন? কবে নাগাদ চাকসু নির্বাচন হতে পারে?
ড. কামাল উদ্দিন: আনুষ্ঠানিকভাবে আমরা দুইবার শিক্ষার্থীদের সাথে বৈঠক করেছি। অনানুষ্ঠানিকভাবেও কয়েকবার বসা হয়েছে। আমাদের কাজ এগিয়ে নিচ্ছি। খুব দ্রুত নির্বাচন হবে আশা করছি।
সমকাল: সুষ্ঠু চাকসু নির্বাচনের জন্য আপনারা কোনো কৌশল বা আলাদা পন্থা অবলম্বন করবেন?
ড. কামাল উদ্দিন: আমরা শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসেছি। খসড়া গঠনতন্ত্র উপস্থাপন করেছি। শিক্ষার্থীদের পক্ষ থেকে গঠনতন্ত্রে কোনো সংশোধনী থাকলে আগামী ২৬ মে’র মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। তাদের প্রস্তাবের ভিত্তিতে প্রয়োজনীয় সংযোজন–বিয়োজন করা হবে। আশা করছি প্রশাসন ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রয়াসে সুষ্ঠু নির্বাচন হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: সমক ল
এছাড়াও পড়ুন:
বিএনপির আস্থায় দুই বেয়াই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এ তালিকায় স্থান পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায় ও নিতাই রায় চৌধুরী।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন:
বিএনপির মনোনয়ন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই নেতা
পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময়
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-৩ আসনে প্রার্থী হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। অপরদিকে, মাগুরা-২ আসনে ধানের শীষে লড়বেন নিতাই রায় চৌধুরী।
গয়েশ্বর চন্দ্র রায়ের ছেলে অমিতাভ রায়ের সঙ্গে নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায়ের বিয়ে হয়েছে। তারা সম্পর্কে দুজন বেয়াই।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
ঢাকা/রাজীব